মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো এলোমেলো ফটোগ্রাফি পর্ব #২৮।

in Incredible Indialast month
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা এলোমেলো ফটোগ্রাফি পর্ব ২৮। তবে আজকে এলোমেলো ফটোগ্রাফির ভিতরে সবচেয়ে বেশি ছবি কালেকশন করেছি বিভিন্ন রকম ফুলের।

IMG_20240907_164800.jpg

রবিবার সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে সময় অতিবাহিত হয়েছে ছুটি থাকলে ও কাজের বিরতি নাই। একটি সপ্তাহের জমানো কাজ রবিবারের দিন শেষ করতে হয় । যেমন ঘর ও টয়লেট পরিষ্কার করা সহ। সারা সপ্তাহের ব্যবহৃত পোশাক পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি।

ReLens_Image_2024-09-09_16_35_46_960x720.jpg ভিন্ন আকর্ষণ আনতে ছবিটা এডিট করে ব্যবহার করছি।

যাই হোক বিকালে ব্যস্ততার দিয়েও একটু বেড়াতে গিয়েছি আর সেখান থেকেই মূলত ছবিগুলো কালেকশন করেছি। বিকাল পাঁচটার পরে রুম থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যায় এটা মালয়েশিয়ার rawang selangor । মালয়েশিয়ার নামকরা একটি ডিসটিক এই অঞ্চলে মালয়েশিয়ার বিভিন্ন এমপি মন্ত্রীরা থাকে, সাথে এদেশের বড় বড় ব্যবসায়ীরা এই ডিসটিকে বেশি থাকে।

IMG_20240907_164807.jpg

যাইহোক আমার বিষয়টি হলো ফটোগ্রাফি তাই বাইরে না গিয়ে ফটোগ্রাফি নিয়ে আলোচনা করি প্রথমে আমি যে ছবিটা উঠেছি সেটি হল সবার পরিচিত মোরগ ঝুটি ফুল। এটা আমাদের এলাকায় এই নামেই পরিচিত আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমিটির মাধ্যমে জানাবেন।

IMG_20240907_164808.jpg

ফুল গুলো দেখতে অনেকটাই মেয়ে দের খোঁপার মতো। যখন মেয়েরা চুল বাদে তখন দেখতে ঠিক এমন লাগে। তবে মেয়ে মানুষের চুল কালো হলেও ফুলগুলো দেখতে টকটকে রক্তের মত লাল। আমি এই ফুলগুলো শুধু লাল রঙ্গের দেখেছি এর বাইরেও অন্য রং থাকতেও পারে সেটা আমার দেখা নাই। মোরগ ঝুঁটি এই ফুলের বেশ কয়েকটি ছবি আমি উঠেছি বিভিন্ন এঙ্গেল থেকে।

IMG_20240907_164817.jpg

আপনাদের মাঝে এবার আমি যে ফুলের ছবি শেয়ার করতে যাচ্ছি এগুলো আপনারা দেখেছেন কিনা বলতে পারছিনা কেননা জঙ্গলের ভেতর থেকে এই ছবিগুলো সংগ্রহ করছি।

IMG_20240907_165155.jpg

IMG_20240907_165151.jpg

এ ফুলটা দেখতে মাইকের মত গায়ের রং সম্পূর্ণ সাদা এর পাতাগুলো সবুজ কিছুটা হলুদের পাতার মতো ফুলের নিচের অংশ কলার মোছার মত লম্বা। একটি ডালে একটি মাত্রই ফুল ধরে আপনারা যদি কেউ এই ফুলের নাম অথবা এই ফুল দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20240907_165138.jpg

IMG_20240907_165137.jpg

কিছুদিন আগেও এই এই জায়গাটাই অনেক বড় বড় গাছ দিয়ে ভরা ছিল কিন্তু একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় আগুন লেগে যায় কোন একটি কারণে তারপরে এখানে একসাথে অনেকগুলো গাছে আগুন ধরে যায় আস্তে আস্তে আগুনে তীব্রতা বাড়ার আগেই এদেশের আগুন নিভানোর সরকারি কর্মকর্তারা চলে আসে আর দ্রুতই আগুন নিভিয়ে ফেলে। তবুও অনেক গাছ এখানে মারা গিয়েছে।
IMG_20240907_165308.jpg

সর্বশেষ আমি যে ফুলের ছবি আপনাদের কাছে শেয়ার করব সেটি হল সবারই চেনা নয়নের মনি অসম্ভব সুন্দর একটি ফুল। সেটি হল অপরাজিত ফুল। আমার মনে হয় এখানে এমন কোন ব্যক্তি নাই যে এই ফুল কখনো দেখিনি অথবা চেনেন না।

IMG_20240907_172740.jpg

IMG_20240907_172739.jpg

IMG_20240907_172729.jpg

ফুলগুলো দেখতে ছোট হলেও এর ফুলের সৌন্দর্যের গুনো গান গেয়ে শেষ করা যাবে না। সেই সাথে এই ফুল দিয়েও চা বানিয়ে খাওয়া যায় কিছুদিন আগে একটি ভিডিও দেখেছিলাম সেখানে অপরাজিত গাছের ফুলের পাপড়ি নিয়ে তারপর গরম পানি ফুটিয়ে ফুলের পাপে গুলো পানিতে ছেড়ে দিলে বেগুনে রঙের চা হয়ে যায় আর এটা খেলে নাকি ডায়াবেটিস ও হাই প্রেসার কম থাকে।

IMG_20240907_164920.jpg

যাই হোক অপরিচিত ফুলের বেশ কয়েকটি ছবি আমি উঠেছি বিভিন্ন স্টাইলে থেকে যাতে করে এর সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়। তো বন্ধুরা ফোনের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 last month 

প্রতিটি ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে তার পাশাপাশি ফুলের সকল তথ্য গুলো বেশ সুন্দর ভাবে সাজিয়ে তুলেছেন ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

দাদা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি ভালভাবে পরিদর্শন করে সুন্দর একটু কমেন্ট করার জন্য। ফুলের ফটোগ্রাফি করতে বরাবরই খুব ভালো লাগে আসে ভালোলাগা থেকেই আপনাদের কাছে ছবিগুলো শেয়ার করে।

 last month 

আজকের এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আজ প্রতিটি ফুল অনেক পরিচিত আমাদের বাংলাদেশে সব জায়গায় এই ফুলগুলো দেখতে পাওয়া যায়।। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।

 last month 

ফটোগ্রাফি গুলো এলোমেলো হলেও দেখতে কিন্তু অসাধারণ। ফুলের ফটোগ্রাফি সব সময় দেখতে সুন্দর হয়। এরমধ্যে লাল,গোলাপি কিংবা সাধারণের ফুল সবই দেখতে অনেক সুন্দর।
আপনার এলোমেলো ফটোগ্রাফি অনেক গোছানো এবং সুন্দর।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65540.54
ETH 2608.45
USDT 1.00
SBD 2.65