Moments to travel from Kuala Lumpur to Johor Bahru.
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ায় গত 2 তারিখ ও 3তারিখ হলিডে ছিল আর সেই কারণে ছোট ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম Johor Bahru তে। আমার ছোট ভাইয়ের শালা মালয়েশিয়াতে নতুন এসেছে ।তো যাই হোক কিভাবে আমি Johor Bahru তে পৌঁছেছি দেখে নেয়া যাক।
আমি যেখানে থাকি সেখান থেকে tbs বাস স্টান অনেক দূরে যেতে গেলে প্রায় দুই ঘণ্টার উপরে সময় লাগে তাইতো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠেছি এরপর কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি ট্যাক্সিতে করে প্রথমে আমরা রাওয়ান বাস স্টানে যাই সেখান থেকে এক ঘন্টার পথ ,কেএল মাই ডিল। সেখানে পৌঁছেই আমরা সকালের নাস্তা করি দুইটা রুটি ও ডাল সব্জি দিয়ে।
দেরি না করে ওখান থেকে আবার ট্যাক্সিতে উঠে টি,বিএস বাস স্ট্যান্ডে যাই। সেখানে যেতে আমাদের প্রায় 11:০০ টার উপর বেজে যায়। দুইজনে এবার দুইটা টিকিট কিনেছি যোহরবারু যাওয়ার উদ্দেশ্যে প্রতিটা টিকিটের মূল্য ছিল মালয়েশিয়ার ৩৫ রিংগিত করে।
অতিরিক্ত বাস ভ্রমণ আমার কাছে খুব একটা ভালো লাগেনা দুই তিন ঘন্টার পথ হলে ভালো লাগে তবে আমার ভাইয়ের ওখানে পৌঁছাতে আমার প্রায়ই ছয় ঘন্টা উপরে লেগে যাবে।
অর্ধেক পাড়ি দেওয়ার পর অনেকটাই ক্ষুধা লাগছিল তারপর বাস থামালো বিশ্রাম করার জন্য এবং দুই নম্বর কাজগুলো সেরে নেওয়ার জন্য । টয়লেটের পাশেই অনেক দোকানপাট রয়েছে সেখান থেকেই কিছু খেয়ে নিলাম। বাসের ভিতরে অনেক সময় বসে থাকলে আমার মাথা ঝিমঝিম করে তার পাশাপাশি সমস্ত শরীর ব্যথা হয়ে যায় জানিনা এমন কেন হয় আমার ।
আমাদের Johor Bahruতে পৌঁছাতে ছয়টা ত্রিশ বেজে যায় এরপর বাস স্টান থেকে আবারো ট্যাক্সিতে উঠে আমার ছোট ভাইয়ের বাসায় পৌঁছায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত , বাস ও ট্যাক্সের ভিতরে কেটে যায় আমার। শরীর অনেকটাই ক্লান্ত ভাইয়ের বাসায় পৌঁছে গোসল করে কিছু সময় গল্প করি এরপরখাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকালে আবারো বাসায় ফিরে আসতে হবে কেননা আমার দুই দিন ছুটি আর এই দুইদিন আমার রাস্তায় কেটে যাবে শুধু রাতটুকু ছোট ভাইয়ের ওখানে থেকে আবার বড় ভাইয়ের সাথে দেখা করতে হবে অবশ্য সে আমার পাশেই থাকে টেক্সিতে গেলে আধা ঘন্টার মত সময় লাগে আমার বড় ভাই নতুন মালয়েশিয়াতে এসেছে অনেকটাই বিবাদের মুখে সে। তার সাথে দেখা করা টা অনেক জরুরী ছিল।
ক্লান্ত শরীর নিয়ে ভাইয়ের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করি এরপর আধাঘন্টা মত বড় ভাইয়ের সাথে গল্প করি আবারো টেক্সিতে উঠে বাস স্টানে আসি ওখান থেকে তিন টাকা ৫০ পয়সা দিয়ে টিকিট কেটে বাসে করে আবারো আমি রাওয়ান বাস স্টানে পৌঁছেছি এরপর ট্যাক্সিতে করে সোজা বাসায় ।বাসায় এসে দেখি ঘড়ির কয়টায় ছয়টা বাজে।
দুইদিন ধরে খাওয়া দাওয়ার কোন ঠিক নাই শরীর অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে ।এই জন্য গত তিন দিন আমি একটি পোস্ট ও আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কয়েকদিন আগে প্রচন্ড জ্বর থেকে উঠেছি এরপর আবারো জ্বর সবার কাছে দোয়া চাই যেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি আজকে অনেকটাই সুস্থ লাগছে তবে পুরোপুরি নয় এই জন্য সকালে প্রথমেই পোস্ট লিখতে বসেছি।
তো বন্ধুরা দুই তারিখ তিন তারিখের ভ্রমণ যাত্রা আপনাদের মাঝে উপস্থাপনা করেছি লেখার ভিতর কোন ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি । সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
মালয়েশিয়ার কোনো জায়গা চিনি না তবে আপনার মাধ্যমে বেশ কয়েকটা জায়গার নাম জানতে পারি। স্টিমিট প্লাটফর্মের এটাই সুবিধা আমি কোনো জায়গা বা বিষয় সম্পর্কে না জানলেও একে অপরের মাধ্যমে সেই অজানা বিষয় সম্পর্কে জানতে পারি।
আপনার ভাইয়ের শালা নতুন মালয়েশিয়ায় গিয়েছে, আজ ছুটির দিন থাকায় ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন আর সেই মুহুর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।
@mdsahin111,
আপনি বেনিফিসিয়ারি সেট করেনি যেটা আগে ও অনেকবার হয়েছে। আমি শুধুমাত্র বিষয়টি আপনাকে স্মরণ করিয়ে দিলাম, ভাই।
জী, আপু আজকে বেনিফিসিয়ারি সেট করতে ভুলে গিয়েছিলাম । পরবর্তীতে আমি burnsteem25 এডিট করে কেটে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আরো সতর্কতা অবলম্বন করবো ভালো থাকবেন।
প্রবাস জীবনে আত্মীয়- স্বজনদের থেকে দূরে থাকতে হয়। তাই পরিচিত কারোর সাথে দেখা করার আনন্দই অন্যরকম।
আপনার মতন অনেকেই বাস জার্নি করতে পারে না অনেক সমস্যা হয়। এজন্য বাস কোথাও থামলেই একটু নিচে নেমে হাঁটাহাঁটি করা উচিত।
আপনার দুইদিন ছুটি রাস্তাতেই কেটে গেল।কাছাকাছি কোথাও দেখা করতে পারলে আপনার জন্য সুবিধা হত।
আপনার আগের পোস্টগুলোয় দেখেছি আপনি অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়েছেন। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের নাঝে ফিরে আসুন।
ছোট ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে অনেকটা পথ পাড়ি দিয়েছেন, যাই হোক দুই দিন ছুটি পেয়ে ছুটে চলে গিয়েছেন ছোট ভাইয়ের সাথে দেখা করতে। বিষয়টি জেনে আসলে অনেক ভালো লাগলো। আমি যতটুকু জানি আপনার ছোট ভাই আসার পরে আপনার কাছে এসে বেশিদিন থাকতে পারেনি। অনেকদিন পরে ছোট ভাইয়ের সাথে দেখা করে অনেক ভালো লেগেছে আশা করি।
ছোট ভাই যেহেতু অনেক দূরে থাকে ওর কাছে গিলে অনেকটা ভালো লাগে কেননা দুই ভাই প্রায় একই বয়সের। অনেকদিন পরে ছোট ভাইয়ের সাথে দেখা হওয়ার পর মনের আনন্দটা অন্যরকম যেটা বলে বোঝানো যাবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।
প্রবাস জীবন মানেই নিজের আপনজনকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়। তবে আপনার ছোট ভাই শালা কিছুদিন আগে মালয়েশিয়াতে গেছে। আপনার অফিস যেদিন ছুটি থাকায় তাদের সাথে দেখা করার জন্য গিয়েছেন। সারাদিন বেশ জার্নির মাঝেই দিন পার করেছেন। সেখানে সবার সাথে দেখা করে আবারও বড় ভাইয়ের সঙ্গে দেখা করেছেন। আমি মালয়েশিয়ার কোন জায়গার নাম শুনিনি। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে অনেক জায়গার নাম জানতে পারলাম।
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।
দূরে কোথাও গেলে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, আজ ছোট ভাইয়ের বাসায় যাবার জন্য সকালে বের হয়েছে।। আর হ্যাঁ দূরে যান নিতে রাস্তায় ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক।। আর অনেক কষ্ট করি যেতে হয়েছে ছোট ভাইয়ের সাথে দেখা করতে আবার পরের দিন চলে আসবেন সেটাও মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল।। সবকিছু একটু কষ্ট করেই যেতে হয়েছে ছোট ভাইয়ের বাসায়।।
ভাই জার্নি করা যে এতটা কষ্ট যে করছে সেই ভালো জানে আমি দুই দিন ধরে বাসের ভিতরে একা ওরা অসুস্থ হয়ে পড়েছিলাম। প্রায় দুই দিনে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।
জি জার্নি করা আসলেই কষ্টের কারণ আমি একবার ঢাকা যেতে প্রায় 6 থেকে 8 ঘন্টা জ্যামে ছিলাম তখন বুঝতে পেরেছি জার্নির কষ্টটা।।
আপনি টানা দুই দিন বাসে জার্নি করে আপনার ভাইদের সাথে দেখা করেছেন। আসলে এভাবে জার্নি করা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কিন্তু তারপরেও কিছু করার ছিল না। কেননা আপনার বড় ভাই প্রথম এই মালয়েশিয়াতে এসেছে তাই ওনাকে বিভিন্ন বিষয়ে আপনাকে অবগত অবশ্যই করতে হবে। যাইহোক ভাইদের সাথে দেখা করার মুহূর্তে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।