Better Life With Steem || The Diary game || 15 September (ব্যস্তময় জীবন)

in Incredible Indialast year

WhatsApp Image 2023-09-15at 8.07.27 PM (1).jpeg

''বাড়ির ছাদে লাগানো ফুলের ছবি''

Hello,
Everyone,

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ,আজ আমার দিনটি কিভাবে কাটিয়েছে।

গতকাল থেকেই শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আজও শরীরটা ভালো লাগছে না ব্লাড প্রেসার আপডাউন করছে। তারপরও নিজেকে চলতে হয় কর্মব্যস্তময় জীবনে থেমে থাকার কোন উপায় নেই । ভালো লাগুক আর না লাগুক কর্ম করতেই হচ্ছে ।না করে কোন উপায় নেই ।একা মানুষ, আমাকেই সব একা করতে হয়।

আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদে যাই। ঘুম থেকে উঠার কিছুক্ষণ পর ছাদে গেলাম।সকালবেলা মুক্ত আকাশের নিচে সবুজ প্রকৃতির দিকে তাকালে শরীর এবং মন দুটোই ভালো লাগে।ছোটবেলা যেই সবুজ প্রকৃতির সাথে হেসে খেলে বেড়ে উঠেছি সেই প্রকৃতিতে আবার ফিরে যেতে মন চায়। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যাইহোক মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ছাদে গিয়ে কিছু সময়ের জন্য মুক্ত বাতাসে গিয়ে সময় কাটাই।

ছাদ থেকে আসার পর সকালের কাজকর্ম শেষ করে সকালের নাস্তা তৈরি করতে চলে গেলাম। নাস্তা তৈরি করার পর সবাইকে নাস্তা দিলাম আমিও নিজে খেয়ে নিলাম।

স্নান করে পুজো শেষ করলাম। তারপর রান্নার আয়োজন করলাম।আজ আমি রান্না করেছি কচু শাক ,ডাল এবং সরষে দিয়ে পোয়া মাছ।

Untitled design (20).png

দুপুরের খাবার

image.png

বিকেল বেলা

Untitled design (25).png

''ফাস্টফুডের দোকান''

আমার ছেলে ফাস্টফুড খেতে খুব ভালোবাসে ।ছেলে কদিন যাবৎ বায়না ধরছে চিকেন শর্মা খাবে। তাই বিকেল বেলা চিকেন শর্মা আনার জন্য ফাস্টফুডের দোকানে গিয়েছিলাম। বাইরের খাবার বেশি একটা খেতে দেই না কিন্তু খুব বায়না ধরেছে তাই এনে দিয়েছি।দোকানে গিয়ে দেখি চিকেন শর্মা নেই ।তাই অন্য একটা খাবার কিনে এনেছি ।আমি খাবারটার নাম জানিনা।

image.png

Untitled design (26).png

ফাস্টফুড এর দোকান থেকে বের হয়ে কিছু ফল কিনলাম ।ফাস্টফুডের দোকানের পাশেই ফলের দোকানগুলো ছিল ।ফলগুলো দেখে কিনতে ইচ্ছে করছিল ।তাই কিছু ফল কিনে নিয়ে আসলাম।

20230915_204047.jpg

এটিই হচ্ছে দোকান থেকে আনা নাম না জানা খাবার।খাবারটি খেয়ে তারপর আমার ছেলে পড়তে বসলো। লেখাপড়া শেষ করার পর সবাই রাতের খাবার খেলাম। আজ আর বেশি রাত জাগতে পারবো না ।কারণ শরীরটা ভালো নেই।এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী। আজ এখানেই শেষ করছি ।সবাই ভালো থাকবেন।

image.png

25% to @null to support #burnsteem25

10% of this payout for @meraindia

Sort:  
 last year 

আসলে আমাদের শরীর ভালো না থাকলেও আমাদের কাজ করতে হবে! কারণ আমরা নারী! আমাদের সংসারটাকে সামলে নিয়ে,, গুছিয়ে সব কিছু সঠিকভাবে রাখতে হবে। এটাই আমাদের জীবন।

যাইহোক সকালবেলা ছাদে গিয়েছেন,, ফুল নিয়ে এসেছেন পূজো দিয়েছেন! এরপর নাস্তা তৈরি করেছেন! সবাইকে নাস্তা খাইয়ে দুপুরে রান্না করেছেন! বিকেলবেলা ছেলে বায়না করেছে ফাস্টফুড খাবে! যাই হোক আপনি চিকেন শর্মা না পাওয়াতে! আপনার না জানা একটা খাবার ছেলের জন্য কিনে নিয়ে এসেছেন,,, এবং কিছু ফল কিনেছেন।

এভাবেই আপনার একটা দিন পার হয়ে গেল! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, আপনার একটা দিনের কার্যাবলী আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন! সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।

Loading...
 last year 

প্রথমে শুনে খারাপ লাগলো আপনার শরীরটা বেশি কয় দিন হয় বেশি ভালো নেই। একটু অসুস্থতার মধ্যে দিন পার করতেছেন।

এই অসুস্থতা অবস্থায়ও বাসার সকল কাজ করতে হয়। তার উপর আপনি একা মানুষ। আপনি সারাদিনে যা কিছু করেছেন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।

আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো সৃষ্টিকর্তা যেন আপনাকে সুস্থ করে দেন।

 last year 

ধন্যবাদ আপনাকে । খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া ও ভালোবাসা রইলো।

 last year 

আপনার শরীর টা খুব ভালো যাচ্ছেনা,বেশ কয়েকদিন যাবৎ,তার পরও যাবতীয় কাজ সঠিক ভাবে পালন করতে চেষ্টা করছে। মেয়েদের মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে অসম্ভব সম্ভব করার।তারা তাদের দায়িত্বের ক্ষেত্রে অটল। এটি আমি আমার পরিবারের কাছ থেকে উপলব্ধি করতে শিখেছি।তাদের কোন ক্লান্তি,আবসার স্পর্শ করেনা।মুখ ফুটে বলেও না কখনো। পরিবারের সদস্যদের প্রতি গভীর ভালো বাসার কারনেই হয়তো এমনটি হয়। আপনার ক্ষেত্রে ও তাই হয়েছে।মা হলো একটি পরিবারের হৃদপিন্ড স্বরূপ।মা অচল তো পুরো পরিবার অচল। খুব ভালো লাগলো। পোস্ট টি পড়ে। আপনি তাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন,সেই প্রত্যাশায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67237.66
ETH 2668.80
USDT 1.00
SBD 2.70