বই ( 📚 book 📚 )
আসসালামু আলাইকুম, আশাকরছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। ইন্ডিয়ান বাসী, বাংলাদেশ বাসী,সবাইকে জানাই, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সবার প্রতি আমার ভালবাসা রইল।
প্রথমে বলতে চাই,আমি কোন বইয়ের বিজ্ঞাপন দিতে আসিনি যারা বই পাগল তাদের কাছে এই বইটি অনেক মূল্যবান। একটি সম্পদ, বর্তমানে মডার্ন যুগে মানুষ আর আগের মত বই পড়ে না। এখন সবাই ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়াতে, কেউ থাকে ফেসবুকিং করার জন্য, আবার কেউ বিনোদনের পাগল যাই বলি না কেন। এই স্মার্ট যুগে এসে আমরা সবকিছু একটা ঘর বা- একটা ফোনের মধ্যেই সীমাবদ্ধ থাকি, আগের মত আর বই পড়া হয় না, বড় বড় জ্ঞানী লোকেরা সব সময় বই পড়ার জন্যই অনুপ্রেরণা দিত পাঠকদের। সত্য কথা বলতে আমরা বেশিরভাগ মানুষই মনে করি, বই পড়া একটা বিরক্ত কাজ আসলে বই পড়লে জ্ঞানের পরিমাণ, ধৈর্যের পরিমাণ, আরও বৃদ্ধি হয় যার প্রমাণ আমি নিজেই!
আমি যে বইটির রেফারেন্স আপনাদের দিয়েছি এই বইটিতে প্রথমেই লেখা আছে। ( বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না তারা একই কাজ ভিন্নভাবে করে) এই লেখাটির মাধ্যমেই বোঝা যায় এই বইটি কি বিষয় নিয়ে লেখক তুলে ধরেছে, মানুষের জীবনের পরিবর্তন করার জন্য যথেষ্ট আমি মনে করি। যারা বই পড়তে ভালোবাসে তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবে। যখন আমি আগে বই পড়তাম, রাতে আমার ঘুম আসতো না যদি আমি বই না পড়তাম। আমার জানার খুব আগ্রহ থাকতো যে গত কালকে রাতে ওই গল্পটা! আমি ওই পৃষ্ঠা থেকে শেষ করেছি এরপরে কি হবে, কেন জানি মন থেকেই ভালো লাগতো না, যদি পরবর্তী পৃষ্ঠার সম্পর্কে আমি না জানতে পারি লেখক কি লেখছে।
বইয়ের নাম হল: ইউ ক্যান উইন। এই বই থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখেছি। যারা বই পাগল বই পড়তে ভালোবাসে তারা আমার মতে এই বইটি একবার হলেও পড়ে দেখবেন! আমি আশা করি অতীতের ভুলগুলো কিভাবে নিজেকে পরিবর্তন করা যায়। এবং নিজের দৃষ্টিভঙ্গি-ও আত্মার দৃষ্টি শক্তি বাড়ানো যায় জীবনে চলার পথে এই বইটি আপনাকে অনেক সাহায্য করবে।
আমাদের সবার উচিত বই পড়া! কারণ বই পড়লে জ্ঞান বাড়ে। আমার যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন।