Better Life with Steem|| The Diary Game|| 28 July 2024.
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল
রবিবারের দিন কাজের কোথাও প্ল্যান ছিল না তাই ঘুম থেকে উঠতে প্রায় আটটা বেজে যায়। আটটা দশ মিনিটে ফ্রেশ হয়ে গোসল করে সকালের নাস্তা করে নেই তারপর আমার একটি মামা ফোন দেয়। তিন ঘন্টা মত কাজ করতে হবে সেজন্য।
আমি সকালে নাস্তা করে বসে কিছু সময় ফোন দেখছিলাম তখনই আমার মামা ফোন করছিল তারপর একটু তাড়াহুড়া করে বাসায় থাকে বের হই কাজে যাওয়ার উদ্দেশ্যে। অল্প একটু সিমেন্টের ঢালাইয়ের কাজ ছিল সেই কাজটুকু সেরে দুপুর দুইটার সময় বাসায় এসেছি। তারপর ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে লম্বা ঘুম দিয়েছি। কিছুটা ক্লান্ত শরীরে ঘুম টাও বেশি দারুন হয়েছিল।
বিকাল বেলা
বিকালে ঘুম থেকে উঠে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি বাইরে দেখি প্রচন্ড রোদ তাই সাথে করে ছাতা নিয়েছি। ছাতা যেমন বৃষ্টির সময় কাজে লাগে তেমনিভাবে প্রচণ্ড রোদের সময়ও ভালো কাজে লাগে মালয়েশিয়ায় পড়ন্ত বিকেলের রোদের তাপমাত্রা অনেক তীব্র থাকে মাঝেমধ্যে যদি আকাশ-পরিষ্কার থাকে।
বাজারে গিয়ে দুই ভাগের মত তরকারি ও আম ও আপেল কিনে নিয়ে এসেছি আজকে আমের দাম অনেকটাই বেশি ছিল তাই মাত্র ১০ রিংগিতএর আম নিয়েছি সেই সাথে দুই ভাগের তরকারি নিয়ে এসেছি ১৫ রিংগিত দিয়ে সেই সাথে পাঁচটি আপেল ৬ রিঙ্গিত নিয়েছে। বাজার শেষ করে খুব দ্রুতই বাসায় আসছিলাম আসার পথে ইন্দোনেশিয়া একটি বন্ধু আমাকে ডাকলো।
সে ক্যান্টিনে বসেছিল তারপর আমি সেখানে যাই বলল যে বস এক গ্লাস শরবত খেয়ে যা তারপর আমি এক গ্লাস লেবুর শরবত অর্ডার দেই । সেখানে বসেই লেবুর শরবত খেয়ে অনেকটাই ভালো লাগছিল । কেননা রোদের ভিতর হেঁটে এসেছি এইজন্য লেবুর শরবতটা আরো বেশি মজা লেগেছে।
যাই হোক সেখানে বন্ধুর সাথে প্রায় আধা ঘন্টার মত সময় কাটিয়েছি এরপর বাসায় এসে বাজারগুলো ফ্রিজে রাখছি আমার বন্ধুর ভাই সে ঝাল পেজ আদা রসুন কিনে রাখছিল, তারপর আমি দেরি না করেই রাতের রান্না বসিয়ে দেই। রান্না শেষ করতে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে।
সন্ধ্যাবেলা
সন্ধ্যার সময় অনেক গরম লাগছিল তাই আবারও গোসল করে লিখতে বসেছিলাম । এমন সময় বাড়ি থেকে ফোন দিয়েছে। গত এক সপ্তাহ যাবত বাড়িতে ঠিকমতো কথা হয় না কেননা আমাদের বাড়িতে ওয়াইফাই নাই সিমের ইন্টারনেটে কথা হয় তবে সিমের ইন্টারনেট কালকে তিনটার সময় ভালোভাবে সব জায়গায় ছেড়ে দিয়েছে। যাইহোক অনেকদিন বাড়িতে ভিডিও কলে কথা হয় নাই তাই সবার সাথে প্রায় এক ঘণ্টার মতো ভিডিও কলে কথা বলি।
সবার সাথে কথা বলা শেষ হলে এবার আমি লিখতে শুরু করি আমার একটি দিনের কার্যক্রম তো বন্ধুরা এভাবেই আমার একটি দিন অবিবাহিত হয়েছে। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।