Better Life With Steem || The Diary game || 27 December 2023|| ব্যস্তময় একটি দিন অতিবাহিত হল।

in Incredible India9 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম।

IMG_20231227_140349.png

শুভ সকাল🌄

আজ আমি ৫:৪০ মিনিটে সকালে সজাগ পাই কিন্তু আমার অ্যালার্ম দেবা ৬:৩০ মিনিটে আমি প্রতিদিন ছয়টা ত্রিশ মিনিটে ঘুম থেকে উঠি এবং ফরজের নামাজ আদায় করি কিন্তু গতকালকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় এবং তখনই উঠে ফ্রেশ হয়ে। ৬:১০ মিনিটের দিকে ফজরের নামাজ আদায় করি।

IMG_20231227_075942.jpg

নামাজ পড়া শেষ হলে প্রতিদিনের মতো আজও দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিয়ে কাজের উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে পড়ি। আপনারা তো জানেন আমরা মিনি বাসে করে ডিউটিতে যাই কিন্তু আজ দেখি আমাদের মিনি বাসটি নষ্ট হয়ে গেছে তাই আমাদেরকে যে আংকেল নিয়ে যায় তার নিজস্ব একটি প্রাইভেট কার নিয়ে এসে আমাদেরকে কাজের জায়গা পৌঁছে দেয়।

IMG_20231227_074504.jpg

আমি কোম্পানিতে পৌঁছেই আমার কোম্পানির সামনে থেকে একটি ছবি উঠেছি। সূর্য উঠছে তবে হালকা কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না। তারপর আমি আমার পোষা বিড়াল গুলোকে যখন খেতে দিতে যাব তখন দেখি ইন্দোনেশিয়ার একটি আঙ্কেল সে বিড়ালের জন্য খাবার কিনে নিয়ে এসেছে এবং আমার বিড়াল গুলোকে খুব যত্ন করে খেতে দিচ্ছে।

IMG_20231227_083640.jpg

দুপুরবেলা,

আজ সকাল থেকে প্রচুর কাজের চাপ কেন না আজকে আমাদের কোম্পানিতে প্রচুর পরিমাণ ট্যাংকি ঢুকবে তাই সেগুলো আনলোড করতে হবে ক্রেনের সাইজে। টানা রোদ্দুরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাজগুলো করতে হয় যেদিন আমাদের এই কাজগুলো করতে হয় সেদিন প্রচুর পরিমাণ শরীর থেকে ঘাম ঝরে প্রচন্ড রোদের কারণে।

IMG_20231227_094739.jpg

মালয়েশিয়া দুপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকে ৪০° ডিগ্রি সেলসিয়াস যা বাংলাদেশ চৈত্র বৈশাখ মাসের সমান এমন তাপমাত্রা প্রতিনিয়তই থাকে। তাই মালয়েশিয়ায় যাহারা বাহিরে কাজ করে তাদের জন্য খুবই কষ্টকর।

IMG_20231227_094745.jpg

দুপুর দুইটা চল্লিশ মিনিটে জোহরের নামাজ আদায় করে এবার কিছুক্ষণ সময় বিশ্রাম করতে বসলাম কেননা আজ অনেক কষ্ট হয়েছে তাই আগে থেকেই বিশ্রামে বসে গিয়েছি আনুমানিক ৪০ মিনিট মতো বিশ্রাম করে আবারো কাজ করতে শুরু করি।

IMG_20231227_144954.jpg

সন্ধ্যা বেলা

সন্ধ্যায় তো আরেক সমস্যার সম্মুখে বাসায় গিয়ে দেখি লবণ ও তেল শেষ হয়ে গিয়েছে তাই আবার দোকানে আসে দোকানে থেকে লবণ , তেলো আরো কয়েকটি জিনিস কিনে বাসায় যাই। আপনাদের একটু জানিয়ে রাখি যে মালয়েশিয়ায় ১ কেজি লবণের দাম এক রিঙ্গিত ৫০ সেন্ট। যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৫ টাকা। তবে মালয়েশিয়ায় একটি জিনিসের দাম খুবই সস্তা সেটি হলো রান্নার তেল ১ কেজি তেলের দাম মাত্র ২ রিংগিত ৫০ পয়সা যা বাংলাদেশী টাকায় ৬৫ টাকার মতো।

IMG_20231227_163559.jpg

দোকান থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে নিলাম তারপর আমার বন্ধু আর আমি মিলে রান্না শেষ করি আমি গোসল করে কিছু সময় বাড়িতে কথা বললাম তারপর লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম আর এভাবে শেষ হলো আমার ব্যস্তময় একটি দিন।

তো বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 9 months ago 

প্রবাসী জীবন মানেই কষ্টের জীবন। তার মধ্যে আপনারা যারা বাহিরে কাজ করেন তাদের জন্য তো আরো বেশি কষ্ট। জেনে অবাক হলাম যে আপনার ওখানে সর্বনিম্ন তাপমাত্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি কষ্টকর পরিস্থিতি আপনাদের যায় কাজের সময় তা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আপনি খুব ভোরে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে কাজের জন্য চলে গেলেন। দিনভর অত্যন্ত পরিশ্রম করে সন্ধ্যায় ঘরে ফিরে দেখলেন তেল আর লবণ নেই। তবে আপনাদের ওখানে তেল বেশ সস্তা। তাই বলে আবার বেশি বেশি তেল খাবেন না। সব মিলিয়ে আপনি বেশ ব্যস্ত একটা দিন পার করলেন।

 9 months ago 

না আপু বেশি বেশি তেল খাই না তবে বাংলাদেশে যেভাবে রান্না করে অল্প তেল দিয়ে আমার আম্মারা সেভাবে রান্না করতে পারি নাই তাই একটু তেল বেশি দেওয়া লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

বিড়াল খুবই শান্তিপ্রিয় একটা প্রাণী তাই হয়তোবা সবাই এটাকে অনেক বেশি পছন্দ করে। আজকে আপনি খাবার দেয়ার আগে একজন আঙ্কেল তাদেরকে খাবার দিয়ে দিয়েছে। আপনাদের কাজ অনেক বেশি কষ্টের এত বড় বড় ট্যাংক উঠানো এবং তৈরি করা অনেক কষ্টের একটা বিষয়। তারপরেও প্রবাস জীবনের সব কষ্ট সহ্য করে কাজ করতে হয়। ধন্যবাদ আপনাকে আপনার একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

গতকাল বেশ সকাল সকাল ফজরের নামাজ আদায় করে নিয়েছেন। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্যই এটা আপনার পক্ষে সম্ভব হয়েছে।

সর্বনিম্ন ৪০° ডিগ্রি তাপমাত্রায় একটানা রোদের মধ্যে থেকে কাজ করা সত্যিই খুব কষ্টকর।

সারাদিন খাটাখাটনির পর বাসায় ফিরে আর বের হতে ইচ্ছা করে না। কিন্তু বাধ্য হয়েই সন্ধ্যা বেলা আপনাকে আবার বাইরে বের হতে হলো লবণ ও তেল কেনার জন্য। রান্নার তেল সত্যিই মালয়েশিয়ায় অনেকটা সস্তা ভারত বা বাংলাদেশের থেকে।

আপনাকে ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 9 months ago 

আপনারা প্রতিদিনই যে গাড়িতে যান।। সেটি নষ্ট হওয়ার জন্য গাড়ির ড্রাইভার তার নিজস্ব গাড়ি নিয়ে আপনাদেরকে নিয়ে যান।। দেখে ভালো লাগলো ইন্দোনেশিয়ার এক ভাই বিড়ালকে খাবার খেতে দিচ্ছে।।

আজকে বাসায় এসে দেখেন তেল ও লবণ নেই তাই বাজারে গিয়েছিলেন তেল ও লবণ সাথে অন্য কিছু জিনিস কেনার জন্য।। ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 9 months ago 

আপনাদের দিন লিপি টি পড়ে জানতে পারলাম, খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিয়েছেন এবং যথারীতি খাবার রেডি করে অফিসে চলে গিয়েছেন। মালয়েশিয়া তাপমাত্রা ৪০ ডিগ্রি যা অনেক বেশি। ৪০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করা আসলে অনেক কষ্টসাধ্য
ব্যাপার। তারপর বাসায় এসে দেখেন লবণ তেল কিছুই নেই আরেক সমস্যা। দোকানে গিয়েছেন এগুলো কিনার জন্য। চাকরির ঘর দুটোই সামলাতে হয়। বলার অপেক্ষা রাখে না অসহনীয় পরিশ্রম করছেন। দোয়া করি আল্লাহ আপনার ইচ্ছা পূর্ণ করুক। ধন্যবাদ আপনাকে আপনার দিনের কার্যক্রম গুলো আমাদের সাথে
শেয়ার করার জন্য।

 9 months ago 

আপনার দিনলিপি পরে খুব ভালো লাগলো প্রতিদিনের মতো সকাল বেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সালাত আদায় করে নিলেন তারপর অফিসে যাওয়ার জন্য খাবার রেডি করে নিলেন। প্রবাসী জীবন মানেই কষ্টকর জীবন কাটানো নিজের হাতে সবকিছু করে খেতে হয়৷। এবং সারাদিনই পরিশ্রমের পরও আবার রান্না করে এসে খেতে হয়।

সবকিছু মিলিয়ে আপনার দিনটি খুব সুন্দর ভাবে
কাটালেন থ্যাঙ্ক ইউ।

 9 months ago 

সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এর মতোই টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে কাজের জায়গায় রওনা দেন। কিন্তু আপনাদের মিনিবাসটি নস্ট হওয়ার জন্য অন্য একটা গাড়িতে করে কাজের জায়গায় যান।
আজকে আপনাদের কাজের জায়গায় অনেক ট্যাংক ঢুকবে।তবে এত গরমে বাইরে কাজ করা যে কতটা কস্টকর সেটা বুঝতে পারছি।
আপনি আপনার ব্যাস্ততাপূর্ন একটা দিন আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

কথায় আছে কষ্ট না করলে তো আর কেষ্ট মেটে না । আমাদের কষ্টের কারণে পাঁচ জন সুখে থাক এটাই আমাদের কাম্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 9 months ago 

প্রবাসের জীবন যে কষ্টের সেটা আপনার পোস্ট পড়লে বারবার বুঝতে পারি। অনেক কষ্ট করেন সারাটা দিন। এরপরে আবার নিজের রান্না করে খেতে হয় সারাদিন বাহিরে কাজকর্ম করে এসে রাতে রান্না করতে গিয়ে দেখলেন তেল লবণ শেষ হয়ে গিয়েছে।

এত কম দামে তেল পাওয়া যাচ্ছে বাংলাদেশে কিছু পাঠিয়ে দেন 😀 ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.97
ETH 2392.47
USDT 1.00
SBD 2.60