বাদলা দিনের স্মৃতি

in Incredible India3 years ago

আমার পোস্টে সবাইকে স্বাগতম



Hello Everyone


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আবারও চলে এলাম নতুন এক পোস্ট নিয়ে।



Picsart_23-03-28_10-07-01-886.jpg -Edit picsart app

মনের মধ্যে বসে আছে কোমল একটি ছবি। চোখ বুজলেই দেখা যায়। নতুন প্রচ্ছদের মতো ঝকঝকে। তকতকে।নির্মল। স্বচ্ছ। বহু প্রাচীন বিশাল এক বটবৃক্ষ । তার নিচে বসতো বাজার। জিয়ারমোড় বাজার। উত্তর-পূর্ব দিকে মাছ মাংসের বাজার, দক্ষিণে সবজি-তরকারি আর পশ্চিমে ছিল সারি সারি মনোহারির দোকান।

কী হৈ চৈ! কী কোলাহল! গ্রাম-গঞ্জ পেরিয়ে, শত পথ মাড়িয়ে এখনো যেন কানে বাজছে সেই কোলাহল, সেই ধ্বনি। এই বাজারকে ঘিরেই ছিলো আমাদের গ্রাম। ছবির মত সুন্দর। মায়ায় জড়ানো। ভালোবাসায় মোড়ানো। বাজারের দক্ষিণ দিকে ছিলো আমাদের বাড়ি। এল সাইজের লম্বা টিনের ঘর।


forest-1072828_1280.jpgpixabay

চারদিকে সুপারি গাছের সারি। বাড়ির ডানদিকে প্রাচীন কয়েকটা কাঁঠাল গাছ।কাঁঠাল গাছের পাতায় আলো-আঁধারের খেলা। একটু দূরে দুটো আতাফল গাছ ।সোনালি রঙের আতাফলে পুরো গাছ সোনালি হয়ে আছে।পাকা আতার লোভে ভিড় করেছে রাজ্যের পাখি। তাদের সঙে ঝগড়া বেঁধে গেছে কাকদের। কান পাতা দায়। এমন একটা রহস্যময় পরিবেশে আমার শৈশবের শুরু ।

শৈশবের কত রং, কত স্মৃতি, কত গল্প, কত মুগ্ধতা! বলতে গেলে
ফুরোতে চায় না । অপরূপ রঙে আঁকা শৈশব যেন গল্পের এক বিশাল রাজ্য শৈশবের বৃষ্টিভেজা শ্রাবণ মেঘের দিনগুলির কথা খুব মনে পড়ে। তখন সবে স্কুলে যাওয়া আসা শুরু করেছি। আমাদের গ্রামে স্কুল ছিলো না। যেতে হত পাশের গ্রামে।

আঁকা বাঁকা মেঠো পথ। দুধারে মেঠো পথ দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত।অনেকটা পথ পেরিয়ে, মাড়িয়ে যেতে হত স্কুলে। শ্রাবণ- দিনে ফেরার পথে প্রায়ই বৃষ্টি ধরে বসতো।ব্যাগ ছিলো না, বইয়ের ভাজ থেকে পলেথিন বের করে তার মধ্যে বইগুলো ঢুকিয়ে শুরু হত দৌড়, ছোটাছুটি। বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রতিযোগিতা চলতো কে কার আগে যেতে পারে।

মাঝে মাঝে দৌড়িয়ে সবার আগে গিয়ে পেছন ফিরে রাস্তায় জমে থাকা পানি পা দিয়ে ছুড়ে মারতাম বন্ধুদের দিকে। তারপর ভোঁ দৌড়। শৈশবে বৃষ্টি মানেই ছিলো ছোটাছুটি। দৌড়াদৌড়ি। বৃষ্টিতে ভিজতে নেমে কেউ ছোটাছুটি করছে না- এই দৃশ্যটা আমাদের ক্ষেত্রে দেখা যেত না। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সবাইকে তাড়িয়ে ফিরত।


buildings-5528981_1280.jpgpixabay

কিন্তু শৈশব কৈশোরের পর বাকি জীবনে বৃষ্টিঘন সময়ের অনুভূতি ভিন্নরকম। জীবনের এ অধ্যায়ে বৃষ্টি মানে নীরবতা, স্হীরতা। । বৃষ্টি মানেই চোখ বুজে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখা এক আবেগঘন অনুভূতি। শৈশবের বৃষ্টিভেজা দিনে একটি বড় ব্যাপার ছিলো দল বেঁধে পুকুরে লাফিয়ে পড়া। ছোট্ট একটি বল দিয়ে 'বলাই বলাই' খেলা। ঝাঁপাঝাপি করা।

ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যেত তবুও পুকুর থেকে উঠে আসার নাম নিতাম না। বৃষ্টির সময় পুকুরে লাফিয়ে পড়ার অনুভূতিই ছিলো অন্যরকম। বৃষ্টির বড় বড় ফোঁটা পানিতে পড়ত। আর পানিটা সামান্য ছিটকে টোল খেয়ে উঠত।

দৃশ্যটায় যে কী তীব্র সুখ! চোখ বুজলে এখনো যেন অনুভব করি। শৈশবের জীবন বড় আনন্দের জীবন। সুখের জীবন।মিষ্টি রঙের জীবন।এতোটা বছর পর এসে সেই শৈশবের মুখ দেখার চেষ্টা সত্যিই বড় অনুভূতিময়!

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjNK3xjmiUNdyCimB7T27Busjo9kQcYRdyRq4ppSBMza8BGKytydGJVZ88AoguL278FMJB4NzKk9.gif


বন্ধুরা, আজ আর লিখছিনা। আজ এপর্যন্তই লিখে ইতি টানলাম। আবারও দেখা হবে অন্য কোন দিন, অন্য কোন টপিক নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম / আদাব।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

Sort:  
 3 years ago 

আসলেই শৈশবের কথা কখনো ভুলে থাকা যায় না বর্ষণমুখ সেই দিনে পলিথিনের মধ্যে ভয় ঢুকিয়ে স্কুলের দিকে দৌড় দেয়া সে স্মৃতিগুলো আজও যেন চোখের সামনে ভেসে ওঠে।

আপনার পোস্ট পড়তে পড়তে আমি নিজের ছোটবেলায় মনে হয় নিজেকে হারিয়ে ফেলেছি আর চোখের কোনে হালকা একটু অশ্রু বিন্দু কারণ ওই সময়টা আমার বড় ভাই আমার পাশে ছিল এখন নেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

আপনার বড় ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

হুম ভাই আপনি ঠিকি বলেছেন আমাদের গ্রামের মায়া তার সাথে ছোটবেলার কিছু স্মৃতি যা আমাদের এখনো মনে করিয়ে দেয় ৷ সেই দিন গুলোতে ফিরে যাওয়ার ইচ্ছে হলেও যেতে পারি না ৷ যাই হোক ভাই বলতে গেলে হয়তো শেষ হবে না তারপর ও আপনার পোস্ট পড়ে খুবই ভালে লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

Loading...
 3 years ago 

শৈশবের দিনগুলো চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে উঠে আসলে শৈশবের দিনগুলো কখনোই ভুলার মত নয় অনেক স্মৃতি আছে শৈশবের সাথে আমাদের জীবনে জড়িয়ে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনার পোস্ট পড়ে সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল। ছোট বেলায় যখন বৃষ্টি হত তখন আমি ও আমার মিলে বৃষ্টি তে ভিজে ছুটাছুটি করতাম কতই মজা করতাম। আসলে সেগুলো ভুলার নয়। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট করে ছোট বেলার স্মৃতি মনে করে দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.031
BTC 108573.75
ETH 3903.84
USDT 1.00
SBD 0.62