মা আমার জান-My mother is my love

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম
প্রিয় পাঠ্য ভাই ও বোনেরা আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি প্রবন্ধ লেখা নিয়ে , খুব মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

মা , মাত্র এক অক্ষরের একটি শব্দ।
উচ্চারণেও সহজ থেকে সহজতর। কবি, সাহিত্যিক থেকে শুরু করে প্রতাপশালী কিংবা দরিদ্র, সবাই ছন্দ , কাব্য, ইতিহাস রচনা করেছে মা' কে ঘিরেই।

silhouette-3299358_640.pngsource

মা ' মানে মমতা।
মা ' মানে মসজিদ কিংবা মন্দির।
মা " মানে প্রথম শিক্ষালয় ।
মা ' মানে একরাশ মায়া।

শিশুর প্রথম বুলি মা।
প্রথম শেখা মা।
মা এক পবিত্র নাম, মায়ের হাঁসি, মায়ের কথা, মায়ের কান্না, সব কিছু শিশুর কোমল হৃদয় স্পর্শ করে।
মায়ের কাছেই শিশু প্রথম শেখে সত্য মিথ্যার পার্থক্য।

মাকে নিয়ে বায়োজিদ বোস্তামির সেই ঘটনা কে না জানে??
মায়ের দোয়ায় সন্তান হতে পারে শূন্য থেকে সম্মানিত।
তোমার জন্ম থেকে ‌ভবিষ্যতের অন্তরায় মা হলো আশার আলো।
সবাই ছেড়ে যাবে, দিন শেষে তুমি একা , তোমাকে বোঝার মতো কেউ নেই কিন্তু মা ঠিকই শুনতে পারে তোমার হৃদয় বিদীর্ণ ব্যাথা কিংবা হতাশায় জর্জরিত আর্তচিৎকার।
যখন তুমি একা অনুভব করবে তখন কাঁধে যার হাতের স্পর্শ পাবে , সে তো মা'ই
যখন বিপদে পরবে সব পথ বন্ধ কোনো সমাধান খুঁজে পাবে না তখন মায়ের কাছেই পাবে একটু আলো।

design-3062508_640.jpgsource

কিন্তু প্রশ্ন থেকে যায় তবে বৃদ্ধাশ্রম কেনো??
কেনোই বা অনাথ আশ্রম??
পৃথিবীর মানুষ যুগের বিবর্তনে রং বদলে সেজেছে গিরগিটি।
আমরা বলি পৃথিবী বদলেছে , সত্যিই কী পৃথিবী বদলেছে না কী মনুষ্যত্ব । আমরা বরাবরই পাপ করতে আগ্রহী। কিন্তু পাপ সুধরাতে আগ্রহী নই।
শুশীল সমাজ সংকোচ বোধ করে বৃদ্ধা মায়ের দায়িত্ব নিতে ,অথচ সেই মা চাইলেই বাচ্চা সময়ে তার শুশীল সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারতেন নর্দমায়।
আচ্ছা ডাস্টবিন আর বৃদ্ধাশ্রমের মধ্যে কী পার্থক্য একজন মায়ের কাছে??

আর সেই মা'ই বা কেমন যে তার সন্তান জন্ম দিয়ে ফেলে যায় রাস্তা ঘাটে। পৃথিবীতে সব কিছু একই ভাবে পরিমাপ করা যায় না। কেউ মা হারিয়ে অনুভব করে তার শুন্যতা ,আর কেউ মাকে পেয়েও হারায় অবহেলা অপমান আর তিরষ্কারে।

দোষ কার? সমাজ নাকী কলুষিত মানুষের আড়ালে লুকিয়ে থাকা কোনো অমানুষ এর।

mother-5374622_640.jpgsource

অসুস্থ হলে যে মা হয়ে যেতেন পাগল , মুনাজাতে যে মা নিজের হায়াতের পরিবর্তে সন্তানের দীর্ঘ আয়ুর জন্য সৃষ্টি কর্তার কাছে রাত জেগে অশ্রু বিসর্জন করতেন । সেই মা কখনোই বৃদ্ধাশ্রম কিংবা তিরষ্কারের প্রাপ্য নয়।

পরিশেষে ভালো থাকুক পৃথিবীর সব মা"

❤️❤️

আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভালো
থাকবেন,সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ❤️

Sort:  
 2 years ago 

আপনার লেখাটা আমার মন ছুঁয়ে গেলো।সত্যিই মা এমন একটা মানুষ যে নিজে কষ্ট করবে কিন্তু তার সন্তান কে সব সময় ভালো রাখবে।মা অক্ষরটি হয়তো খুব ছোটো কিন্ত মায়ের ক্ষমতা অনেক।যা প্রত্যেকটা নারীরই পারে।

 2 years ago 

মা মানেই একজন আদর্শ শিক্ষক মানাই পথপ্রদর্শ। আর সবচাইতে বড় কথা হচ্ছে মা হচ্ছে আমাদের জান্নাত। মা এবং সন্তানকে দুজনের ভালোবাসার কথা খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

পৃথিবীর মানুষ যুগের বিবর্তনে রং বদলে সেজেছে গিরগিটি।
আসলেই কথাটা অনেকটাই বাস্তবতার রূপ ধারণ করেছে এখন। কারণ এখন অনেক মানুষই তাড়াতাড়ি পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বৃদ্ধ হয়ে গেলে।

আর সেই মা'ই বা কেমন যে তার সন্তান জন্ম দিয়ে ফেলে যায় রাস্তা ঘাটে।
এখন বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে তেমনি ডাস্টবিনে সন্তান ফেলে রাখাও যেন বৃদ্ধি পাচ্ছে।

আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর বাস্তবতার সাথে সামঞ্জস্য দেখে এমন লেখাটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আমাদেরকে অবশ্যই এই সমস্ত বিষয় থেকে সচেতন হওয়া দরকার। সমাজকে পরিবর্তন করতে হবে নিজেদেরকে পরিবর্তন হতে হবে তাহলেই সম্ভব।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই।
ধন্যবাদ ❤️❤️

Loading...

This post has been upvoted through Steemcurator09.

image.png


Curated By - @tocho2

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️

 2 years ago 

মা শব্দটাকে চমৎকারভাবে তুলে ধরেছেন, জীবনের এই একটা সম্পর্ক নির্ভেজাল, জীবনের অনেক, অনুপ্রেরণা সবকিছুই এই শব্দে রয়েছে।

 2 years ago 

জ্বি ভাইয়া সঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97907.48
ETH 3354.28
USDT 1.00
SBD 3.35