You are viewing a single comment's thread from:

RE: Share your unforgettable incident of 2022 || By @maryamnadeem 😍

in Incredible India2 years ago

খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। আপনি আপনার পোস্টে আপনার বিগত বছরের অভিস্মরণীয় দিনটি আমাদের সাথে শেয়ার করেছেন। শেয়ারকৃত ঘটনাটি আমি পড়ে সত্যিই আশ্চর্য হয়েছি। সত্যিই এরকম ঘটনা আপনার সাথে ঘটেছে, এটা সত্যিই হৃদয়বিদারক ঘটনা। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি ও আপনার স্বামী যখন এই বিপদে পড়েছিলেন তখন আপনারা আয়াতুল কুরছি পড়েছিলেন। আসলে তখনকার সময়ে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনাদেরকে বাঁচানো কারো সাধ্য ছিল না। একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে বাঁচাতে অথবা আল্লাহই পারেন আমাদেরকে মৃত্যু দিতে।

পরবর্তীতে যখন হঠাৎ করে আপনাদের থেকে সবকিছু নিয়ে নেয় এবং গাড়ির চাবিটাও নেওয়ার উপক্রম। তখনই আল্লাহ তাআলার কুদরতে গাড়ি স্টার্ট করিয়ে দেন। সত্যিই শুকরিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ। হ্যাঁ এটা সত্য যে রাতের অন্ধকারে বের হওয়া ঠিক নয়। কারণ সন্ধ্যা নেমে আসার পর থেকেই বাহিরে বসবাস করে জিন পরী ইত্যাদি। যাইহোক এটা আপনার শিক্ষা হয়েছে এবং আপনার শিক্ষা পেয়েছেন যে রাতের অন্ধকারে আসলে বের হওয়া ঠিক নয়। রাতের অন্ধকারে আল্লাহ তাআলা এবাদত করা ও ঘুমানো। কিন্তু আমাদের সবচাইতে খারাপ একটা অভ্যাস, সেটা হলো দিনে ঘুমাই, আর রাতের বেলা ঘোরাঘুরি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সময় কামনা করি আসসালামুয়ালাইকুম।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110156.04
ETH 4276.74
USDT 1.00
SBD 0.83