You are viewing a single comment's thread from:

RE: চির বিদায়- নবজন্ম সুখকর হোক!We will meet again tinochka2 ma'am! RIP

in Incredible India2 months ago (edited)

এটা সত্যি দিদি, এই প্ল্যাটফর্মে এসে আমরা অনেক মানুষের সাথে একেকভাবে সম্পর্ক তৈরি করেছি। শুধু রক্তের সম্পর্কই আমাদের কাছে আপন মানুষ হওয়ার মানদণ্ড হতে পারে না। আপন মানুষ হতে হলে রক্তের সম্পর্কের কোনো প্রয়োজন নেই, দরকার হল আত্মার মিল। প্রতিটি সম্পর্কই আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ ও নতুন অভিজ্ঞতা দেয়, এবং এর মধ্যে কিছু সম্পর্ক এমনভাবে গেঁথে যায়, যা কখনো ভোলা সম্ভব নয়।
আপনার পোস্টটি পড়ে আমি জানলাম, উনার সাথে আপনার দীর্ঘদিনের পরিচয় ছিল এই প্ল্যাটফর্মের মাধ্যমে। উনার লেখা মাঝে-মাঝে আপনাকে আনন্দিত ও অনুপ্রেরণা দিয়েছে, যা সত্যিই মূল্যবান। তার চিন্তা-ভাবনা, লেখনী, হাসি, আপনার জন্য ছিল বিশেষ। উনার কাজের প্রভাব আপনার মনে চিরকাল হয়তো বেঁচে থাকবে।

জীবনে কিছু মানুষ এমনভাবে আমাদের হৃদয়ে জায়গা করে নেয় যে, তারা চলে গেলেও তাদের প্রভাব আমাদের ওপর চিরকাল থেকে যায়। তেমনই একজন ছিলেন তিনি-আপনার জন্য,

এ পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে, এটা চিরন্তন সত্য। তবে সত্যি বলতে, এই পৃথিবী ছেড়ে চলে গেলেও যারা আমাদের হৃদয়ে বেঁচে থাকে, তাদের স্মৃতি কখনো মুছে যায় না। তারা আমাদের জীবনে নিজেদের প্রভাব রেখে যায়, যা কখনো শেষ হয় না।
একজন সত্যিকারের অনুপ্রেরণার মানুষকে হারানো সহজ নয়। তার হাসি, তার কথাগুলো সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকবে। তার জন্য আমার হৃদয়ের গভীর থেকে এই দোয়া রইল-আল্লাহ তাকে শান্তি দান করুন, তার আত্মা শান্তিতে থাকুক!

Sort:  
 2 months ago 

স্মৃতির পাতায় দু ধরনের মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে।
প্রথমত সেই মানুষগুলো যারা তাদের সুন্দর ব্যবহার সহ সহমর্মিতার ভাষা জানেন।
আরেক ধরনের যারা একেবারেই বিপরীত পথের পথিক, এবং আত্মকেন্দ্রিক, অন্যের ক্ষতি ছাড়া ভাল করে জানেন না! নিজের লাভ ছাড়া কিছুই বোঝে না।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.034
BTC 93902.36
ETH 1784.64
USDT 1.00
SBD 0.87