অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে টিম ইন্ডিয়া।

in Incredible India17 days ago (edited)

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা আপনাদের মাঝে আবারো একটি ক্রিকেট ম্যাচ রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। এই খেলা টা দুই দিন আগে হয়েছে আর আজকে এর রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

এখানে ব্যবহার করা প্রতিটা ছবি খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

২০২৩ সালের প্রতিশোধ যেন ২০২৪ সালে এসে নিল টিম ইন্ডিয়া । আমার এখনো সেই দিনের কথা মনে আছে ঘরের মাঠে যখন টিম ইন্ডিয়া হারাতে বসেছিল এবং শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গিয়েছিল সেদিন অনেক খারাপ লাগছিল আমার কাছে। আসলে কখন কিভাবে কার সফলতা আসবে তা কখনোই বলা যায় না। ইন্ডিয়ার সেই একই টিম ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যাওয়ার পর আজ সেই অস্ট্রেলিয়ারকে বিদায় দিল টি-টোয়েন্টি ম্যাচ থেকে।

যাই হোক অনেক আনন্দের সাথে এই লেখাটি লিখতে বসেছি । মনে করেছিলাম যে যখনই খেলা শেষ হয়েছে তখন থেকেই লিখতে বসবো, তবে মালয়েশিয়ার সময় রাত দুইটার পরে খেলা টা শেষ হয়েছে পরের দিন ডিউটি থাকাই ব্যস্ততার কারণে আর লিখতে পারি নাই।

টসে জিতে ভারতকে প্রথমেই ব্যাটিংয়ে পাঠায় টিম অস্ট্রেলিয়া। প্রতিদিনের মতো আজও ভিরাট কোহলি ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং করতে আসেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিরাট কোহিলি কোন ম্যাচয়ে জ্বলে উঠতে পারছে না ।আমরা আইপিএলে যেভাবে ভিরাট কোহলির খেলা উপভোগ করেছি এখনো পর্যন্ত একটি ম্যাচও সেভাবে খেলতে পারি নাই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫ বলে ০ রান করে মাঠ ছাড়তে হয় এই ডানহাটি ব্যাট ম্যান।

তবে অনেকদিন পর দেখার মতো একটি খেলা উপহার দিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ।প্রথম থেকেই অস্ট্রেলিয়ার বোলিং দের ওপরে চড়াও হয়ে বল মাঠ পার করতে শুরু করে। ‌ বিশ বলে ব্যক্তিগত আরো একটি হাফ সেঞ্চুরি তুলে নেয়।

১০ আবার শেষে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় তিন উইকেটে একশত ১২৭ রান। তখনো ব্যাটিংয়ে ছিলেন রোহিত শর্মা ও অপর প্রান্তে সূর্য কুমার যাদব। তবে দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় 😭 ৪১ বলে ৯২ রান করে ক্যাশ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন।

রোহিত শর্মা আউট হওয়ার পর সূর্য কুমার ও হার্দিক পান্ডিয়া ৩৫ রানের ছোট্ট একটি জুটি গড়ে তোলে আজকে ১৬ বলে ৩১ রান করেন সূর্য কুমার যাদব ও হার্দিক পান্ডিয়া ১৭ বলে ২৭ রান করেন সর্বশেষ ভারতের স্পিনার বোলিং যাদেযা ৫ বলে নয় রান রান করেন। ভারতের সর্বশেষ পাঁচ উইকেটে ২০৫ রানের পাহাড় সমান একটি টার্গেট দাঁড় করান অস্ট্রেলিয়ার সন্মুখে।

খেলার দ্বিতীয় অধ্যায়।

যেভাবে ভারত প্রথম থেকে রান তুলছেন ঠিক একই পথে অস্ট্রেলিয়া প্রথম থেকেই রান তুলতে শুরু করে। প্রথম পাঁচ ওভারে যেভাবে অস্ট্রেলিয়া রান তুলছে তাতে মনে হচ্ছিল যে ২৫০ রান ও অস্ট্রেলিয়ার কাছে কিছুই না। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড দুজনেই ওপেনিং করতে মাঠে নামেন তবে ডেবিট ওয়ার্নার ছয় বলে ছয় রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

মিচেল মার্চ ও ট্রাভিস হেড দুজনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম ভারতের কোন বোলিং যেন তাদের থামাতে পারছিল না । ৪ আর ৬ এর সমারহ বই ছিল। ভারতের মতো অস্ট্রেলিয়া ও দশ ওভারে ১০০ পার করেন।

তবে এই ম্যাচের টানিং পয়েন্টটা ছিল মিচেল মার্চ এর ক্যাশ যখন ভারত কোন উইকেট পাচ্ছিল না তখন ঠিক সীমানার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুর্দান্ত একটি ক্যাশ ধরলেন এক্সার প্যাটেল। আর এর পর থেকেই ভারত একটু একটু করে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ছিলেন।

এই ম্যাচের প্রতিটা ক্যাশ যেন জয়ের আভাস দিচ্ছিলেন ভারতের প্রতিটা প্লেয়ার কে আমি ধন্যবাদ দিতে চাই কেননা এই ম্যাচ জেতার ক্ষেত্রে তারা প্রত্যেকেই কঠিন পরিশ্রম করেছেন প্রতিটি ক্যাচ খুব ভালোভাবেই ধরছেন। এই মাসে আরও একটি ক্যাশ আমরা দেখতে পেয়েছিলাম সেটি হল হার্টিক পান্ডিয়া ৩০ গজের মধ্য থেকে যে গ্যাসটি লুটে নিয়েছিল।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড কে যখন আউট করেন বোমরা তখনই এই ম্যাচটি ফিফটি পার্সেন্ট জেতার সম্ভাবনা ভারতের অনুকূলে চলে আসে । কেননা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড প্রত্যেকটি ম্যাচ অস্ট্রেলিয়া কে জয় এনে দিয়েছে আজকেরও তিনি একাই ৪৩ বলে ৭৬ রান করে থামেন।

১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১৫০ রান অর্থাৎ শেষ ২২ বলে দরকার ছিল ৫৬ রান তবে শেষের দিকে দ্রুত রান তুলতে গিয়ে আরও তিন উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া সর্বশেষ ১৮১ রান করেন ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে। ভারতের কাছে ২৪ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সিটকে পড়েন শক্তিশালী অস্ট্রেলিয়া টিম।

তো বন্ধুরা এই খেলার রিভিউ এর পাশাপাশি নিজের অনুভূতিগুলো মাঝেমধ্য প্রকাশ করেছি। যদি আমার লেখার ভেতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দেশে দেখবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Posted using SteemPro Mobile

Sort:  
Loading...
 17 days ago 

আসলে অস্ট্রেলিয়া বনাম ভারত এই ম্যাচটি অনেক হাইভোল্টেজ ম্যাচ হয়েছিল, এই ম্যাচটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিলাম। যেখানে অস্ট্রেলিয়ার জিতে যাওয়ার কথা ছিল সেখানে অস্ট্রেলিয়ার কিছু ভুলের কারণে ভারত জিতে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খেলার রিভিউ দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি।

 16 days ago 

আবারো আপনি একটি ম্যাচের রিপোর্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে।। বিশ্বকাপের প্রায় দেখা হয়েছে আর এখনো দেখছি।। ভারত এবারের বিশ্বকাপে অনেক ভালো খেলছে আশা করা যায় এবারের কাপ ভারত নেবে।। এছাড়াও ইংল্যান্ডে অনেক ভালো খেলা দেখাচ্ছে দেখা যাক এবারে বিশ্বকাপ কারা জয়ী হয়।।

 15 days ago 

একদম ঠিক তাই ভারত যেভাবে এবার বিশ্বকাপ খেলছে তাতে করে আমার কাছে অনেক ভালো লাগার কাজ করছে কেননা গতবার তারা অনেক ভালো খেলেও শেষ পর্যায়ে এসে কাপ নিয়ে যেতে পারি নাই তবে এবার মনে হয় যেভাবে খেলছে কাপ ভারতেরই ঘরে আসবে।

 15 days ago 

একদম ভাই এর আগের বার নিতে নিতে হেরে গেছে এবার আশা করি এরকম হবে না।। প্রতিটা খেলোয়ারি দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে এতে করে বলা যায় তারা এবার অনেক ভালো করবে।।

 15 days ago 

গোলবালের খেলা আসলে বলা যায় না তো কখন কিভাবে কারা ফার্মে ফিরে আসে আমরা সাপোর্টা করি ভারতর জন্য আবারো একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের ঘরে তুলতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য।

 15 days ago 

ক্রিকেট খেলা এমন একটি খেলা মুহূর্তের মধ্যে সবকিছু ঘুরিয়ে যেতে পারে অনেকে জেতা ম্যাচ হারিয়ে ফেলে আর ওই সময় অনেক বেশি খারাপ লাগে।। আর পছন্দের দল যদি কাপ নেয় তাহলে সত্যি অনেক ভালো লাগা কাজ করে।।

 15 days ago 

এক বছরের ব্যবধানে ভারত আবারও ফাইনালে তবে আমি আশাবাদী যে ভারত এবার কাপ নেবে। আর সত্যি কথা বলতে ভারত কাপ নিলে আমি তো অনেক খুশি হব সেই সাথে আপনার ও প্রিয় দল ভারত সেটা আমি ভালোভাবেই জানি।

 14 days ago 

আমার কাছে এটাই মনে হচ্ছে এবারে ভারত ফাইনালে কাপ নিবে কারণ তাদের প্রতিটি খেলোয়ার অনেক দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে তারপরও বলা যায় না।
আর হ্যাঁ ভাই ব্রাদার মানুষ জানবে না তো কে জানবে আমরা তো একই দলের মানুষ।

 15 days ago 

আপনি আজকে অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার টি-টোয়েন্টি সিরিজের খেলার রিভিউ শেয়ার করেছেন।
আমি সেই দিনের খেলাটা দেখেছিলাম। রোহিত শর্মা যে হিসেবে ব্যাটিং করেছিল তা আসলেই প্রশংসার যোগ্য। ১৯ বলে ৫০ রান করেছিলেন।
তবে হ্যাঁ! ইন্ডিয়া যে রান টার্গেট দিয়েছিল। ভেবেছিলাম অস্ট্রেলিয়া সেটা চেঞ্জ করতে পারবে। কিন্তু সেটা আর হলো না।

খেলার রিভিউ নিয়ে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

ভাই প্রথম দিকে যেভাবে অস্ট্রেলিয়া খেলছিল এরাম তাদের জন্য কিছুই ছিল না তবে একটি পর্যায়ে উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া এই ম্যাচটি হেরেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ভালো থাকবেন।

 14 days ago 

ক্রিকেট বুঝতে পারার পর থেকে আমি ভারতের দলকেই সমর্থন করি। এবার ভারতের খেলার পারফরমেন্স খুবই ভালো। আমি মনে প্রাণে প্রত্যাশা করছি চূড়ান্ত খেলাতেও ভারতের খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রমাণ করবে।

অস্ট্রেলিয়া ও দুর্দান্ত একটি ক্রিকেট দল তাদেরকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়া এটা সত্যিই আনন্দের। আপনাকে অনেক ধন্যবাদ এই দুর্দান্ত ম্যাচটি এত সুন্দর করে লেখার মাধ্যমে উপস্থাপন করার জন্য। আপনার পরবর্তী লেখা পরিদর্শনের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44