প্রাকৃতিক পরিবেশের কিছু ফটোগ্রাফি|| Some photography of natural environment

in Incredible Indialast year

প্রিয় বন্ধুরা।

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে প্রাকৃতির ফটোগ্রাফি নিয়ে পোস্ট করবো। আপনাদের দোয়া নিয়ে লেখা শুরু করছি।


ফটোগ্রাফি


IMG_20230321_220646.jpg

IMG_20230321_221245.jpg

IMG_20230321_221218.jpg

স্থান: মহাস্থানগড় পার্ক, বগুড়া।
ডিভাইস : oppo a95


গুটিকয়েক বন্ধুর সাথে বের হয়েছিলাম বগুড়া মহাস্থানগড়ে। একটু হাঁটাহাঁটি করলাম, প্রাকৃতিক পরিবেশ ঘিরে। রয়েছে সুন্দর সুন্দর গাছগাছালি, কিচিরমিচির পাখির কলরব। চারিদিকে বিশুদ্ধ বাতাসের স্পর্শ পেয়ে সত্যিই আমি মুগ্ধ হয়েছিলাম। আমি যে গাছটির ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করেছি, সেই গাছের নাম কৃষ্ণচুড়া। দেখতে যেমন চোঁখ রাঙ্গানো তেমন তার রংটাও অসাধারণ। এরকম পরিবেশ দেখে ফটোগ্রাফি না করে নিজেকে থামাতে পারলাম না।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZxhJZmvhD4xoYFdjDShoCCanSWBCc5vTE2aDbEXpKBbt6SjkZUP8ZBUi7Psre...SXP4nyW7XApNw3Eiu87QdmaY22LEPMSZJ9ZRYvWuHqVpSLwedGjoWxk5MZzZFL37fFn3aNCF77z3eLPhC4uSN7FWYqKT3FNDhjsHgZshrjJPoQMdWZmQdRY75G.png


ফটোগ্রাফি


IMG_20230321_221723.jpg
IMG_20230321_221651.jpg
IMG_20230321_221604.jpg

স্থান: মহাস্থানগড় পার্ক, বগুড়া।
ডিভাইস : oppo a95


মহাস্থান গড়ের মাজার থেকে বের হয়ে পশ্চিম দিকে দেখলাম, অসংখ্য অগনিত গাছগাছালি ও সবুজে ভরা দৃশ্য। তাই তো ছুটে চললাম সেই দৃশ্যের সংস্পর্শ নেওয়ার। হাঁটিহাঁটি পাঁ পাঁ করে এগুতে লাগলাম। সৌন্দর্যে ভরা গাছটি আমার সামনে দাঁড়িয়ে পরলো। আর সেই গাছটি হলো বটগাছ। ছোট বেলায় অনেক শুনেছি, বট গাছে নাকি ভূত থাকে। বাট আমি কখনো দেখিনি বা আন্দাজও করতে পারিনি। ফটোগ্রাফিতে নিয়ে নিলাম বট গাছের সৌন্দর্যকে। যা আপনারা আমার ফটোগ্রাফিতে দেখতে পারছেন।


LMC_08032023_122917.🐝 Ultra Macro V1.0 🐞🌻 BY 🐝 Ultra Macro V1.0 🐞🌻 BY GCAM HERO #LMC8.2 New Version ✔️AM HERO #LMC8.2 New Version ✔️.PORTRAIT.jpg

স্থান: মহাস্থানগড় পার্ক, বগুড়া।
ডিভাইস : oppo a95

ঘুরতে ঘুরতে ক্লান্তি যেন আমাকে ছুয়ে দিলো। বার বার উঁকি দিচ্ছে আর যেন না করি। তাই তো ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ফিরে যাওয়ার পথে পড়ে গেলো এই ছেলেটি। ছেলেটা আমাদের মাদ্রাসায়রই একজন ছাত্র৷ দেখলাম হাতে এই ফুলটি। ফুলটি ওর হাতে দেখে কেমন অনেক সুন্দর লাগছিলো। তাই তো ফটোগ্রাফি করার সিদ্ধান্ত নিলাম। সেউ রাজি হলো ফটোগ্রাফি করার। তাই নিয়ে নিলাম তার হাসি মাখা মুখের একটু বাঁকা ঠোঁটের হাসি।

‍আজ আর লিখছিনা। আজ এই পর্যন্তই লিখে বিদায় নিচ্ছি আবার পরে দেখা হবে, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।

Sort:  
 last year 

Amigo que fotografías tan hermosas has compartido con nosotros, los dos árboles son hermosos, aunque uno me da miedo por lo de los espantos 🙈, la foto del niño con la flor es realmente hermosa, su inocencia la hace original y única.

Te felicito amigo, muy buenas fotografías.

Loading...
 last year 

আসলে ভাইয়া কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব দেখতে আর বিশেষ করে আপনার ফটোগ্রাফির যতই প্রশংসা করি না কেন সবকিছুই কম হয়ে দাঁড়াবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে দেখতে অনেক অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর মন্তব্য করেছেন।

 last year 

হুম আপনার ফটোগ্রাফি সাথে প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রতিভা দেখতে পেয়েছি ৷ প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনার ফটোগ্রাফি গুলো মনে হয় প্রাণ পেয়েছে ৷ আসাধারন ভাই অসাধারণ আশা করি এই ধরনের পোস্ট আরো আমাদের মাঝে উপহার দিবনে ৷

ধন্যবাদ ভাই ভালো থাকবেন ৷

 last year 

আসলে প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ দিয়ে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আমরা জানি সৃষ্টিকর্তার সৃষ্টি এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।প্রত্যেকদিনই এই প্রাকৃতি নতুন ভাবে আবারও নিজেকে রাঙিয়ে নেয়।

আপনার পোস্টের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ,অনেক সুন্দর সুন্দর গাছের ছবি আপনি শেয়ার করেছেন,আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,ভালো থাকবেন।

 last year 

আপনার লেখা পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো, আপনি যেমন প্রকৃতি নিয়ে লিখেছেন তেমনি ফটোগ্রাফি আপনার সব মিলেয়ে অসাধারণ ভালো লাগলো, আপনার লেখা গুলো পড়ে মনে হচ্ছে প্রকৃতিক প্রেমিক একজন মানুষ।
আপনার পোস্টের জন্য অপেক্ষায় রইলাম। আসা করি প্রকৃতি নিয়ে আরো ভালো কিছু লেখা উপহার দিবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44