রুই মাছের কোর্মা

in Incredible India16 days ago

IMG-20240820-WA0044.jpg

নমস্কারবন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন ।আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি ।

প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ।আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি পোস্ট শেয়ার করব ।আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন শুরু করা যাক রেসিপি তৈরীর প্রক্রিয়া।

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমান
রুই মাছ৫০০ গ্রাম
সয়াবিন তেলপরিমাণ মতো
কাঠবাদাম৬থেকে৭টি
কাজুবাদাম৬থেকে৭টি
কিচমিচএক টেবিল চামচ
টক দইএক কাপ
পেঁয়াজমাঝারি সাইজের ৫ থেকে৬টি
আদাবাটাএক টেবিল চামচ
রসুন বাটাএক টেবিল চামচ
জিরা বাটাএক টেবিল চামচ
ধনে গুঁড়াএক টেবিল চামচ
কাঁচামরিচ৫ থেকে৬টি
শুকনা মরিচগুড়াস্বাদমতো
লবণস্বাদমতো
চিনিএক টেবিল চামচ
মৌরিপরিমান মত
এলাচ দারচিনিপরিমাণ মতো
গোলমরিচের গুঁড়াআধা চা চামচ

প্রথম ধাপ

IMG-20240820-WA00211.jpg
IMG-20240820-WA0023.jpg

প্রথমে মাছগুলোকে মেরিনেট করে নিতে হবে। মেরিনেট করার জন্য লাগবে এক চা চামচ আদা বাটা ও রসুন বাটা। অল্প পরিমাণ মরিচের গুঁড়া স্বাদমতো লবণ ও সাদা তেল দিয়ে মাছ গুলোকে ভালো করে মেখে ১০ থেকে ১৫ মিনিটের জন্য মেরিনেট করে নিতে হবে ।মাছগুলোকে মেরিনেট করে নিলে খেতে খুব টেস্টি লাগে।

দ্বিতীয়ধাপ

IMG-20240820-WA0022.jpg
IMG-20240820-WA0029.jpg
প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি ।তারপর পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিলাম। পেজগুলো বেশি ভাজা যাবেনা ।যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো নামিয়ে নিতে হবে।

পেঁয়াজ বেরেস্তা ,টক দই ,উপরে উল্লেখ করা বাদাম, কিচমীচ ,কাঁচামরিচ, অল্প একটু জয়িত্রী এসবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। বাদাম গুলোকে আমি হালকা গরম জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। বাদাম গুলোর ছবি তুলতে মনে ছিল না তাই ছবি দিতে পারলাম না। উপকরণগুলোর সাথে আধা কাপের মতো জল দিয়ে তারপর ব্লেন্ড করতে হবে।

IMG-20240820-WA0031.jpg

এ পর্যায়ে সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেল এখন রান্না শুরু করার পালা।

তৃতীয় ধাপ

IMG-20240820-WA00251.jpg

সবার প্রথমে পেঁয়াজ বেরেস্তা টা তৈরি করে নিয়েছি।পেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ।তেল গরম হওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম ।পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে।

IMG-20240820-WA00271.jpg

পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে।এখন তেল থেকে পেঁয়াজ বেরেস্তা গুলো উঠিয়ে নেব। এই তেলের মধ্যেই এখন মাছগুলো ভেজে নেব।

চতুর্থ ধাপ

IMG-20240820-WA0030.jpg
IMG-20240820-WA0033.jpg
IMG-20240820-WA0034.jpg

মাছগুলোকে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেল।

পঞ্চম ধাপ

IMG-20240820-WA0032.jpg

অল্প কিছু মৌরি ওগোটা কয়েক এলাচ দারচিনি তেলের মধ্যে পূরণ দিয়ে দিলাম।তারপর উপরে উল্লেখ করা মসলাগুলো পেস্ট করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে আরও দিয়ে দিলাম স্বাদমতো লবণ ও হলুদের গুড়া। সাদমতো মরিচের গুঁড়া ও আধা চা চামচ গোল মরিচের গুড়া।সবগুলো মসলা কিছুক্ষণের জন্য ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।

IMG-20240820-WA0040.jpg

মসলার তেল উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে ব্লেন্ড করে রাখা উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব।

ষষ্ঠ ধাপ

IMG-20240820-WA0036.jpg
IMG-20240820-WA0035.jpg

এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে ৫ মিনিটের মত কষিয়ে নিতে হবে।

সপ্তম ধাপ

IMG-20240820-WA0038.jpg

মসলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর গোটা কয়েক কাঁচা মরিচ।গ্যাসের ফ্লেম একদম লো রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

IMG-20240820-WA0039.jpg
IMG-20240820-WA0042.jpg

এখন ঢাকনাটা খুলে দিলাম ,দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে ।এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ গরম মসলার গুড়া ও এক চা চামচ চিনি ।তারপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব।

তৈরি হয়ে গেল রুই মাছের কোরমা।সাদা ভাত ও পোলাওয়ের সাথেএই রেসিপিটি দারুণ লাগে!এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,তাহলে অনুরোধ রইল বাসায় একবার ট্রাই করার জন্য।আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন।

Thank You So Much For Reading My Blog 📖
Sort:  
 16 days ago 

বাঙালি জাতির এমনিতেই মাছ অনেক প্রিয়, এজন্য তাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়, তার ওপর যদি এরকম রুই মাছের কোরমা রান্নার রেসিপি দেখা যায়, তাহলে আর তর সয় না, মনে হয় এখনই মাছের একটা পিস নিয়ে খেতে বসে যাই, আপনার দুই মাসের কোরমার রেসিপি খুব সুন্দর হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 16 days ago 

আমার পোস্ট পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 16 days ago 

দিদি এত লোভনীয় রেসিপি পড়তে বসলে খেতে মনে চায় তবে আমরা তো আর আপনাদের মত তৈরি করতে পারি না আপনাদের হাতে জাদু আছে।

আজকে ম্যাজিক এর মত রুই মাছের কোর্মা বানানোর রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করছেন প্রথম প্রবেশোনের থাম্বেল দেখে ভাত নিয়ে বসে আছি কখন যে আমার পাতে পড়বে টুপ করে রুই মাছের এই লোভনীয় রেসিপি দিয়ে খেয়ে উঠবো। তবে সেটা তো আর সম্ভব নয়।

দিদি একটু মজা করলাম যাই হোক খুব সুন্দর ভাবে আপনি আজকে রুই মাছের এই লোভনীয় কোরমা বানিয়ে খুব ভালোভাবে উপস্থাপনা করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন এমন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 15 days ago 

প্রথমে বলবো রুই মাছের কোর্মা রেসিপিটির ছবি দেখে আমার জিভে জল এসে গেল । রেসিপির প্রতিটি উপকরণ এবং রান্নার প্রতিটি ধাপ আপনি ছবির মাধ্যমে এবং লিখে তা আমাদের সাথে শেয়ার করেছেন ।যা দেখি আমরা সহজেই তৈরি করতে পারব।

রেসিপি দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির স্পেশাল খাদ্য তালিকার একটি রেসিপি ।রুই মাছ আমার খুবই প্রিয় একটি মাছ ।তার সাথে যদি এভাবে রান্না করা হয় তবে এর স্বাদ আরো দিগুন বেড়ে যাবে ।বিশেষ করে কোন অতিথি এলে বা কোন অকেশনে এভাবে রান্না করলে অতিথিরা খুবই খুশি হবে ।সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।নতুন রেসিপি পড়ার অপেক্ষায় রইলাম ।

 15 days ago 

আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্ট পরিদর্শন ও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

IMG-20240820-WA0039.jpg
IMG-20240820-WA0042.jpg

এর মধ্যে দিলাম,কালার চলে এসেছে । এখন গরম মসলার গুড়া ও এক চা চামচ চিনি ,তারপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব।

তৈরি হয়ে গেল রুই মাছের কোরমা।সাদা ভাত ও পোলাওয়ের সাথেএই রেসিপিটি দারুণ লাগে!এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,তাহলে অনুরোধ রইল বাসায় একবার ট্রাই করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 61137.27
ETH 2383.64
USDT 1.00
SBD 2.52