SEC17/W1|Heaven and Hell fantasy or reality?
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি এই প্রতিযোগিতার বিষয়গুলো লিখতে বসেছি তখন মালয়েশিয়ার ঘড়ির কাঁটায় দুপুর ২ টা বেজে ৪৬ মিনিট। ধর্ম বর্ণ শেষে এত সুন্দর একটি বিষয় নির্বাচন করার জন্য আমি আমাদের এ্যাডমিন ম্যাডামকে জানাই অসংখ্য ধন্যবাদ। ব্যস্তময় শহরে ব্যস্ততার জীবন পার করার লক্ষ্য মানে এটা নয় যে সারাটি জীবন আমরা এভাবেই এই শহরে পার করে দেব। স্বর্গ ও নরক নামে যে কোন কিছু আছে তা হয়তোবা অনেকেই ভুলতে বসেছে ব্যস্তময় জীবনযাত্রায়। আমি চেষ্টা করব যে এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালোভাবে দেওয়ার জন্য সবার দোয়া ও শুভকামনা নিয়ে শুরু করছি আজকের প্রতিযোগিতার প্রশ্নোত্তর উত্তর পর্ব গুলো।
Source
প্রথম প্রশ্ন
আপনি কি বিশ্বাস করেন যে এই পৃথিবীতে স্বর্গ এবং নরক নামে একটি জায়গা আছে? আপনার বিশ্বাস ন্যায্যতা। |
---|
স্বর্গ ও নরক যা ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা হয় জান্নাত ও জাহান্নাম। স্বর্গ ও নরক ব্যাখ্যা করার আগে আমি বলব যে প্রত্যেকটি মুসলিমই জান্নাত ও জাহান্নাম বিশ্বাস করে ব্যক্তিগতভাবে আমি একজন মুসলমান তাই আমি বিশ্বাস করি এই পৃথিবীটাই আমাদের শেষ ঠিকানা নয় অবশ্যই জান্নাত ও জাহান্নাম দুটি রয়েছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এমনকি যারা ধর্মীয় বিশ্বাসী তারাই মূলত স্বর্গ নরক দুটার বিশ্বাস করে। এই পৃথিবীতে অনেকে রয়েছে যারা ধর্ম বিশ্বাস করে না তাদের মধ্যে কেউই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না। তারা শুধুমাত্র মনে করে যে আমরা এই পৃথিবীতে এসেছি কিছুদিনের জন্য আবার চলে যাব তবে আমাদেরকে পুনরায় আবার জীবিত করা হবে না এবং আমাদের কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না।( এটা যারা ধর্মে বিশ্বাস করে না তাদেরই একটি সংজ্ঞা)
দ্বিতীয় প্রশ্ন
আপনি কি বিশ্বাস করেন যে কর্মফল আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং আমরা সেই অনুযায়ী ফলাফল পাই? |
---|
প্রতিটা মানুষই কর্মফল কে বিশ্বাস করে দুইদিন আগে আর পরে । যদি আমি উদাহরণ দিই, একজন ছাত্র সে প্রথম থেকে ভালো পড়াশোনা করে ভালো রেজাল্টের আশা করতে পারে এবং পরীক্ষা শেষে ভালো ফলাফল তার অপেক্ষা করে। ঠিক একই ক্লাসে এমনও ছাত্র রয়েছে সে পড়াশোনা অমনোযোগী ঠিকমতো ক্লাস করে না তার জন্য পরীক্ষার শেষে খারাপ ফলাফল অপেক্ষা করছে। ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি পরকালে ও আমাদের জন্য কর্মফল রয়েছে। আমরা দুনিয়াতে যেমন কর্ম করবো ঠিক তার ফলাফলও তেমন পাব।
তবে পরকালের কর্মফল একটু ভিন্ন রকম আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছুকালের জন্য যাতে করে আমরা ভালো কাজ করে নেকি অর্জন করে আবারো আল্লাহ সুবহানাতায়ালার কাছে ফিরে যেতে পারি। আল্লাহ সুবহানাতায়ালা আমাদেরকে এই পৃথিবীতেই পরীক্ষা করছেন সম্পদ, সন্তান, জান ও মালের ক্ষতি দ্বারা এর ভিতরে তারাই উত্তম যারা তারা সমস্ত পরীক্ষায় পাস করে।
আমি শুধুমাত্র একটি উদাহরণ দেবো যেমন আল্লাহ সুবাহানাতালা একজনকে অধিক সম্পত্তির মালিক বানিয়েছেন এবং তার উপরে যাকাত ফরজ করে দিয়েছেন যদি ওই ব্যক্তি তার সম্পত্তির উপর থেকে ঠিকমতো যাকাত আদায় করে থাকে তাহলে সে এই পরীক্ষায় পাশ করলো। অনুরূপ আরেকজন ব্যক্তিকে অর্থ না দিয়ে সন্তান দান করল সেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলল তার পাশাপাশি সন্তানকে মানুষের সেবাই নিয়োযিত করলো। সেই ব্যক্তিও একইভাবে পাশ করবে এবং পূর্ণ নাম্বার পাবে ।
এই দুইজন ব্যক্তি যদি আল্লাহর আদেশ না মানে তারা এই পরীক্ষায় ফেল করবে এবং আল্লাহর আদেশ না মানার কারণে জাহান্নামে অর্থাৎ নরকে যাবে। যদি না আল্লাহ সুবহানাতায়ালা ক্ষমা করেন।
তৃতীয় প্রশ্ন
আপনি কি বিশ্বাস করেন যে অমরত্ব এবং পবিত্রতা এমন কিছু কারণ যা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে? বর্ণনা করুন। |
---|
যদি আমি অমরত্ব শব্দের অর্থ করি তাহলে তার অর্থ দাঁড়ায়, চিরন্তনত ও চিরস্থায়িত্ব। আমি মনে করি এই পৃথিবীতে কোন জীব সারাটা জীবন অমরত্ব লাভ করতে পারবে না যদি তাই হত তাহলে এই পৃথিবীতে বসবাসের যোগ্য থাকত না। তবে আরও একটি পন্থায় অমরত্ব লাভ করার যায় মানুষের অন্তরে প্রতিটা ক্ষণ অমরত্ব থাকবে সেটি হল নিজের ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মনে সারা জীবন অমরত্ব লাভ করা।
পবিত্র আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে যেমন পবিত্র শব্দের অর্থ ধার্মিকতা। একজন ধার্মিক ব্যক্তি সে সব সময় চাই যে তার শরীরকে পবিত্র রাখতে ওযু , গোসল এবং নাপাকি থেকে দূরে থাকার মধ্য দিয়ে। একজন ব্যক্তি শারীরিক পবিত্র থাকাটা যথেষ্ট নয়। অন্যদিকে তার অন্তরকে পবিত্রতা করা টা খুবই জরুরী, একজন ব্যক্তির যদি বাহিরের দিক থেকে পবিত্র থাকে আর অন্তর যদি কুৎসিত অন্ধকার থাকে তাহলে কখনোই তার জীবন ধারাকে ভালো দিকে প্রভাবিত করতে পারে না তাই অবশ্যই বাহির দিক যেমন পানি ও অন্যান্য মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করতে হয়। ঠিক তেমনি ভাবে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের জীবন ধারাকে সুন্দরভাবে প্রভাবিত করা সম্ভব।
তো বন্ধুরা আমার সামান্য জ্ঞান থেকে এ প্রতিযোগিতা প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এই প্রতিযোগিতা লেখা শেষ করার আগে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই @sakib012
@yoyopk @rakibal আপনারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন। আল্লাহাফেজ।
our beliefs in heaven, hell, karma, immortality, and holiness shape our worldview and influence the way we live our lives. We should strive to do good deeds, live righteously, and purify our hearts in order to lead a fulfilling and meaningful life.
আমি বিশ্বাস করি সুন্দর ভাবে জীবনযাপন করার এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করা উচিত ইহকাল ও পরকালে আমরা শান্তি লাভ করতে পারি।
প্রিয় বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সর্বপ্রথম আপনার জন্য শুভকামনা রইল এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য। আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি যখন তখন আমরা অবশ্যই বিশ্বাস করে জান্নাত এবং জাহান্নাম আছে আমাদের এই দুনিয়ায় শেষ নয়। এবং কর্মফল আমরা সবাই জানি আমরা যদি কর্মফল ভালো করি তাহলে অবশ্যই ভালো কিছু পাবো এবং যদি খারাপ কাজ খারাপ পথে চলে থাকে তাহলে অবশ্যই আমরা খারাপ কিছু পাবো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।
ভাই আমার সাথে সহমত পোষণ করার জন্য আপনাকে জানাই অন্তরের অন্তরের স্থল থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক মুসলিম যদি সবসময় মনে প্রাণে বিশ্বাস করে যে মৃত্যুর পর আমাদের প্রত্যেকটি কাজের হিসাব নিবেন তাহলে সে অন্যায় থেকে দূরে থাকতে পারবে।
ভাই আপনাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।আর আপনি সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনি আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলেছেন আসলে আমি একটু অসুস্থ ছিলাম বলে কাজ থেকে একটু দূরে ছিলাম এখন আলহামদুলিল্লাহ ঠিক আছি আর কাজ ও করবো ভালো ভাবে। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
প্রথমে আপনি সুস্থ হয়েছেন এই জন্য আল্লাহ সুবহানাতায়ালার কাছে শুকরিয়া জানাই আবারও ভালভাবে কাজ করবেন এই কামনাই করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।
অবশ্যই ভাই আমি চেষ্টা করবো ভালো ভাবে কাজ করার আর আমার কাজের গতি আর ও বাড়িয়ে নেওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই করার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।