ফুলের রানী গোলাপের সৌন্দর্য নিয়ে আলোচনা।

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।ইনক্রেডিবল ইন্ডিয়া কমিউনিটিতে এটি আমার দ্বিতীয় পোস্ট।আমি আপনাদের সাথে থেকে দীর্ঘ সময় কাজ চালিয়ে যেতে চাই।

আমার আজকের টপিক হলো গোলাপ ফুল। আমি আজকে আপনাদের মাঝে গোলাপ ফুল সম্পর্কে আলোচনা করবো।

IMG_20230326_005150.jpg

পৃথিবীর সমস্ত ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় ফুল হল গোলাপ। দেখতে যেমন সুন্দর তেমনই এর ঘ্রাণটাও অনেক মনোমুগ্ধকর। বাজারে অন্যান্য ফুলের চেয়ে এর চাহিদাও অনেক বেশি।ভালোবাসা প্রকাশের জন্য অন্যতম মাধ্যম হলো গোলাপ ফুল।

সুন্দরতার জন্য গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। প্রায় ১২০ টি প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। যেমন: লাল গোলাপ, কাঠগোলাপ, সাদা গোলাপ ইত্যাদি। গোপাল পাপড়ির ধরনে এক ধরনের নান্দনিকতা রয়েছে যা মানুষের আকৃষ্ট করে।

rose-plant-tender-nature.jpgpexels

ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে এই গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে।সৌন্দর্য ও ভালোবাসার প্রতিক হলো লাল গোলাপ।শুধু লাল গোলাপ নয় মনের ভাষা বোঝাতে পারে গোলাপি গোলাপও।

কালো গোলাপের নাম শুনলেই তা বাস্তবে দেখতে ইচ্ছে হয়। এটা বোধহয় কল্পনাতেই সম্ভব। এখনও আমি কালো গোলাপ দেখি নি।

ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো নেই।যদি থাকে তাহলে অতি নগন্য। ফেব্রুয়ারী মানেই প্রেমের মাস। ৭ ই ফেব্রুয়ারী হলো রোজ ডে। এই দিনে গোলাপ সবচেয়ে বেশি আদান-প্রদান করা হয়।

pexels-photo-1187078.jpegpexels

আমার মতে ভালোবাসা প্রকাশের জন্য আলাদা কোন ডে এর প্রয়োজন হয় না।মন থেকে ভালোবাসলে তাকে যেকোন দিন যেকোন সময়ই গোলাপ ফুল দেওয়া যায়।একটি প্রমিক-প্রেমিকার কাছে গোলাপ ফুল মানেই অন্য রকম ভালোবাসা প্রকাশ পায়।

গোলাপ ফুল বছরজুড়ে বাজারে পাওয়া যায়। অনেকে নিজের শখে গোলাপ ফুল বাসায় টবে বা অন্যান্য জায়গায় রোপন করে।অন্যান্য ফুলের তুলনায় গোলাপ ফুল মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে থাকে।

গোলাপ আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গোলাপ ফুলের তোড়া উপহার দিয়ে অতিথিদের সম্মান ও সমাদর করা হয়। গোলাপের ফুল থেকে তৈরি হয় উৎকৃষ্ট সুগন্ধি যুক্ত গোলাপ জল, যাহা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

pexels-photo-236235.jpegpexels

কোন কোন দেশে গোলাপ ফুল বিয়ে জ্যাম ও জেলি প্রস্তুত করা হয়।গোলাপ ফুলে ভিটামিন-সি সহ বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায়।গোলাপ ফুল দিয়ে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করা হয়।

গোলাপের পাপড়িতে থাকা যৌগ মেটাবলিজম বাড়ায়। এতে শরীরের ক্ষতিকারক পদার্থ অকার্যকর হয়ে বেরিয়ে যায়। ফলে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া এই পানীয় সেন্স উন্নত করে, বিধায় প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণে আগ্রহ কমে যায়।

আজকের মতো এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

TQ.png

DeviceName
AndroidOppo A31
Camera16M Dual camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@mjmoshiur
Sort:  
 last year 

বন্ধু গোলাপ ফুল সম্পর্কে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছ। তোমাকে ধন্যবাদ। তুমি তোমার পোস্টে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছ। ভালোবাসার কোন আলাদা দিন হয় না ।মন থেকে ভালবাসলে প্রত্যেক দিনই ভালোবাসা যায়।

গোলাপ ফুল অনেক সুন্দর একটি ফুল। এই ফুলটিকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা।

 last year 

ধন্যবাদ বন্ধু। আমার পোস্টটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য। ফুলের মধ্যে যদি কারো চয়েস হয়ে থাকে তাহলে ফাস্ট চয়েস হবে গোলাপ।

 last year 

গোলাপ ফুলের উপকারিতা সম্পর্কে আপনি বেশ সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে গোলাপ ফুল সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম,অসংখ্য ধন্যবাদ। আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44