Incredible India monthly contest of August #1| Implication of discipline!

in Incredible India3 months ago
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি অংশগ্রহণ করছি Incredible India কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত চলমান প্রতিযোগিতায়। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমি ধন্যবাদ দিতে চাই এডমিন ম্যাডামকে আমাদের জন্য এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।
IMG_20240812_201644.pngsource
1. What is the definition of discipline?

শৃঙ্খলা শব্দের অর্থ হলো, সঠিকভাবে সঠিক নিয়েম এবং নির্দিষ্ট সময়ে প্রতিদিনের কাজকর্ম করে যাওয়া। প্রকৃতি থেকে আমরা জানতে পারি শৃঙ্খলা কথাটির অর্থ। যেমন দিনের বেলায় সূর্যোদয় আবার সন্ধ্যায় সূর্যাস্ত। রাতের আকাশ চাদের উদয় ও অসংখ্য তারা খচিত মহাআকাশ এসব ঘটার মূল কারণ হলো সুশৃংখল ভাবে পৃথিবীর ও চাঁদের পরিক্রম।

বিদ্যালয় পঠন, পাঠন শুরু হওয়ার আগে ছাত্র সকল সুশৃঙ্খলা ভাবে সমাবেত হয়ে জাতীয় সংগীত গায়, খেলাধুলার বিষয়েও দেখা যায় খেলোয়ারা গন একত্রিত ও শৃঙ্খলাবদ্ধ হয়ে বিরোধী পক্ষের খেলোয়াড়দের পরাজিত করার অদম্য বাসনা ।
শৃঙ্খলাবোধ না থাকলে কোন মানুষ বা জাতি বড় হতে পারে না সে কারণে ছাত্রাবাস্থা থেকেই শৃঙ্খলা বোধের গুরুত্ব অপরিসীম।

IMG_20240804_182511.jpg

আজকের ছাত্র আগামীকালের দেশের নির্ভরযোগ্য নাগরিক। মাত্রবস্থা থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন এরকম সর্বক্ষেত্রেই শৃঙ্খলাবোধের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ।

2. Do you think it's essential to maintain discipline in our personal and professional lives? Why?

মানুষ মুক্ত ভাবে এ পৃথিবীতে জন্মগ্রহণ করলেও প্রতি পদেই সে শৃঙ্খলিত। এ পৃথিবীর সবকিছুই প্রকৃতির নিয়মে বাধা। প্রকৃতির নিয়মের সামান্যতম ব্যত্যয় ঘটলেই মানব জীবনে বিপর্যয় নেমে আসে।

IMG_20240812_195932.jpg

শৃঙ্খলা বোধ বলতে সাধারণত জীবনযাপনে নিয়ম নীতি, মূল্যবোধ ও আদর্শের প্রতি অনুগত থাকাকে বুঝায়।প্রচলিত নিয়ম-কানুন ও রাষ্ট্রের প্রতি অনুগত থেকে জীবন পরিচালনাই হলো শৃঙ্খলা বোধ।
মানব জীবনের জন্য শৃঙ্খলারোধের গুরুত্ব অপরিসীম। কারণ শৃঙ্খলার কারণেই মানব জীবনে সুখ শান্তি নেমে আসে। স্বেচ্ছাচারী ব্যক্তি কখনোই সুখী হতে পারেনা। সে শুধু নিজেরই নয় সমাজের ও শান্তি নষ্ট করে।

শৃঙ্খলা হীন জীবন লক্ষহীন নৌকার মতো পানিতে ভেসে বেড়ায় তার কোন ঠিকানা থাকে না।মানুষ যদি নিজের ভেতর শৃঙ্খলা ধারণ করতে না পারেন তবে সমাজে ও নৈরাজ্য বিশৃঙ্খলা নেমে আসে।
তাই সুখী জীবন যাপনের জন্য শৃঙ্খলার কোন বিকল্প নেই। শৈশব হলো শৃঙ্খলা চর্চার উপযুক্ত সময়। নিয়ম মানেই শৃঙ্খলা এটি রপ্ত কোরে চর্চার মাধ্যমে জীবনকে সুখী করা যায়।

canoe-kayak-1405961_1280.jpgsource

মানব জীবনে সফলতার চাবিকাঠি হলো শৃঙ্খলা। শৃঙ্খলার ফলেই মানুষ সমাজের আচরণ বিধি মেনে চলে এবং সফলভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়।

আদিম যুগ থেকেই মানুষের সমাজে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয়। বর্তমান যুগেও নিয়ম শৃঙ্খলা সমাজের জন্য অপরিহার্য। সত্যিকার অর্থে নিয়ম শৃঙ্খলা ছাড়া কোন সমাজ চলতে পারে না। নিয়মবদ্ধ ভাবেই সমাজের সমস্ত আচার অনুষ্ঠান প্রচলিত হয়।
শৃঙ্খলা এই সমাজকে সুন্দর ও স্বার্থ করে তোলে। অনিয়ম বা বিশৃঙ্খলা সমাজকে ধ্বংসের পথে নিয়ে যায়। সমাজকে সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য শৃঙ্খলার কোন বিকল্প নেই।
পরিবার হচ্ছে শৃঙ্খলা সৃষ্টির প্রধান কেন্দ্র। একটি শিশু পরিবার থেকেই প্রথম শৃঙ্খলা শিখে। দ্বিতীয় পর্যায়ে শিশুর শিক্ষা শুরু হয় বিদ্যালয়। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান শিশুর শৃঙ্খলা বোধকে জাগিয়ে তোলে।
এই শৃঙ্খলা বোধের মধ্য দিয়েই শিশু একদিন উন্নত চরিত্রের মানুষ হিসেবে গড়ে ওঠে।
শৃঙ্খলা মেনে না চললে মানুষকে বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় তার জীবনে নেমে আসে পরাজয়ের গ্লানি। সমৃদ্ধ কোন প্রতিষ্ঠান বা সমাজ শৃঙ্খলার অভাবে ধ্বংস হয়ে যেতে পারে।
অতএব শৃঙ্খলার প্রয়োজনীয়তা অনরস্বীকার্য।

IMG_20240812_185839.jpg
3. How does discipline help us to develop? Describe.

আমি এই প্রশ্নের উত্তর খুব সাধারণভাবে দিতে চাই, শৃঙ্খলা আমাদের জীবনে অনেক কিছুই বিকাশিত করে। যেমন যদি আমরা ট্রাফিক নিয়ম মেনে শৃঙ্খলা বদ্ধ ভাবে গাড়ি চালাই তাহলে রাস্তায় যানজট খুবই কম হবে। এছাড়া রাস্তার অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমে যাবে।

IMG_20240731_073901.jpg

আমরা যদি পৃথিবীর অন্য সৃষ্টি গুলোর দিকে একবার লক্ষ্য করে তাকাই তাহলে শৃঙ্খলা বলতে কি বুঝায় সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারি।যেমন সূর্য প্রতিদিন একই দিক দিয়ে উঠে থাকে এবং একই দিক দিয়ে অস্ত্র যায়। প্রকৃতির এই নিয়ম অনুসরণ করে প্রতিটি মানুষ যদি শৃঙ্খলা ভাবে জীবন যাপন করে তাহলেই আমরা সুন্দর সমাজ ও দেশ গড়তে পারবো।

IMG_20240812_185906.jpg

তো বন্ধুরা আমার সামান্য মেধা দিয়ে প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি যদি আমার লেখার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লেখাটি শেষ করার আগে প্রতিযোগিতা নিয়ম অনুসারে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাই, @yoyopk , @mou.sumi , @mahmud552 প্রিয় বন্ধুরা আপনারা এই প্রতিযোগিতাই অংশগ্রহণ করুন এবং আপনাদের সুন্দর মতামত শেয়ার করুন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 3 months ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের মত করে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।। শৃঙ্খলা নিয়ে আপনি খুবই চমৎকার আলোচনা করেছেন আসলে প্রতিটি মানুষের জীবনে শৃঙ্খলা থাকা উচিত।।

 3 months ago 

শৃঙ্খলা বদ্ধ বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে কেননা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে লিখতে পেরেছি।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে নিজের মতো করে প্রশংসা জানানোর জন্য ভালো থাকবেন।

 3 months ago 

আমিও এই কনটেস্টে অংশগ্রহণ করতে চেয়েছিলাম ভাই অনেক সমস্যার জন্য করতে পারলাম না।। কিন্তু আপনার পোস্টটা দেখে অনেক ভালো লেগেছে আমিও আমার মত করে লেখতাম।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 68208.41
ETH 2447.71
USDT 1.00
SBD 2.57