Incredible India Monthly Contest December #1| My resolution 2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আমার নাম মোঃ শাহিন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মালয়েশিয়া থেকে আজকে আমি উপস্থাপনা করব অবিশ্বাস্য ভারত মাসিক প্রতিযোগিতা ডিসেম্বর #1| আমার রেজোলিউশন 2024। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এ্যাডমিন ম্যাডামকে যিনি তার মেধা থেকে খুব সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করেছে আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার ২০২৪ সালের রেজোলিউশন গুলো শেয়ার করতে পারছি।
![]() |
---|
What resolution do you make and follow for the upcoming year? |
---|
ইনশাল্লাহ আমি ২০২৪ সালে পাঁচটি রেজোলিউশন করার সিদ্ধান্ত নিয়েছি তো চলুন বন্ধুরা, আমি এবার আমার পাঁচটি রেজোলিউশন গুলো আপনাদের কাছে শেয়ার করি।
My 1st Resolution
১/ ধর্মভীরু।
আমি একজন মুসলিম তাই আমার পরিকল্পনা হল আমি ২০২৩ সালে যেমন ইবাদত বন্দেগী করেছি আল্লাহ সুবহানাতায়ালার সন্তুষ্টের জন্য । নতুন বছরে আমি এর চেয়ে বেশি ইবাদত করব সেই সাথে সাথে আমার ঈমানী শক্তি আরো বৃদ্ধি করব । নিজে ধর্ম সম্পর্কে আরও বেশি বেশি রিসার্চ করার চেষ্টা করব এবং আমার পরিবারকে আরো বেশি ধার্মিক বানানোর জন্য চেষ্টা করব। আমাদের সকলের শেষ ঠিকানা গহীন কবর তাই আমাদের সবার উচিত দুনিয়ার চাইতে আখেরাত নিয়ে বেশি চিন্তা করা আর এই কারণেই আমি প্রথম পয়েন্টে ধর্মভীরু রেখেছি ।
![]() |
---|
My 2nd Resolution
২/ বিয়ের পরিকল্পনা
বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ আর এটি প্রত্যেক ব্যক্তি কোন না কোন বয়সেই করে থাকে। আমি তাদের মতো এক জনই ২০২৪ সালের পরিকল্পনায় রয়েছে বিয়ে আল্লাহ সুবহানা তায়ালা চাইলেই নতুন জীবনসঙ্গিনী আমার জীবনে আনতে চাই। আমার নিজের পছন্দ ধার্মিক মেয়ে।
![]() |
---|
My 3rd Resolution
৩/ স্বাস্থ্য সচেতন,
সুস্বাস্থ্য সকল সুখের মূল, নিজের স্বাস্থ্য পরিকল্পনা নিয়ে ভাবা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর আমি এই বিষয়টি খুব সিরিয়াস ভাবে নিয়ে থাকি প্রত্যেক বছরই আর নতুন বছরে আমার সুস্বাস্থ্য বজায় রাখার জন্য ঠিকমতো ঘুমানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, শারীরিক ব্যায়াম করা সবগুলোই ধারাবাহিকভাবে করতে চাই। এবং অন্যদেরকেও পরামর্শ দিতে চাই যেন সবার সুস্বাস্থ্য বজায় থাকে।
![]() |
---|
My 4th Resolution
৪/ নতুন ব্যবসার পরিকল্পনা।
আমার ৪র্থ রেজোলিউশন নতুন ব্যবসা পরিকল্পনা আমার অনেক দিনের স্বপ্ন আমি একটি ছাগলের খামার দিব আমার বাড়ির আঙ্গিনাতে সেখানে বিভিন্ন জাতের ছাগল লালন পালন করব। সেই সাথে ছাগলগুলো দেখাশোনা করার জন্য দুই থেকে তিনটি লোক রেখে দেব যাতে করে তাদের নতুন কর্মস্থল তৈরি হয়। আমি মনে করি উদ্যোক্তা যদি বাড়তে থাকে তাহলে বেকারত্ব অনেকটাই কমে আসবে। My 5th Resolution
- ৫/ #IncredibleIndia কমিউনিটির সাথে দীর্ঘ পথ চলার পরিকল্পনা।
আলহামদুলিল্লাহ আমি যেভাবে IncredibleIndia কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছি এভাবেই সারা জীবন কাজ করে যাব তার পাশাপাশি আমার কাজের স্পিড আরো বৃদ্ধি করব সৎভাবে সর্বদাই কাজ করব কোন অসৎ পথ অবলম্বন করব না ।আমার লেখার মান আরো বৃদ্ধি করব। আরো একটি পরিকল্পনা হলো আমার নিজের ইনকাম থেকে কিছু কিছু অর্থ steem এ কনভার্ট করে আমার ওয়ালেট বৃদ্ধি করতে থাকবো। Steem পাওয়ার ডাউন দেওয়ার কোনো পরিকল্পনা নাই। বরঞ্চ 100% পাওয়ার অফ করব।
How would your resolution be useful for you and others? Describe. |
---|
আমি মনে করি আমার ব্যক্তিগত রেজোলিউশন অন্যদের দরকারে আসতে পারে যদি আমার মত করে কেউ চিন্তা করে। আমরা হয়তোবা বিভিন্ন ধর্মের অবলম্বী হতে পারি তবে আমাদের উদ্দেশ্য একটি আমরা জান্নাতে যাওয়ার জন্যই এবাদত বন্দেগী করি আবার অন্যরা স্বর্গে যাওয়ার জন্য ইবাদত করে দুটি বিষয়ে একই যদি আমার মত করে কেউ চিন্তা করে স্বর্গে যাবো অবশ্যই আমার এই রেজোলিউশন তার উপকারে আসবে।
![]() |
---|
আমি আমার চিন্তা থেকে Steem পাওয়ার অফ করার চিন্তা করেছি যাতে করে আমাদের সঞ্চয় বাড়তে থাকে তার পাশাপাশি আমরা যদি প্রত্যেক মাসে আমাদের ওয়ালেটে কিছু কিছু অর্থ ইনভেস্ট করতে থাকি তাহলে একটা সময় দেখা যাবে যে আমরা এখান থেকেই ভালো ইনকাম করতে পারছি আমি মনে করি এখানে যার যত পাওয়ার সে তত বেশি ইনকাম করার ক্ষমতা রাখে এখানে ইনভেস্ট করলে লস নাই বরঞ্চ লাভ।
আমার স্বপ্নগুলোর সাথে রয়েছে ব্যবসা যদি আমি নিজে উদ্যোক্তা হতে পারি তাহলে অন্যদের কাজের ব্যবস্থা করতে পারবো তাই পরিশেষে বলতে চাই যদি কেউ আমার মত চিন্তা করে তাহলে আমার রেজোলিউশন গুলো প্রত্যেক ব্যক্তির জন্য দরকার।
Do you think the resolution is essential to overcome something? Justify your answer. |
---|
নতুন বছরে নতুন পরিকল্পনা থাকতে পারে তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য নিজের মনকে আগে স্থির করতে হবে। নতুন বছরের রেজোলিউশন বাস্তবায়ন করার জন্য সঠিক রাস্তা যাচাই করা প্রয়োজন। বিগত বছরের যে ভুল করে করেছি তা থেকে শিক্ষা নিয়ে নতুন বছরের পরিকল্পনা বাস্তবায়ন করা। যাতে করে ভুলগুলো আর এ বছরে পূর্ণ আবৃত্তি না হয়।
পরিশ্রম ও সততা সব সময় নিজেকে পরিবর্তন করতে সাহিতা করে । ইনশাআল্লাহ সকল কাজ বাস্তবায়ন করব সততার সাথে ।
উপসংহার,
তো বন্ধুরা নতুন বছরের রেজোলিউশন সম্পর্কে এই ছিল আমার অভিমত ইনশাল্লাহ যেগুলো উপস্থাপনা করছি আমি নিজে যেন বাস্তবায়ন করতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই আর আমি এই প্রতিযোগিতা শেষ করার আগে আমি আমার তিনজন বন্ধুকে এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাতে চাই, আপনারা এখানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। @memamun
@ahlawat @shariful12
ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, বিবাহ করা ও একটি ছাগল খামার প্রতিষ্ঠা করা আপনার নতুন বছরের প্রত্যাশাগুলোর মধ্যে অন্যতম ।এছাড়া স্বাস্থ্য সচেতন হওয়া ও কমিউনিটির কাজে আরও বেশি মনোনিবেশ করার চিন্তা আপনার রয়েছে। আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করে থাকেন তবে নিশ্চয়ই আপনি আপনার উদ্দেশ্যে সফল হবে। এর জন্য ধৈর্য ধরবেন। এছাড়া আপনি বাকি প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।
এছাড়া স্টিম ওয়ালেটে অর্থ জমা রাখার কথাও আপনি বলেছেন। এটিও অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। এতে করে আপনি একটি বড় এমাউন্ট জমা করতে পারবেন। যাই হোক নতুন বছরে আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক। এই কামনাই করছি।
আপনাকে অগ্রিম জানায় Happy new Year,, আপনি অসাধারণ একটা পোস্ট করেছেন। আমি মনে করি আমার ব্যক্তিগত রেজোলিউশন অন্যদের দরকারে আসতে পারে যদি আমার মত করে কেউ চিন্তা করে। আমরা হয়তোবা বিভিন্ন ধর্মের অবলম্বী হতে পারি তবে আমাদের উদ্দেশ্য একটি আমরা জান্নাতে যাওয়ার জন্যই এবাদত বন্দেগী করি আবার অন্যরা স্বর্গে যাওয়ার জন্য ইবাদত করে দুটি বিষয়ে একই যদি আমার মত করে কেউ চিন্তা করে স্বর্গে যাবো অবশ্যই আমার এই রেজোলিউশন তার উপকারে আসবে। এই পোস্টের ভিতর এই লেখা গুলো আমার মন ছুয়ে গেছে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।
একজন লেখক তখনই ধন্য মনে করে যখন তার লেখা অন্য কেউ করে উপকৃত হয় এবং অন্য মনে কিছুটা জায়গা করে নিতে পারে যাই হোক অনেক ভালো লাগলো আপনার অভিমত আমার কাছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য তবে একটি বিষয় আপনাকে জানানো উচিত। আপনি যদি কারো লেখা উল্লেখ করতে চান তাহলে ঠিক এভাবেই মার্ক ডাউন দিবেন।
ওকে ধন্যবাদ,, এটা আমার জানা ছিলো না।
ঠিক আছে সমস্যা নাই সাথে থাকলে আরো অনেক কিছু শিখতে পারবেন আমিও তো এই কমিউনিটিতে যুক্ত থেকে এ্যাডমিন ম্যাডাম , শম্পা দিদি ,পিয়া আপু রুবিনা আপু , সবুজ আরো যারা পুরাতন আছে তাদের কাছ থেকে থেকে শিখছি।
শেখার কোন শেষ নয় , ধন্যবাদ কমেন্টি মনোযোগ সহকারে পড়ার জন্য।
আপনি অনেক সুন্দর করে নতুন বছরের পরিকল্পনা গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এই গুলো অনেক ভালো উদ্যোগ যে আপনি এ বছরের তলনায় নতুন বছরে আরো বেশি ধর্ম চর্চ করবেন। আমাদের সবার উচিত নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়া কারন স্বাস্থ্য সকল সুখের মূল। আপনার নতুন ব্যবসা ও বিবাহের জন্য অনেক শুভকামনা রইল। বিশেষ করে আপনার বৈবাহিক জীবনের সঙ্গী হিসাবে যেমন চাচ্ছেন তেমন জেনো পান সেই কামনা করি। আপনার নতুন বছর অনেক ভালো ও সুন্দর কাটুক এই কামনা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনাদের দোয়া এবং আল্লাহ সুবহানাতায়ালার ইচ্ছা থাকলে ই ইনশাআল্লাহ মনের মত জীবনসঙ্গিনী পাব।
প্রতিট ধার্মিক মানুষেরই আসলে তার সৃষ্টিকর্তার আরো কাছাকাছি কিভাবে যাওয়া যায় এই চেষ্টা থাকে।সেই সাথে বিয়ে করারও প্ল্যান আছে। একটা ধার্মিক মেয়ে পছন্দ আপনার।নতুন বিজনেস করারও ইচ্ছে আছে। আপনার প্রতিটি ইচ্ছে আল্লাহ পূরণ করুক এই দোয়া করি।
শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার পরিকল্পনাগুলো জানতে পেরে বেশ ভালো লাগছে। আপনি ভবিষ্যতে অনেক বেশি ইবাদত করতে চান। এবং সামনে বিয়ে করবেন নতুন নতুন ব্যবসা করবেন। আসলে এই পরিকল্পনাগুলো না অনেক ভালো। আমি আশা করব আপনার পরিকল্পনাগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে।
সেই সাথে আপনি কমিউনিটির সাথে দীর্ঘ পথ চলতে চান। আসলে আমরা যখন একটা জায়গায় কাজ করা শুরু করি। সেটা আমাদের পরিবারের একটা অংশ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমি তো মনে করি এটা আমার একটা পরিবার, তাদের পরিবারের সাথে আমি যতদিন বেঁচে থাকবো এখানেই থাকার চেষ্টা করব। আপনার স্বপ্নগুলো খুব তাড়াতাড়ি পূরণ হোক এই কামনা করে সৃষ্টিকর্তার কাছে।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আমিও মনে করি Incredible India আমাদের একটি পরিবার।
আজকের এই চ্যালেঞ্জে জয়েন করার জন্য আপনাকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই।।
২০২৪ সালের আপনার পরিকল্পনাগুলো খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উল্লেখ করেছেন।। আর হ্যাঁ বিয়ে মানুষের জীবনে একটি পার্ট ।। মানুষ ছোট থেকে বড় হওয়ার পর একটা সময় যে বিয়ে করে।। আপনি সিদ্ধান্ত নিয়েছেন ২০২৪ সালে আপনার জীবন সঙ্গিনী খুঁজে নিবেন।। আপনার জন্য অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা রইল।।
খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে আপনার পরিকল্পনা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আপনার জন্য দোয়া রইল আপনার পরিকল্পনাগুলো যেন বাস্তবায় হয়।।
আপনি খুব সুন্দর কিছু পরিকল্পনা করেছেন সামনের বছরের জন্য। আপনার প্রথম ছবিতে ২০২৪ এর জায়গায় ২০০২৪ হয়ে গিয়েছে। আপনি আপনার resolutions এ বলেছেন সামনের বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান।আপনাকে অগ্রিম শুভেচ্ছা রইল। আপনার বাকি সব পরিকল্পনা সফল হোক সেই কামনা থাকছে।ধন্যবাদ আপনাকে।
আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি "শুভ নববর্ষ ২০২৪"।আপনার পোস্ট পড়তে গিয়ে একটা বিষয় আমার ভীষণ মন কেড়েছে। আপনি নতুন বছরে আপনার ধর্মভীরুত্ত্ব বাড়াতে সংকল্পবদ্ধ হয়েছেন৷ প্রত্যেকটা মানুষের এমন অভিমত থাকা উচিত বলে আমি মনে করি।
নতুন বছরে বিয়ের পরিকল্পনা সহ আরো যত পরিকল্পনা করে রেখেছেন সব পরিকল্পনায় আপনি সফল হন এই দোয়া করি।
বুদ্ধিমান ব্যক্তি দুনিয়া আখেরাত দুটাই চাই তাই আমাদের সকলের উচিত আখিরাত কামানোর জন্য বেশি বেশি এবাদত করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।
প্রথমেই জানাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য ৷ আপনি বেশ কয়েকটি রেজোলিউশন অনুসরণ করবে নতুন বছরে পড়ে খুবই ভালো লাগলো ৷ নতুন বছরে নতুন ব্যবসা পরিকল্পনা তৈরি করবেন শুনে খুবই ভালো লাগলো ৷
যাই হোক ভাই আপনার মনের আশা গুলো পূরণ হোক এই কামনাই করি ৷ ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷