Better Life With Steem || The Diary game || 04 th October

in Incredible Indialast year

IMG-20231006-WA0004.jpg

"বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি''

Hello everyone,

আশা করি সকলে ভালো আছেন। এখন রাত প্রায় একটা বাজে। আমি কনটেন লিখতে বসলাম। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কেটেছে তাই কনটেন্ট লিখতে পারিনি এখন ফ্রি আছি তাই কনটেন্ট লিখতে বসলাম ।।আজ মনে মনে ভেবে নিয়েছে যত রাতই হোক না কেন আজ একটা কন্টেন্ট না লিখে ঘুমাবো না।।

স্টিমিট প্ল্যাটফর্মটা ওএকটা কর্মস্থল। আর কর্মস্থলে কর্ম করতেই হবে । এই প্লাটফর্মে নিয়মিত কন্টেন লেখাটা হচ্ছে একটা কর্ম। কিন্তু আমি আমার সাংসারিক কর্মব্যস্ততার কারণে এই প্লাটফর্মের নিয়মিত কাজ করতে পারছি না। আমাকে যদি কেউ হেল্প করার থাকতো। তাহলে হয়তো আমাকে এতটা ব্যস্ত থাকতে হতো না। গতরাতেও ভেবেছিলাম একটা কনটেন্ট লিখে তারপরে ঘুমোতে যাব। কিন্তু লেখা হলো না।
Untitled design (10).png

''ছাদ থেকে তুলে আনা ফুল গাছের ফটোগ্রাফি''

গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত মেশিনের সেলাই কাজ করেছি। রাত নয়টার মধ্যে সেলাই কাজ কমপ্লিট করেছি। কারণ গতকাল রাতে টিউটোরিয়াল ক্লাস ছিল। ক্লাসে জয়েন করতেই হবে। কারণ গত সপ্তাহের টিউটোরিয়াল ক্লাসে আমি জয়েন করতে পারিনি। ননদের বাসায় গিয়েছিলাম তাই জয়েন করতে পারিনি।

চলুন এখন আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গতকালকের দিনটি কিভাবে অতিবাহিত করেছি।

''দিনটি যেভাবে শুরু হলো''

20231004_074050.jpg

কদিন যাবত আবহাওয়াটা বেশি একটা ভালো যাচ্ছে না। কদিন যাবত ঘুম থেকে উঠেই দেখি মেঘলা আকাশ। আবার মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি হয় ।এই রোদ্দুর এই বৃষ্টি মনে হয় যেন মেঘ আর রোদের মান অভিমান চলছে। আমি ঘুম থেকে ওঠার কিছুক্ষণের মধ্যে আমার ছেলে ও ঘুম থেকে উঠে গেল। ছেলে বলছে মা আকাশটা মেঘলা দেখা যাচ্ছে। বৃষ্টি নামবে নামবে ভাব।

20231004_115230.jpg

''ছাদ থেকে তুলে আনা পূজার ফুল''

আমি আজ স্কুলে যাব না। ছেলে বলল মা চলো ছাদে যাই মেঘলা আকাশ দেখে আসি। যেই কথা সেই কাজ !চলে গেলাম ছেলেকে নিয়ে ছাদে মা ছেলে দুজনে বসে কিছুক্ষণ সময় কাটালাম ছাদে। তারপর পুজোর ফুল তুলে বাসায় চলে আসলাম।

আজ আর সকালে বাসায় নাস্তা তৈরি করিনি। হালকা কিছু খাবার খেয়ে নিয়েছি তারপর স্নান করে পূজা দিয়ে নিয়েছি। আজ দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে কারণ মেশিনে বসতে হবে সেলাই কাজ করবতো তাই।দুপুরে রান্না বান্না শেষ করে সবাই মিলে দুপুরে খাবার খেয়ে নিলাম।

20231004_163225.jpg

''দুপুরের খাবার''

দুপুরের খাবার শেষ করার পর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিলাম তারপর বসে পড়লাম সেলাই করতে। নটা বাজে সেলাই কাজ শেষ করে ডিসকোডের টিউটোরিয়াল ক্লাসে জয়েন করলাম।

Screenshot_20231004-215634_Discord.jpg

''গতকাল রাতের টিউটোরিয়াল ক্লাসের স্ক্রিনশট''

ক্লাস শেষ করার পর সবাই রাতের খাবার খেয়ে নিলাম।
খাওয়া-দাওয়া শেষ করার পর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম। ল্যাপটপ নিয়ে বসার পর আমি খুব ক্লান্ত অনুভব করছিলাম ।তাই ভাবলাম শরীরটা ভালো লাগছে না একটু বিছানায় গিয়ে বিশ্রাম করে নেই। তারপর কনটেন্ট লিখব। কখন জানি ঘুমিয়ে পড়লাম। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে।

এই ছিল আমার গত দিনের দিনলিপি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আগামী দিনটা যেন সকলের জন্য মঙ্গল বয়ে আনে এই শুভ কামনা রইল।

image.png

Happy Writing

Sort:  
 last year 

সময় বের করে প্রতিদিন স্টিমিটের জন্য কিছুটা কষ্টকর হলেও কাজটা আমাদের নিয়মিতই করা উচিত। আমি নিজেও চেষ্টা করি ঠিকমতো করতে।তবে দুই একদিন বাদ পরে যায় নাই এমনও না।
আপনি আপনার সারা দিনের কার্যাবলী খুব চমৎকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

মানুষ চাইলে কি না করতে পারে যেমন আপনি সারাদিন ব্যস্ততার মধ্যেও রাত ১.০০ সময় পোস্ট লিখতে বসেছেন।।।। আপনার ইচ্ছা ছিল বিধায় করতে পেরেছেন।।।। যদি ইচ্ছা না থাকতো আপনি কখনো রাত ১.০০ সময় পোস্ট লিখতে বসতেন না।।।।।

আপনি রাত ৯ টা পর্যন্ত সেলাইয়ের কাজ করেছে এবং সারাদিন যা যা করেছেন সবকিছু বলেছেন আর হ্যাঁ বর্তমানে সময়ে বৃষ্টি একটু বেশি হচ্ছে।।

Loading...
 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারা দিনের ডেইলি গেম আমাদের সাথে শেয়ার করেছেন। আর আপনার পোস্টটি আমি সম্পূর্ণ পড়লাম পরে খুব ভালই লাগলো ধন্যবাদ।

 last year 

আসলেই সত্যি গত কয়েকদিন ধরে আবহাওয়া খুবই খারাপ। তারপরেও আমাদের প্রত্যেকের দিনের কার্যাবলী খুব সুন্দরভাবেই উপস্থাপন হচ্ছে। এবং পরিচালিত হচ্ছে এটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তা সবকিছুই ঠিক রাখে। হয়তোবা সামান্য একটু পরিবর্তন আসে। এটা তো আমাদেরকে মেনে নিতেই হবে।

আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম,,, আপনি খুব সুন্দর একটা দিন পার করেছেন। ছাদের উপর থেকে ফুল নিয়ে এসে পুজো দিয়েছেন। দুপুরে রান্না করেছেন। আপনার ছেলে আনমনে বসে আবহাওয়া দৃশ্য দেখছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,,, আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার প্রত্যেকটা দিন ভালো কাটুক এটাই কামনা করে সৃষ্টিকর্তার কাছে। ভালো থাকবেন।

 last year 

আপু আপনাকে ধন্যবাদ ,আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ।ভাল থাকবেন।

 last year 

আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই আপনার এত সুন্দর একটা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করার জন্য আমি আপনার সম্পূর্ণ কষ্ট করে বুঝতে পেরেছি আপনি কঠোর পরিশ্রম করেন।

গতকাল দুপুর থেকে রাত নয় টা পর্যন্ত সেলাই কাজ করেছেন, একটা পোস্ট করবেন ভেবে ছিলেন কিন্তুু পোস্ট টা রেডি করতে পারেন নি , সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা করেছেন আপনার ছেলেকে নিয়ে ছাদে গিয়েছেন পুজোর জন্য ফুল তুলেছেন দুপুরে খাবার খেয়েছেন রাতে টিউটোরিয়াল আছে যুক্ত ছিলেন।

আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম আপনি অনেক কষ্ট করেন আমি আপনার জন্য মন থেকে দোয়া করছি একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.26
JST 0.043
BTC 99060.22
ETH 3641.49
USDT 1.00
SBD 2.83