Better life with steem || The Diary Game || 28, January, 2024 ||

in Incredible India7 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল🌄,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আমি মোঃ শাহিন বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটি দিনের কার্যক্রম।

IMG_20240128_203015.jpg

ইংরেজি জানুয়ারি মাসের আজ ২৮ তারিখ দেখতে না দেখতে নতুন বছরের এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আমাদের জীবন থেকে সময় গুলো কত দ্রুত ফুরিয়ে যাচ্ছে তা কি একটিবার কল্পনা করছি। দিন ফুরিয়ে যাচ্ছে আমাদের মৃত্যু অতি সন্নিকটে চলে আসছে নতুন বছর পেয়ে কতই না আনন্দ করেছি । আর এখন যত দিন যাচ্ছে নতুন বছরে ও পুরাতন হতে চলছে।

প্রতিদিনের মতো আজও সকল ৬:৩০ মিনিটে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে অজু করে ফ্রেশ হয়ে হাফ গ্লাস পানি খেয়ে তারপর ফরজের নামাজ আদায় করে নিলাম। এরপর দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিলাম। আজ সকালে তরকারি অনেক কম ছিল তাই দুইটা ডিম ভেজে অল্প কয়টা গরম ভাত খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

IMG_20240128_073859.jpg

৭:৩০ মিনিটে আমাদের আমাদের মিনি বাস টা চলে আসলো তারপর কোম্পানির উদ্দেশ্যে রওনা হলাম আমরা । আজকে রাস্তায় প্রচুর গাড়ি এত জ্যাম এর আগে এইখানে এমন জ্যাম আর কখনোই হয় নাই। সকালে এমন গাড়ি দেখে মনে হচ্ছিল যে হয়তো বা এই এলাকার লোকজন সবাই একসাথে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে। যেমন পরিমাণ মোটরসাইকেল তেমনি পরিমাণ মাইক্রো গাড়ি।

দুপুর বেলা

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচন্ড তাপদাহ চলছে সকাল থেকেই টগবগী সূর্যে মামার দেখা আর দুপুর পর্যন্ত কি যে গরম তা আপনাদের বলে বোঝাতে পারবো না বাংলাদেশে প্রচুর পরিমাণ ঠান্ডা চলছে আর মালয়েশিয়াতে তার বিপরীত। আজকের গরমটা এজন্য বেশি বুঝতে পেরেছি সকাল থেকেই বাইরে কাজ করছি। এমন পোশাক পরিধান করে আমাদের কাজ করতে হয় যাতে করে ধুলোবালি রোদ্দুরে থেকে নিজেকে রক্ষা করা যায়।

IMG_20240128_161923.jpg

দুপুর ১২ টার সময় খাওয়া-দাওয়া শেষ করে আধা ঘন্টা মতো বিশ্রাম নিলাম তারপর আবারো কাজ করতে শুরু করি। দুইটা ৪৫ মিনিটে জোহরের নামাজ আদায় করে নিলাম তারপর তিনটা থেকে আমাদের রেস টাইম। রেস্ট টাইমে ক্যান্টিনে বসে এক গ্লাস ঠান্ডা শরবত খেলাম।
IMG_20240128_152523.jpg

দুপুর তিনটার পর থেকে সবাইকে অফিসে যেতে হয়েছে জরুরি মিটিং ডেকেছে এইজন্য তারপর আমরা সবাই অফিসে উপস্থিত হই মিটিং করার জন্য। মাসের শেষ তাই কতটুকু কাজ ডেলিভারি দিতে পেরেছি সে সম্পর্কে কিছু কথোপকথন করলো আমাদের বস।এক ঘন্টার মতো মিটিং হল তারপর আবারো আমাদের কাজে ফিরে আসলাম ।

IMG_20240128_103800.jpg

বিকাল বেলা

মানুষের চুল কখনো কখনো তার বয়সের কারণে পেকে থাকে আবার কোন মানুষের হরমোনের সমস্যা থাকলে তার মাথার চুল পেকে যায়। তবে সঠিক আমি জানিনা আমার বন্ধুর ভাইয়ের মাথার চুল ৯০ শতাংশ পেকে গেছে। তার বয়স সবে মাত্র 18 বছর সে আমাকে বলছে যে তার নাকি বয়স যখন 9 বছর তখন থেকেই এমন অবস্থা।

IMG_20240128_160111.jpg

সকালে প্রচুর পরিমাণ গরম থাকলেও বিকাল হতে না হতেই আকাশ মেঘলা হয়ে এসেছে মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়বে। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে ততই যেন মেঘ বেড়েই চলেছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের দিকে ঝুমঝুম করে বৃষ্টি হলো প্রায় ১৫ মিনিটের মতো। মালয়েশিয়া এই জিনিসটা খুবই ভালো লাগে সকালে বৃষ্টি হলে বিকালে রোদ থাকে আবার বিকালে বৃষ্টি হলে সকালে রোদ হওয়ার সম্ভাবনা থাকে।

IMG_20240128_152335.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যা ৭ টার সময় বাসায় এসে প্রথমে মাগরিবের নামাজ আদায় করে নিলাম এরপর গোসল করে ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করি। আজকে রান্না করেছি ছাগলের মাংস ভুনা। আপনাদের লোভ হলে আমার করার কিছু নাই আমি এই মাংস খেয়ে হজম করে ফেলেছি তাই যদি আপনারা লোক দেন এতে আমার কিছু হবে না।

IMG_20240128_222239.jpg

তো যাই হোক রাতের রান্না শেষ করে এরপর এশার নামাজের পরে লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম। তো বন্ধুরা এভাবে আমার একটি দিন অতিবাহিত হল এবং পর্যায়ক্রমে আপনাদের কাছে শেয়ার করছি আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 7 months ago 

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করেকাজের উদ্দেশ্য বেরিয়ে পড়েছিলেন। তারপর সারাদিন বেশ ব্যস্ত সময় পার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করার জন্য।

 7 months ago 

প্রবাস জীবন মানেই ব্যস্ততার দিন প্রতিটি ঘন্টার কাজ আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি করে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 7 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 7 months ago 

Thank you so much for supporting me ❤️❤️

 7 months ago 

ভাই আমরা শীতের কারণে মরতেছি আর আপনারা গরমের কারণে 😆😆 আর হ্যাঁ আমরা কোন জায়গায় চাকরি করলে সেখানে হঠাৎ মুহুর্তে মিটিং ডাকে সেটা আমি অনেক চাকরিজীবীর মুখে শুনেছি।। আর হ্যাঁ আমার মাথার অনেক চুল পেকে গেছে ভাই।।

চুল যেন আর না পাকে এরকম কোন উপদেশ থাকলে অবশ্যই জানাবেন।।

 7 months ago 

ভাই আপনাদের শীত একটু মালয়েশিয়াতে দেন যাতে করে আমরা শীত গরম অনুভব করতে পারি। বেশ মজার কমেন্ট করেন ভাই কমেন্ট পড়তে কমেন্ট করতে বেশ ভালই লাগে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি করে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 7 months ago 

ভাই আপনার গরম আমাদের এখানে পাঠিয়ে দেন যাতে করে আমরা একটু গরম অনুভব করতে পারি।।

 7 months ago 

পৃথিবীটা এক আশ্চর্যের জায়গা, এর এক প্রান্তে গরমে মানুষ হিশফিস করে অন্য প্রান্তে ঠান্ডায় জমে যাচ্ছে।

আপনাদের ওখানে গরম আর প্রায়ই দেখি বৃষ্টি হয়, এটা কিন্তু খুব ভালো আবহাওয়া।

 7 months ago 

আল্লাহ সুবহানাতায়ালা পৃথিবীতে তার নিপুন হাতে নিখুঁতভাবে তৈরি করেছেন যেখানে যে জিনিস প্রয়োজন ঠিক সেই জিনিসটাই দিয়ে রেখেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি করে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 7 months ago 

যেহেতু সকালে আপনার অফিস থাকে তাই প্রতিদিন আপনাকে সকাল ৬:৩০ মিনিটে উঠতে হয় । সাড়ে সাতটার দিকে কোম্পানির গাড়ি আসলো আপনি তাতে করে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন

জ্যামের হাত থেকে কোন দেশেই মুক্তি পাচ্ছে না। আমরা বাংলাদেশ কঙ্কনে শীতে কাঁপছে আর মালয়েশিয়া গরম তাপে পুড়ছে সত্যি আজব এই পৃথিবী। দুপুর তিনটার সময় জরুরী মিটিংয়ে সবাই যুক্ত হয়েছেন এবং আপনাদের মাসের শেষে কতটা কাজ এগিয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

হ্যাঁ এখন চুল পাকা দেখে বয়স নির্ধারণ করা যায় না কারন মানুষের বিভিন্ন কারণে চুল পাকতে পারে হরমোনের সমস্যা হলে চুল পাকে ,খাদ্যের অভাবে অনেক সময় পুষ্টি গুণের অভাবে চুল পাকে ।আমার মনে হচ্ছে মালয়েশিয়াতে যে পরিমাণে সূর্যের রোদের তাপে সব চুল পেকে যাচ্ছে ।আপনার কর্মব্যস্ত দিনটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য রইল শুভকামনা ।

 7 months ago 

মালয়েশিয়ায় জ্যাম লেগে থাকলেও বেশি সময় এই জ্যাম থাকে না অল্প কিছু সময়ের মধ্যে ক্লিয়ার হয়ে যায় বাংলাদেশের মতো নয় ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগেই থাকবে।

তবে কমবেশি জ্যাম থাকেই কেননা এ দেশের প্রত্যেকটি মানুষের বাড়িতে তিন থেকে চার কাম করে মাইক্রো গাড়ি রয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58034.65
ETH 2448.81
USDT 1.00
SBD 2.38