Better Life With Steem ||The Diry Game ||02 October
''Edited by canva'' |
---|
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সবাই ভালই আছেন এবং আপনাদের দিনটি ভালই কেটেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিনটি কিভাবে শুরু হয়েছে।
'আমার দিনটি যেভাবে শুরু হয়েছে'' |
---|
ভোরের আলো ফুটতেই চড়াই পাখির কিচিরমিচির মিষ্টি সুরের ডাক শুরু হয়। আর সেই মিষ্টি সুরের কিচির মিচির ডাকে আমার ঘুম ভাঙলো।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের কাজকর্ম শেষ করলাম। ঘুম থেকে ওঠার পর পর ছেলে ভারী কোন খাবার খেতে চায় না । তাই হালকা কিছু খাবার খাইয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে।
স্কুল থেকে আসার পর সকালে নাস্তা তৈরি করলাম। আমার শাশুড়ি শরীরটা বেশি একটা ভালো না। জ্বর আসছে। তাই উনাকে আদা দিয়ে চা করে দিলাম। আমরা দুজনে নাস্তা খেয়ে নিলাম ছেলে স্কুল থেকে আসার পর নাস্তা খাবে। বাইরের পরোটা খাবে। ও স্কুল থেকে আসার পথে পরোটা নিয়ে আসবে। ঘরের বানানো নাস্তা আজ খাবেনা। বাইরের খাবার বেশি একটা খেতে দেই না। কিন্তু মাঝে মাঝে বায়না ধরলে দিতে হয়। তাই মাঝে মাঝে বাইরের খাবার খেতে দেই। তাছাড়া ও পরোটা খেতে খুব পছন্দ করে।
''আজ দুপুরে যা রান্না করেছি'' |
---|
প্রতি সোম এবং শনিবারে আমি নিরামিষ খাই। আজ সোমবার তাই নিরামিষ রান্না করেছি। আজ আমি যা যা রান্না করেছি তা হল, ঝিঙের বড়া, আলু ভর্তা, উস্তে আলু ভাজি এবং ডাল রান্না করেছি। আজ কোন সবজি রান্না করিনি। মাঝে মাঝে ভাজি, যেকোনো ধরনের বড়া, ভর্তা ,ডাল এগুলো দিয়ে খেতে ভালো লাগে।
রান্না শেষ করার পর সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম। তারপর কিছু সময়ের জন্য বিশ্রাম করে নিলাম। কদিন যাবত শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। সারাদিন কাজকর্ম করার পর শরীরটা ভীষণ ক্লান্ত লাগে ।
''সন্ধ্যাবেলায় যা করেছি'' |
---|
সন্ধ্যা বেলা ছেলেকে পড়তে বসালাম। সন্ধ্যায় পড়তে বসিয়ে সন্ধ্যাবেলা কাজকর্মগুলো সেরে নিলাম। সন্ধ্যার কাজগুলো সেরে ল্যাপটপ নিয়ে বসলাম। তারপর ল্যাপটপ অন করে স্টিম ইট বন্ধুদের কিছু ভোট দিলাম , কমেন্ট করলাম।
ছেলের পড়ালেখা শেষ করার পর সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম।
এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী। আজ এখানে শেষ করছি ।সবাই ভালো থাকবেন ।সুস্থ থাকবেন। শুভরাত্রি।
একটি সুন্দর দিনলিপি শেয়ার করলেন আমাদের সাথে। আপনার দিনলিপি পড়ে খুবই ভালো লাগলো আর বেশ উপভোগ করতে পেরেছি পড়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ভালো থাকবেন।
খুব সুন্দরভাবে একটা দিন পার করেছেন। সেই সাথে আপনি বলেছেন আপনারা শনিবার থেকে সোমবার নিরামিষ খাবার খেয়ে থাকেন। সেজন্য আলু ভর্তা করলা ভাজা ডাল এগুলো রান্না।
সন্ধ্যায় ছেলেকে পড়তে বসাইছেন,,, এরপরে এরপর রাতের খাবার খেয়েছেন। আপনার যাবতীয় সম্পন্ন কাজ সম্পন্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল। থাকবেন।
আপনে একটি সুন্দর দিন পার করেছেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার লিপিগুলো পরে বেশ ভালো লাগলো এবং পরে বেশ ভালো উপভোগ করলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, খুব সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।
আপনার দিন লিপি পড়ে জানতে পারলাম যে ,আপনি ৩দিন নিরামিষ খাবার খেয়েছেন। তাই আপনি ডাল,আলুর বস্তা ও করলা ভাজি রান্না করেছেন। ছেলে কে নিয়ে পড়তে বসছেন। এবং রাতের খাবার পড়াশোনার শেষ করে খেয়েছেন।
দুর্দান্ত ভাবে কেটেছে আপনার দিন টি। ধন্যবাদ আপনাকে।