Better Life With Steem || The Diary game || 26 June 2024 |স্মরণীয় একটি দিন অতিবাহিত হল।

in Incredible India16 days ago

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। বন্ধুরা আপনাদের মাঝে আবারো নতুন একটি দিনের কার্যক্রম নিয়ে উপস্থিত হয়েছি। অন্যান্য দিনের চাইতে আজকের এই দিনটা অনেকটাই স্পেশাল একটি দিন।

IMG_20240626_122616.jpg

প্রতিদিন যেমন অ্যালমের শব্দে ঘুম ভাঙ্গে তারপর ফরজের নামাজ আদায় করে নেই। তবে গতকালকে এলার্ম দিও ছিল না এই জন্য ঘুম ভাঙ্গছে অনেক দেরিতে প্রায় সাতটা বেজে ৫ মিনিট অতিবাহিত হয়ে গিয়েছিল এই জন্য আর ফরজের নামাজ আদায় করতে পারি নাই।

IMG_20240626_074133.jpg

এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম আজকে সকালে আর দুপুরের খাবার টিফিন ক্যারিয়ারে সাজাতে হয় নাই কেননা আজকে আমাদের সেফটি ডে ২৫০০ দিন উদযাপন করবে আর এই উদযাপন উপলক্ষে আমাদেরকে দুপুরে খেতে দেবে কোম্পানি।

IMG_20240626_113600.jpg

সকাল থেকে কোম্পানি পরিষ্কারেথ কাজে ব্যস্ত ছিলাম অন্য কোন কাজ করি নাই। কেননা আজকে আমাদের কোম্পানির সবচেয়ে বড় পর্যায়ের একটি বস আসবে ফ্রান্স থেকে। আমাদের কোম্পানি মূলত ফ্রান্সের একটি কোম্পানি তাই যখনই ফ্রান্স থেকে আমাদের কোম্পানিতে কোন বস আসে তখন ফ্যাক্টরির সমস্ত জিনিস গুলো গুছিয়ে রাখতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা প্রতিদিনই পরিষ্কার-পরিচ্ছন্ন করি তবে বস আসলে আরো বেশি পরিষ্কার করতে হয় যাতে করে কোন কমপ্লেন না দিতে পারে।

দুপুর বেলা

দুপুর বারোটা দশ মিনিট থেকে আমাদের মিটিং শুরু হল প্রায় এক ঘন্টার মত মিটিং হয়েছে আমি আগেই বলেছিলাম যে আমাদের কোম্পানিতে খুব বড় ধরনের একটি বস আসবে আর সেটি হল এই মহিলা ইনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেকনোলজি সম্পর্কে তার অধিক জ্ঞান। এখন মূলত সেফটি নিয়ে বেশি কাজ করে থাকেন।

IMG_20240626_122551.jpg

এই বস যেহেতু ফ্রান্সিস তাই এর মাতৃভাষা ও ফ্রান্সিস তাই সে ইংলিশে বক্তব্য দিচ্ছিল তার পাশাপাশি মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে দিয়েছিলেন আমাদেরই কোম্পানির একজন সেফটি বস। বোঝার সুবিধার্থে মালয়েশিয়ান ভাষায় ট্রান্সলেশন করে দিচ্ছিল কেননা অনেকেই রয়েছে তারা ইংলিশ খুব একটা পারদর্শী নয়।

IMG_20240626_122623.jpg

মিটিং করা শেষ হলে এবার কেক কেটে উদযাপন করা হলো ২৫০০ দিন এলটিএ ফ্রি। এর মানে হলো যে , এই ২৫০০ দিনের ভেতরে কোন প্রকার বড় ধরনের এক্সিডেন্ট হয় নাই আমাদের কোম্পানিতে। এক্সিডেন্ট না হওয়ার কারণে কোম্পানির কোন লস্ট টাইম এখানে নাই। সেফটি মেনটেন করে কাজ করলে আমাদের যেমন শরীর ভালো থাকে তেমনি করে আমাদের কোম্পানিও লাভবান হয়। সেই সাথে বছরে বড় ধরনের একটি বোনাস আমাদেরকে দেয়া হয়।

IMG_20240626_124035.jpg

দুপুরের খাবারের খুব সুন্দর আয়োজন করছেন অনেকটা বুফের মত আয়োজন করেছেন অফিসের ভিতরেই, তবে এগুলো সব বাইরের থেকে অর্ডার করে নিয়ে আসা। দুপুরের খাবারের আইটেম ছিল বিরানি ,ডিম ভুনা, মুরগির মাংস, তিন থেকে চার প্রকার মিক্সচার করে এক ধরনের সব্জি। এর পাশাপাশি রয়েছে কেক ও তিন প্রকার ফল।

IMG_20240626_124043.jpg

বিকাল বেলা

আজকে যেহেতু কোম্পানির ভিতর এমন আনন্দময় মুহূর্ত ছিল তাই আমরা অন্য কোন কাজ করি নাই শুধুমাত্র সেখানে গিয়ে বড় বড় বাসদের বক্তব্য শুনেছি মেটিং আর খাওয়া-দাওয়া তে প্রায় আমাদের পাঁচটা বেজে যায় এরপরে আমরা বাসায় আসি।

IMG_20240626_123641.jpg

বাসায় এসে আমি গোসল করে দ্রুত ঘুমিয়ে পড়ি কেননা আগের দিন রাত্রে খুব ভালো ঘুম হয় নাই এই কারণে আর ঘুম থেকে উঠেই লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম।

তো বন্ধুরা আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 16 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি প্রতিদিনের কার্যক্রম আপনি আমাদের সাথে শেয়ার করেন তার জন্য। এবং আজকে আপনার অফিসে এত সুন্দর একটি মুহূর্ত পালন করেছেন যেটা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন আপনি

 16 days ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। প্রতিটা অনুষ্ঠান আমাদের জন্য অনেক আনন্দদায়ক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 13 days ago 

আপনার মূল্যবান সময় কি বের করে আবারও আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।

 15 days ago 

প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে অন্যান্য দিনের মত সাথে খাবার নিয়ে যেতে হয়নি। কারণ আপনাদের কোম্পানিতে একটা মিটিং আছে। আর সেখানে দুপুরে খাবার দেওয়ার কথা ছিল।
যাক, আপনার পোস্ট পড়ে আজকে একটি বিষয় জানতে পারলাম। আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেটা ফ্রান্সের কোম্পানি। মিটিং শেষ করে দুপুরের খাবার খেয়েছেন।

একটি স্মরণীয় দিনের ঘটনা তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 15 days ago 

ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার কমেন্ট পড়ে মনে হল যে যথাযথভাবে আমার লেখাটি পড়েছেন হ্যাঁ ভাই আমি যে কোম্পানিতে জব করি এটা ফ্রান্সিস কোম্পানি।

 13 days ago 

আমি আগের অনেক কষ্ট দেখেছিলাম আপনাদের কোম্পানি থেকে মাঝে মাঝেই দুপুরের খাবার দেওয়া হয়।। আর সেদিন আপনাদের অনেক ভালো হয় কারণ খাবার নিয়ে যেতে হয় না।। আপনারা ফ্রান্সের কোম্পানিতে চাকরি করেন এটা আমি এর আগে মনে হয় শুনেছিলাম।। ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।।

 9 days ago 

ওরে বাবা তার মানে আজকের দিনটা আপনাদের অনেক বেশি ব্যস্ততা এবং আনন্দের মধ্যেই কেটে গিয়েছে। আপনাদের কোম্পানির মধ্যে বেশ সুবিধা রয়েছে। যতটুকু আপনার পোস্ট পরিদর্শন করে বুঝতে পারলাম। এটা একদম ঠিক কাজ করেছেন রাত্রে বেলা ঘুম ভালো না হলে, দিনের বেলা সেই ঘুম যেতে হয়। তা না হলে কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। ধন্যবাদ আপনার স্মরণীয় দিনের মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44