বগুড়া জামিল মাদ্রাসা ও মসজিদে ভ্রমন ও ফটোগ্রাফি

in Incredible India2 years ago (edited)

আমার লেখা ব্লগে আপনাকে স্বাগতম




হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারো একটি লেখা নিয়ে এলাম আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক।



png_20230127_141413_0000.png

Edited By Canva App



আজ আমাদের সাপ্তাহিক ঈদের দিন(শুক্রবার)। অন্যন্য রাতের চেয়ে আজ রাতে মাদ্রাসায় ঘুম হয় ফজরের আযান পর্যন্ত। বাকী দিনগুলোতে নামাজের এক ঘন্টা আগে উঠে ক্লাস করতে হয়, আজ শুক্রবার ছুটি, ক্লাস নেই। তাই দীর্ঘ ঘুম ত্যাগ করলাম যখন ফজরের আযান কানে ধ্বনিত হলো। ঘুম ঘুম ভাব নিয়ে অযু সেরে নামাজ পড়ে নিলাম।

নামাজ পর থেকে নিত্যদিনের জরুরি কাজ সেরে নিলাম। ঘড়ির কাঁটা যখন সকাল ১১ টা বাজলো, তখন আমার এক রুমমেট এসে বললো যে আজ জামিল মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে যাবো। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। এবং যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তার আগে মাদ্রাসা সম্পের্ক আপনাদের ধারনা দেই কিছুঃ- এই মাদ্রাসার নাম "আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম কওমী মাদ্রাসা বগুড়া।" এটি বাংলাদেশের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ও স্বনামধন্য কওমী মাদ্রাসা। যা বগুড়া কলোনীতে ১৯৬০ সালের ৪ জানুয়ারীতে প্রতিষ্ঠিত হয়।

যাইহোক গাড়িতে করে সেখানে গেলাম, কিছুক্ষণ পায়চারি করলাম। সুন্দর সুন্দর দালান কোঠা দেখলাম। অতঃপর নামাজ পড়লাম। আমি মাদ্রাসা ও মাদ্রাসার মসজিদের কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করছি।

মসজিদের ফটোগ্রাফি

LMC_27012023_134117.🚀Sky View pro by Riyan.jpg

LMC_27012023_122500.🚀Sky View pro by Riyan.jpg

LMC_27012023_122446.🚀Sky View pro by Riyan.jpg

LMC_27012023_122436.🚀Sky View pro by Riyan.jpg
  • ডিভাইস - Oppo A95
  • জায়গা - জামিল মাদ্রাসা বগুড়া।
  • সময় - বেলা দুপুর।


মাদ্রাসার কিছু ফটোগ্রাফি

IMG20230127121952.jpg
IMG20230127122238.jpg
IMG_20230127_145454.jpg
IMG20230127122206.jpg
  • ডিভাইস - Oppo A95
  • জায়গা - জামিল মাদ্রাসা বগুড়া।
  • সময় - বেলা দুপুর।


দেখতে পারছেন মাদ্রাসার বিল্ডিংয়ে বিল্ডিংয়ে কাপর রৌদ্রে শুকিয়ে দিয়েছে।এগুলো সব ছোট বড়ো সকল ছাত্ররা নিজে নিজেই পরিস্কার পরিচ্ছন্ন করে। এখান থেকে শুধু হাফেজ মাওলানা-ই নয়, বরং ছাত্ররা ছোট থেকে কঠোর ও পরিশ্রমি হয়ে গড়ে ওঠে। আল্লাহ তায়ালা মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষা অর্জন করা ও পালন করার তৌফিক দান করুক, আমিন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...uocepuhthjpwhGDzN6BQpNuyvctwmWpcG7n5KM7iFfRvZgwhvLH9LuW5XCyNFxmfsRpYTSN33VAtN6QVQZR5uDiSFQSjbTos9CGPrXoJtVDUShzqEVyhxRQYCN.png

বন্ধুরা আজকে আমার ফটোগ্রাফি ও কিছু কথাকে ইতি টেনে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম


g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHHUV1Pr9WnRxhi8BLy39kKkyv8DUDZcvL1dZ7kLQCAjNaty8PYbjbFB4mEkruaV3qsTNbzovtyasEBmsYtWCzr4MEUF76LPh4hoSsoXmV499FqK4RgZyW7B2VawRStYgh2r51vNrb7vQU3bCB3u2VSJj4mBgMa5bnzxKKzZnoGdiu.gif

Sort:  
 2 years ago 

আপনি ঠিক বলেছেন শুক্রবার মানে ঈদের দিন। বিশেষ করে এই দিনে মুসলমানেরা জুম্মার নামাজের জন্য এই শুক্রবারে প্রস্তুতি নিয়ে থাকে। আসলে দেখা যায় অন্যান্য দিনের চেয়ে শুক্রবার দিন সবাই নামাজ পড়তে যায়। এছাড়া শুক্রবারকে পবিত্র দিন বলা হয়। আপনি বগুড়া জামিল মাদ্রাসা মসজিদের ফটো তুলেছেন। যা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আপনি বগুড়া জামিল মাদ্রাসা মসজিদে শুক্রবারে
জুমার নামাজ আদায় করেছেন তারা খুবই ভালো লেগেছে আপনার। আপনার পোস্টটা পড়ে আমি বুঝতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন ভাই

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, মুল্যবান মন্তব্য করার জন্য

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59111.01
ETH 2441.11
USDT 1.00
SBD 2.45