Better Life With Steem || The Diary game || 28 December 2023||

in Incredible India5 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম।

IMG_20231228_182910.png

Good morning 🌅

প্রতিদিনের মতো আজ ও ৬:৩০ মিনিটে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো তবে এলাম টা বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না মাথায় যে ফরজ নামাজের চিন্তা রয়েছে এই জন্য।

IMG_20231228_170850.jpg

যা হোক ঘুম থেকে উঠে হাঁপ গ্লাসের মত পানি পান করে ওযু করে ফরজের নামাজটা আদায় করে নিলাম তারপর কিছুক্ষণ সময় বসে বসে জিকির করলাম কতক্ষণে সাতটা দশ বেড়ে গিয়েছে এবার গোসল করে কিছু না খেয়েই টিফিন ক্যারিয়ারে ভাত এবং তরকারি গুছিয়ে নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়লাম।

আজকে সকালে রাস্তায় তেমন কোন জ্যাম ছিল না এজন্য খুব দ্রুতই আমরা কোম্পানিতে পৌঁছে গেছি এবং রাস্তায় সুন্দর একটি দৃশ্য সেটি আমার ক্যামেরায় ধারণ করেছি এদিকে সূর্য উঠছে ওপার দিকে রাস্তার সাইডে কারেন্টের পিলারে বাতি জ্বলছে। ‌।

IMG_20231228_073702_1.jpg

দৃশ্যটা খুবই সুন্দর আমি যখন ছবি তুলেছি তখন বুঝতে পারি নাই তবে যখন ছবিটা ভালো করে খেয়াল করছি তখনই আমার চোখে এই দৃশ্যটি ধরা পড়ছে ‌।

কোম্পানিতে এসে আমার বিড়াল গুলোকে আগে খেতে দিয়েছি তারপর কিছু সময় কমিউনিটির ভিতর ঢুকে কয়েকটি কমেন্ট করেছি।

IMG_20231228_181913.jpg

আজকে সকালে ব্যাতিক্রম ধরনের কাজ করতে হচ্ছে। আপনার ছবি দেখতে পাচ্ছেন খুব উচাতে ওঠে দুইজন ব্যক্তি টিং ঠিক করছে। এগুলোকে বলা হয় মালয়েশিয়ার ভাষায় লঙ্কান পাচাং করা। এই কাজগুলো প্রচুর পরিমাণ রিস্ক তবুও করতে হয় মাঝে মাঝে ।আমার উপরে উঠতে ভয় করে তাই আমার সঙ্গী সাথীরা উপরে উঠছে আর আমি নিচে থেকে পাইপগুলো ঠিক করে দিচ্ছি।

IMG_20231228_161536.jpg

দুপুর বেলা,

দুপুরের সময় তেমন কোন কাজ করা হয় নাই একটা ৫০ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে ৪৫ মিনিট মতো রেস্ট করেছি তারপর ঘুম থেকে উঠে। দেখলাম যে ক্রেন এসেছে একটি তেল উত্তোলন করা পাম্প বের হবে। এই পাম্পগুলো খুবই ভারী একটি ওজন ৩৮ থেকে ৪০ টন।

IMG_20231228_161552.jpg

এই পাম্পগুলো ক্রেন ছাড়া কোনভাবে উঁচু করা সম্ভব নয় বড় ফক্যালিপ দিও এই পামগুলো উত্তোলন করা যায় না। কাজ শেষ করতে না করতেই আকাশে মেঘ ২-১ফোঁটা বৃষ্টি পড়ছে দ্রুত পামটি ট্যাকের ভিতরে লোড করে দিয়েছি।

IMG_20231228_161609.jpg

বিকাল বেলা,

কাজ শুরু থেকে যত সহজ মনে হয় করতে গেলে তার চেয়ে বেশি কঠিন সামান্য একটি পাইপ ওয়েল্ডিং করতে হচ্ছে মাটিতে শুয়ে পড়ে কেননা এই পাইপ গুলো নিখুঁতভাবেই করতে হবে তা না হলে লিকুইড লিক করবে আর এমন জায়গায় পাইপটি রয়েছে শুয়ে না কাজ করলে কোন ভাবে সম্ভব না ওয়েল্ডিং করা। শুয়ে বসে দাঁড়িয়ে যখন যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই করতে হয় প্রতিটা কাজ।

IMG_20231228_161422.jpg

ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে এবার‌ নিচে যে ট্যাংকিটা দেখতে পাচ্ছেন সাদা কালারের এটা এখন পরিষ্কার করব পানি আর কাপড় কাচা পাউডার দিয়ে। বেশ ভালো করে ডলে ডলে ধুয়ে তারপর শুকিয়ে উঠলে আবার এটি কি পেন্টিং করব সাদা কালারের। পানির মেশিন সহ ছবিটি উঠিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে এর গায়ে পানি ব্যবহার করি।

IMG_20231228_175040.jpg

সন্ধ্যা বেলা,

সাতটার সময় ডিউটি শেষ হয়ে এসেছে এবার রুমে যাব। রুমে আসতে প্রায় ১৫ মিনিট মতো লেগেছে ।রুমে এসেই আগে মাগরিবের নামাজটা আদায় করে নিয়েছি তারপর আমার বন্ধুর সাথে তার রান্নার কাজে সাহায্য করছি। রান্না শেষ হয়ে গেলে গোসল করে সর্বশেষ লিখতে বসেছি ৮:১৫ মিনিটে। আমার একটি দিনের কার্যক্রম।
IMG_20231228_194733.jpg

তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন ‌।

Sort:  
Loading...
 5 months ago 

ছবিটা সত্যিই খুব সুন্দর তুলেছেন, একদিকে সূর্য উঠছে অন্যদিকে রাস্তার বাতিস্তম্ভের বাতি তখনও নেভেনি। আপনি নিজে না খেয়ে সকালে বেরিয়েছেন আর কোম্পানিতে গিয়ে সবার আগে বিড়ালগুলোকে খেতে দিয়েছেন। আপনি সত্যিই একজন পশুপ্রেমী মানুষ।

লঙ্কান পাচাং করা সত্যি যথেষ্ট রিস্কের কাজ। আমারও উপরে উঠতে ভয় লাগে যে কারণে আমি মেলায় নাগরদোলা চড়তে পারি না। আপনাকে প্রতিদিন কোম্পানিতে গিয়ে যথেষ্ট পরিশ্রমসাধ্য কাজ করতে হয়। আমার তরফ থেকে আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন।

 5 months ago 

আপনি খুব ভোরে ঘুম থেকে উঠলেন।নামাজে আদায় করে,গোসল করে, খাবার নিয়ে, কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। যাত্রাপথে সুন্দর একটি ফটোগ্রাফি করলেন। অতঃপর আপনার সারাদিনের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা দিলেন। পড়ে মনে হল এগুলো যথেষ্ট জটিল এবং রিস্কিও। কিন্তু কতটা সহজ ভাবে অবলীলায় আপনারা কাজ করে যাচ্ছেন। এজন্যই প্রবাসীদেরকে সর্বদা সম্মান জানানো উচিত। সন্ধ্যায় ঘরে ফিরে আপনি মাগরিবের নামাজ পড়ে নিলেন এরপর রান্না শেষ করে নিলেন। সব মিলিয়ে বেশ ব্যস্ত একটা দিন আপনি পার করলেন।

 5 months ago 

আপনি কোম্পানির পরিহিত পোশাক পড়ে কাজ করছেন। আজ খুব একটা কাজ ছিল না দুপুরের পর তাই তো বেশি ঘুমায় রেস্ট নিয়েছে। রেস্ট নেওয়ার পর তেল ভর্তি পাম্প চলে আসছে। এগুলোর অনেক ওজন প্রায় ৪০ টনের মত। তোর স্বাভাবিক বুঝা যায়, অনেক পরিশ্রমের কাজ করতে হয় আপনাকে। বাসায় এসে আবার নিজের কাজ নিজেকে করতে হয়। ধন্যবাদ আপনাকে দিন লিপি টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 62423.21
ETH 2897.82
USDT 1.00
SBD 3.56