এলোমেলো কিছু সব্জির ফটোগ্রাফি। #৬

in Incredible India7 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন,। আমার নাম মোঃ শাহিন বরাবরের মতো আমি মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছি আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো কিছু এলো মেলো সব্জির ফটোগ্রাফি।

IMG_20240203_110925.jpg

আমি কয়েকদিন আগে আপনাদের কাছে উপস্থাপনা করেছিলাম দেশি মাছ ও সামুদ্রিক মাছের মূল্য সেই সাথে কিছু ফটো তবে আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি সব্জির দাম সমূহ তার কিছু ছবি যেগুলো আমি গতকালকে মার্কেটে গিয়েছিলাম এবং সেখান থেকেই কালেকশন করেছি।

ভাবলাম যে বাংলাদেশে অনেক বন্ধুরা আছে তারা মালয়েশিয়ার সব্জির দাম নিয়ে অনেকটাই দ্বিধা দ্বন্দ্বের মধ্যেই থাকে তবে চলুন আর দেরি না করে এখন আমি উল্লেখ করব। গাজর সব্জি কাঁচায় যেমন খাওয়া যায় তেমনি ভাবে রান্না করেও খাওয়া যায় গাজার খুব সুস্বাদু একটি সব্জি গাজর প্রায় সব তরকারিতে দিয়ে রান্না করা যায়।

১ 📸নাম্বার ছবি

IMG_20240202_125814.jpg

এখন বাংলাদেশে গাজরের দাম কত সেটা আমার জানা নাই তবে মালয়েশিয়াতে ১ কেজি গাজরের দাম ৩ রিংগিত ৫০ সেন্ট। যা বাংলাদেশী টাক ৯০ টাকা। মালয়েশিয়ার মানুষের ইনকাম অনুযায়ি গাজরের দাম স্বাভাবিক রয়েছে।

২ 📸নাম্বার ছবি

IMG_20240202_125810.jpg

টমেটো আপনাদের অনেকেরই প্রিয় এই টমেটো বিভিন্ন কায়দায় খাওয়া যায় ছোট মাছ দিয়ে রান্না করা যায় টমেটো ভর্তা ও বেশ মজা লাগে। আমি তো প্রায় সব তরকারিতে টমেটো দিয়ে থাকি। শুধুমাত্র গরুর মাংস বাদে আর সব তরকারিতে টমেটো দেওয়া যায়।

৩ 📸নাম্বার ছবি

IMG_20240202_125819.jpg

টমেটো গুণাবলী প্রচুর পরিমাণ তাই বেশি বেশি টমেটো খাওয়ার জন্য ডাক্তারের সব সময় পরামর্শ দিয়ে থাকে। মালয়েশিয়ার এক কেজি টমেটোর দাম চার রিংগিত। যা বাংলাদেশী টাকাই প্রায় ১১০ টাকার মত। মালয়েশিয়াতে বারোমাস টমেটো পাওয়া যায় এইজন্য এর দাম সব সময় একই রকম থাকে তবে মাঝেমধ্যে একটু কুমে আসে আবার একটু বেড়ে যাই ।

৪ 📸নাম্বার ছবি

IMG_20240202_130655.jpg

সবুজ ফুলকপি

ফুলকপি ও বাঁধাকপি মালয়েশিয়াতে বারো মাস পাওয়া যায় তবে বাংলাদেশে এটা শীতের সময় ছাড়া অন্য কোন সময় পাওয়া যায় না। মালয়েশিয়া একটি রাষ্ট্র রয়েছে যেখানে ১২ মাস ঠান্ডা পড়ে ।
সে জায়গাটির নাম হল ক্যামেরুন হাইল্যান্ড।

৫ 📸নাম্বার ছবি

IMG_20240202_130622.jpg

স্বাভাবিক জমিন থেকে প্রায় এক হাজার ফুট উচ্চতে এই শহরটি অবস্থিত আর এখান থেকেই মালয়েশিয়া সমস্ত সব্জি উৎপাদন হয়। তো যাই হোক এখন দেখে নেওয়া যাক এক কেজি বাঁধাকপির দাম কত। বাংলা টাকা ৬০ টাকার মতো আর মালয়েশিয়ার রিংগিত আপনারা দেখতেই পাচ্ছেন ২.২৯ সেন্ড। এখানকার ইনকাম অনুযায়ী খুব কম মূল্যে এক কেজি বাঁধাকপি কিনা যায়।

৬ 📸 নাম্বার ছবি

IMG_20240202_130650.jpg

বরবটি ভাজি করে খেতে খুব বেশি ভালো লাগে আর মালয়েশিয়াতে বরবটি দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হয় এজন্যই মূলত সবসময় বরবটির দাম একটু বেশি থাকে। আজকে এক কেজি বরবটির দাম মালয়েশিয়ার রিংগিত ৯.৫০ সেন্ট যা বাংলাদেশি টাকাই ২৪০ টাকার মত।

৭ 📸নাম্বার ছবি‌র‌

IMG_20240202_125833.jpg

সর্বশেষ যে ছবিটি শেয়ার করব সেটি হলো কাঁচা মরিচ। কাঁচামরিচ সাধারণত প্রতিটা তরকারি রান্নার জন্য দরকারি একটি মসল্লা বললেই চলে। কয়েকদিন আগে বাংলাদেশে দেখেছিলাম এক কেজি কাঁচা মরিচের দাম ১ হাজার টাকার উপরে হয়েছিল তখনও মালয়েশিয়াতে এক কেজি কাঁচামরিচের দাম ৯ থেকে ১০ রিংগিত ছিল আর এখনো পর্যন্ত ওই একই দাম রয়েছে যদি আমি বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে প্রতি কেজি কাঁচা মরিচের মূল্য 260 টাকা মতো।

তো বন্ধুরা আপনাদের কাছে আজকে শেয়ার করেছি মালয়েশিয়ার একটি মার্কেটের সব্জির দাম সম্পর্কে সেই সাথে ফ্রেস কিছু তাজা সব্জির ছবি। যদি আমার লেখাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার লেখার ভিতরে কোন ভুল‌ ‌ ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  

Hello there! 👋🏼

There's a new travel community that is active now through this link:

https://steemit.com/trending/hive-188972

Suscribe and feel free to share your travel adventures there moreover of tips, food, nature and more.🚌

~ Join the Discord server + Telegram group and have a happy day.👍🏼

Blue Minimalist World Environment Day Banner.gif

Loading...
 7 months ago 

ভাই আপনার ফটোগ্রাফিগুলো দারুণ হয়েছে। টাটকা সব সবজি দেখে আমাকেও মালোয়শিয়া যেতে ইচ্ছে করছে। বাংলাদেশে এখনো সবজির দাম অনেক বেশি। অথচ এই সময়টায় সবজির দাম অনেক কম হওয়ার কথা। কিন্তু হচ্ছে না। সব মিলিয়ে মধ্যবিত্তদের বেশ বিপাকে পরতে হচ্ছে।

ভাই আপনার লিখাটি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।

 7 months ago 

আপনি আজ কিছু সবজি এবং তার দাম সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ছবি দেখে বোঝার উপায় নাই যে এগুলো মালয়েশিয়ার ছবি। মনে হচ্ছে বাংলাদেশের কোন সবজি বাজারের ছবি। ভালো ক্যাপচার করেছেন পাশাপাশি বাজার দাম সম্পর্কে জানতে পারলাম আপনার পোস্টের মাধ্যমে।

 7 months ago 

সবজীর ফটোগ্রাফি চমৎকার হয়েছে তার পাশাপাশি বেশ কিছু সবজী দেখতে পেলাম এবং কি সবজীর বাজার মুল্য সম্পর্কে বর্ণনা করেছেন ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 7 months ago 

ভাই বাজারে যেয়ে শুধু এলোমেলো ফটোগ্রাফি করেছেন নাকি বাজারও নিয়েছেন কোনটা 😆😆 আপনার ফটোগ্রাফি কিন্তু খুবই চমৎকার হয়েছে ভাই। আর বর্তমান সময়ে বাজারের পরিস্থিতি খুবই গরম সবকিছুর দাম অনেক বেশি।।

 7 months ago 

ভাই এক ঢিলে দুই পাখি বাজারে করছি সাথে ছবিও তুলছি যাতে করে আপনারা মালয়েশিয়া দ্রব্য মূল্য সম্পর্কে অবগত থাকেন।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে সুন্দর একটু কমেন্ট করার জন্য।

 7 months ago 

প্রতিনিয়ত এভাবেই মালয়েশিয়ার কিছু আপডেট আমাদের মাঝে শেয়ার করবেন ভাই।।

 7 months ago 

এক কথায় অসাধারণ কিছু ফটোগ্রাফি, সবজি গুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো।।
এর থেকেও বেশি ভালো লাগছিল তার ডেকোরেশন টা, ধন্যবাদ খুব সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

অনেক ক্ষেত্রে ডেকোরেশন এর উপরে বেচাকেনা নির্ভর করে ‌‌। তাই মার্কেট ডেকোরেশন খুবই জরুরী।

ডেকোরেশন টা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। শুনে খুশি হলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটু কমেন্ট করার জন্য‌

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38