ক্রিসপি চিকেন চাপ রেসিপি

in Incredible India2 months ago
PXL_20240621_150540293~2.jpg

নমস্কার,

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন ।আমিও ভালো আছি।আজ আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ।সত্যি কথা বলতে এখন বর্ষাকাল চলছে তো!এই বর্ষার মৌসুমে প্রতিদিন কমবেশি বৃষ্টি হয়েই থাকে ।আর যেদিন মনে করেন সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়ে,সেদিন সকাল কিংবা বিকেলে নতুন নিত্য ভর্তা, খিচুড়ি কিংবা ক্রিসপি কিছু খাবার খেতে মন চায় ।তাই কদিন আগে আমি বাসায় ক্রিসপি জাতীয় একটি রেসিপি তৈরি করেছিলাম।সেই রেসিপিটি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই রেসিপিটি হল ''চিকেন চাপ ''রেসিপি।তো চলুন রেসিপি তৈরি প্রক্রিয়াটি শুরু করি ।

প্রয়োজনীয় উপকরণঃ

নামপরিমান
মুরগির মাংস২ কেজি
টক দইএক কাপ
আদা বাটা২টেবিল চামচ
জিরা গুঁড়া২টেবিল চামচ
ধনে গুড়া২টেবিল চামচ
সরিষা বাটা২টেবিল চামচ
মরিচের গুঁড়া২টেবিল চামচ
লবণসাদ মত
সয়া সসতিন টেবিল চামচ
সরিষার তেল২টেবিল চামচ
গুলমরিচের গুঁড়া১চা চামচ
পেঁয়াজ বাটা২টেবিল চামচ
টমেটো সসতিন টেবিল চামচ
লেবুর রস২টেবিল চামচ
বেসনপরিমাণ মতো
কনফ্লাওয়ার৫-৬টেবিল চামচ

প্রথম ধাপ

20240621_182019.jpg

প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে নেব ।

দ্বিতীয়ধাপ

Untitled design (19).png

তারপর উপরে উল্লেখিত সবগুলো মসলা এবং টক দই একসাথে একটা পাত্রের মধ্যে পেস্ট করে নিলাম ।

তৃতীয় ধাপ

Untitled design (20).png
20240621_184449.jpg

এখন এই পর্যায়ে মেরিনেট করা মাংসগুলোকে পেস্ট করে নেওয়া মসলা দিয়ে ভালো করে মেখে নেব।

চতুর্থ ধাপ

20240621_195430.jpg

এখন পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম ।বেসনের মধ্যে দিয়ে দিলাম ৫ থেকে ৬ টেবিল চামচ কনফ্লাওয়ার এবং ছাদমতো লবণ ও মরিচের গুড়ো ।এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব।তারপর মসলা দিয়ে মেখে রাখা মাংসের পিস গুলো বেসনের মধ্যে ভালো করে মেখে নিলাম।

পঞ্চম ধাপ

20240621_195506.jpg

এখন বেসন দিয়ে মেখে নেওয়া মাংসের পিসগুলো চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব।মাংসের পিসগুলো এপিঠ ও পিঠ ভালো করে ভেজে নেব।

ষষ্ঠ ধাপ

20240621_202024.jpg

যখন ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে ফেলতে হবে ।মাংসের পিসগুলোতে ব্রাউন কালার চলে এসেছে।এখন মাংসের পিস গুলো নামিয়ে নেব।

PXL_20240621_150540293~2.jpg

বন্ধুরা, এখন তৈরি হয়ে গেল দারুন মজার ক্রিসপি চিকেন চাপ।এটি নান রুটি ও লুচির সাথে খেতে খুব দারুণ লাগে।

তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি।

Thanks everyone for reading my post
Sort:  
 2 months ago 

আমি চিকেন দিয়ে অনেক কিছুই ট্রাই করেছি কিন্তু এভাবে ক্রিপসি চিকেন চাপ কখনো করি নাই। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতেও ভালো লাগবে। তাই বাসায় অবস্যই একবার বানিয়ে দেখবো খেতে কেমন লাগে। আমার মতো আরো অনেকেই খুবসহজেই বানাতে পারবে আপনার এই চমৎকার রেসিপি ফল করে ।

Loading...
 2 months ago 

আমার কাছে মুরগির মাংস অনেক বেশি ভালো লাগে, মুরগির মাংস দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন আমি অনেক মজা করে খাই, আপনার ক্রিচপি চিকেন চাপ এর রেসিপি টা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ এই সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল ।ভাল থাকবেনআমার ।

 2 months ago 

আপনি মাঝে মাঝে আমাদের মাঝে খুবই চমৎকার চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়ে যান তেমনি আজকেও একটু রেসিপি নিয়ে হাজির হয়েছেন।। খুবই চমৎকারভাবে সেগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন সেখান থেকে আমরা খুব সহজে বুঝতে পাবি কিভাবে তৈরি করতে হয়।।

 2 months ago 

আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন।

 last month 

“ক্রিসপি চিকেন চাপ” রেসিপিটি অসাধারণ ছিল। আপনি প্রয়োজনীয় উপকরণ এবং পরিমাণ সহ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন । ছবির মাধ্যমে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন ।ছবিগুলো দেখে অনেকে আকর্ষণে লেগেছে, অবশ্য খেতে অনেক সুস্বাদু হয়েছে ।আমি অনেক অপেক্ষায় থাকি আপনার নতুন নতুন রেসিপির জন্য। আজকের রেসিপিটি আপনারা অসাধারণ ছিল এবং নতুন রেসিপি অপেক্ষায় রইলাম ।আপনার জন্য রইল শুভকামনা ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58866.42
ETH 2515.85
USDT 1.00
SBD 2.46