ষড়ঋতুর দেশ বাংলাদেশ।

in Incredible Indialast year

pexels-photo-267149.jpegpexels

Hi,
My Dear Friends.
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আজকে আমি আপনাদের সাথে আমাদের দেশের ষড়ঋতুর সৌন্দর্য নিয়ে আলোচনা করবো।

ষড়ঋতুর দেশ বাংলাদেশ।আমাদের দেশের রয়েছে ছয়টি ঋতু। সেগুলো হলো:গ্রীষ্মকাল,বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। এগুলো সবগুলোর রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য।বারোটি মাস নিয়ে এই ছয়টি ঋতু গঠিত। যা আমাদের দেশকে অনেক আকর্ষণীয় ও সৌন্দর্য বৃদ্ধি করে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে ঋতু ও পরিবর্তন হয়।

গ্রীষ্মকালে আমাদের চারদিকে প্রখর রোদ আর মাঠঘাট ফেটে চৌচির হয়ে পড়ে।এ সময় কৃষকরা ভালোভাবে ফসল ফলাতে পারে না।কারণ তখন মাটিতে রস থাকে না। কিন্তু গ্রীষ্মকালে আমাদের জাতীয় ফল কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল খাওয়ার মুখ্য সময় হলো গ্রীষ্মকাল। এ সময় বাজারে প্রচুর পরিমানে ফল পাওয়া যায়।

pexels-photo-2387967.jpegpexels

সব ঋতুই তার আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আমাদের মাঝে হাজির হয়।যা আমাদের মনমুগ্ধকর করে তোলে। ঠিক তেমন আরেকটা ঋতু হলো বর্ষাকাল।এ সময় চারদিকে বৃষ্টি আর বৃষ্টি। পুকুর, নদী, নালা সব কিছু পানিতে ডুবে থাকে।এমনও হয় সারাদিন বৃষ্টিই হয়।বাসা থেকে বের হওয়া যায় না।কিন্তু মজার ব্যাপার হলো এ সময় আমরা বাসায় বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। বর্ষকাল মানেই স্টুডেন্ট দের কাছে স্কুলে না যাওয়ার একটা বাহানা সৃষ্টি হয়।

তৃতীয় ঋতুতে অবস্থা করে শরৎকাল। এ সময় আকাশ থাকে একদম স্বচ্ছ। সাদা মেঘে ঘুরে বেরায় পুরো আকাশ। এ সময় নদীর পাশদিয়ে ফুটে সাদা কাশফুল। যা প্রকৃতির সৌন্দর্য অনেক বাড়িয়ে তোলে।আমাদের সবারই ইচ্ছে করে কাশফুল থেকে ঘুরে আসতে তার সৌন্দর্য টা উপভোগ করতে মন চায়।

শীতকাল হলো সুন্দর একটি ঋতু। এ সময় চারপাশে কুয়াশা দিয়ে আচ্ছন্ন থাকে।তাছাড়া শীতকালের সবচেয়ে জনপ্রিয় হলো খেজুরের রস। শীতের সকালে এ রস বাজারে পাওয়া যায়। তাছাড়া পিঠা উৎসব ও হয় এই সময়।তাছাড়া শীতের সময় ব্যাডমিন্টন খেলা হয়। এই খেলা শীতকাল ছাড়া খেলা হয় না।শীতের সকালে ও রাতে এই খেলাটি বেশি হয়ে থাকে।এ সময় গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পরে যেতে থাকে।

pexels-photo-3593923.jpegpexels

বসন্তকাল হলো সবচেয়ে শেষ ঋতু। এ সময় গাছে গাছে নতুন পাতার সৃষ্টি হয়।চারপাশের পরিবেশে খুব সুন্দর পরিবর্তন দেখা যায়।গাছে নতুন ফুল হয় পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়।

আমাদের দেশ ষড়ঋতুর সৌন্দর্যে ভরপুর। কিন্তু ধীরে ধীরে তা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা আমাদের পরিবেশ দূষিত করে ফেলছি।যার ফলে এই সৌন্দর্যগুলো আর দেখা যায় না। কিন্তু এই ঋতুগুলো আমাদের মাঝে অনেক সৌন্দর্য নিয়ে আগমন করে।

আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন।

TQ.png

Q.png

Sort:  
Loading...
 last year 

বাংলাদেশ ষড়ঋতুর দেশ, আর তাই হয়তো এ দেশের বিভিন্ন রকম আবহাওয়া রয়েছে। একেক রকম ঋতু একেক রকম রূপ নিয়ে আমাদের মাঝে হাজির হয়।

গ্রীষ্মকালে প্রচন্ড গরম। শীতকালে প্রচন্ড ঠান্ডা। আর বসন্তকালে আবহাওয়া স্বাভাবিক। বর্ষাকালে প্রচন্ড বৃষ্টি।

এভাবেই বিভিন্ন ঋতুতে আমরা আমাদের বাংলাদেশের বিভিন্ন রূপ দেখতে পাই। বর্ষাকালে পানিতে চারপাশ থৈ থৈ করে। গ্রীষ্মকালে সবকিছু শুকিয়ে হাহাকার হয়ে যায়। আবার শীতকালে কুয়াশার কারণে অন্ধকারে রাস্তায় ঠিক মত চলা যায় না।

আজকে আপনি আপনার পোস্ট ষড়ঋতুর দেশ বাংলাদেশকে নিয়ে সাজিয়েছেন। অসম্ভব সুন্দরভাবেই আপনি বাংলাদেশের এই ঋতুগুলোর বর্ণনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাল থাকবেন।

#miwcc

 last year 

আমাদের বাংলাদেশে অনেক কিছুরই দেখার আছে যেগুলো ছয় ঋতুর মাঝে বদলে যায় এক ঋতু বদলে গেলে নতুন আরেক কিছু দেখা যায় দেখতে সেগুলো অনেক ভালো লাগে।

আপনি আজ ঋতু সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে।

#miwcc

 last year 

আরে বাহ আপনার তো দেখি আমাদের বাংলাদেশের ঋতু সম্পর্কে অনেক ধারণা রয়েছে আসলে আমি নিজেই কখন যে কোন ঋতু আসে জানিনা যাইহোক আসলে আমাদের বাংলাদেশটা এমনই এক একটি ঋতু আমাদের মাঝে এক এক ধরনের উৎসব আনন্দ নিয়ে আসে আবার এমন কিছু ঋতু আছে যে ঋতুতে আমাদের কিছু ক্ষয়ক্ষতিও হয় তারপরও আমরা সুখী তারপরও আমরা বাঙালি।

পৃথিবীর এমন অনেক দেশ রয়েছে যেখানে মাত্র এক ঋতুর দেশ কিন্তু আমার সেই হিসাব দেখা গেলে আমাদের বাংলাদেশ ছয়টি ঋতুরদের ছয়টি ঋতুতে আমাদের মাঝে 6 ধরনের উৎসব নিয়ে আসে।

অনেক ভালো লাগলো ভাই আপনার সুন্দর এই পোস্টটি পড়ে অবশ্যই আপনার কাছ থেকে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কিছু তথ্য আমরা জানতে পারবো আমাদের নিজের দেশ সম্পর্কেও।

#miwcc

 last year 

আমাদের দেশে ছয় ঋতু এটা সবারই জানা। ঋয় ঋতু থাকলেও এখন আর ছয় ঋতু দেখা যায় না। এখন ২ ঋতু দেখা যায়। যেমন গ্রীষ্মকাল ও শীতকাল। আপনি আপনার পোস্টে বলেছেন বসন্ত কাল হলো শেষ ঋতু। এই ঋতুতে গাছে গাছে পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। আপনি ঠিকই বলেছেন আমরা পরিবেশ এখন দূষিত করে ফেলছি তাই আর সৌন্দর্য দেখা যায় না। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন
#miwcc

 last year 

আপনি ঠিকই বলেছেন ছয় ৠতু পরিবর্তনে প্রাকৃতিক সৌন্দর্য পালটাতে থাকে ৷ তবে অনেক সুন্দর লাগে এই দৃশ্য গুলো ৷

যেমন মনে করে বর্ষা কাল গ্রীষ্মকাল বসন্তকাল শরৎকাল একের পর এক চলতেই থাকে ৷ আর জলবায়ু আবাহাওয়া পালটাতেই থাকে ৷ এতে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পায় ৷

যাই হোক ভাই আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

#miwcc

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69