Better Life With Steem || The Diary game || 25 -November 2024 .
অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শুভ সকাল
গতকাল রাতে মাথা যন্ত্রণা করছিল ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়ি খাওয়া-দাওয়া শেষ করে কোনরকম দেরি করি নাই। সকাল সকাল ঘুমিয়ে ছিলাম বলে পাঁচটা ত্রিশ মিনিটে ঘুম ভেঙ্গে যায় । ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে আবার কিছু সময় ঘুমিয়ে পড়ি এরপর ছয়টার সময় ঘুম থেকে উঠে ফরজের নামাজ আদায় করে কিছু সময় দোয়া-দুরুদ পাঠ করি।
এরপর জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রাত থেকে কিভাবে সকাল হচ্ছে ধীরে ধীরে সেটা অনুভব করছিলাম। এছাড়াও সকালের ঠান্ডা বাতাস গায়ে লাগাচ্ছিলাম জোরে জোরে নিঃশ্বাসের ব্যায়াম করছিলাম । কেননা খুব সকালবেলা বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচাইতে বেশি থাকে। তাইতো অধিকাংশ ডাক্তার পরামর্শ দিয়ে থাকে সকালে সকাল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সেসাইজ করতে।
যাই হোক ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে একটু আগে থেকেই বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমাদের মিনি বাস এখনো এসে পৌঁছায় নাই পাঁচ মিনিট যেতে না যেতেই আমাদের মিনি বাস চলে আসে এরপর আমরা কোম্পানিতে গিয়ে পৌঁছালাম।
বাসা থেকে আজও কিছু খেয়ে যায় নাই তাই কোম্পানিতে গিয়ে বিস্কুট দিয়ে সকালের নাস্তা করে তারপরে প্রতিদিনের মতো কাজ করতে শুরু করছি।
দুপুর বেলা
সকাল থেকেই অনেকটাই পরিশ্রমের কাজ করতে হচ্ছে । আজকে এই ট্যাংক গুলো পরিষ্কার করতে হচ্ছে ওয়াটার জেট দিয়ে পানি মেরে তারপর কাপড় ধুয়া হুইল পাউডার দিয়ে পরিষ্কার করছি।
এই কাজগুলো অনেকটাই পরিশ্রমের মাঝেমধ্যে সারাদিন এই কাজের মধ্যেই থাকতে হয় । আর আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজেই করতে হবে সুপারভাইজার তেমনটাই আদেশ করলেন । মানে এক লাইনে পাশাপাশি তিনটা ট্যাংক সবগুলোই আজকে শেষ করা লাগবে।
পরিশ্রমের কাজ করলেই দুপুরে খেতে দেরি ঘুম আসতে দেরি হয় না । অন্য ব্যক্তিদের কেমন হয় সেটা বলতে পারবো না তবে আমি পরিশ্রমের কাজ করলে সেদিন প্রচুর পরিমাণ ঘুমাতে পারি। শরীরটা একটু দুর্বল থাকে তবে ভালো লাগে।
বিকাল বেলা
বিকাল পাঁচটার সময় বাসায় এসে প্রথমে আসরের নামাজ আদায় করে নিলাম তারপর গোসল করে ফ্রেশ হয়ে মেগির স্যুপ বানিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে মাঝেমধ্য মেগি স্যুপ খাইতে। সু্প বানাতে বানাতে বৃষ্টি পড়া শুরু হলো।
বেলকুনির পাশে বসে খুব মজা করেই বিকাল বেলা মেগির স্যুপ খাইলাম বাহিরে বৃষ্টি পড়ছে হঠাৎ নজর গেল একজন ছাতি মাথায় দিয়ে যাচ্ছিল তার উপরে পাঁচ তলা থেকে ছাতি মাথায় দেওয়া ছবি কেমন হয় সেটা দেখার জন্য ফোনটা বের করেই একটা ছবি উঠিয়েছি।
সন্ধ্যাবেলা
সন্ধ্যা ৭:১০ মিনিটে মাগরিবের নামাজ আদায় করে তারপর বাড়িতে কথা বলছিলাম আজকে আবার নাকি ছোট বোন এসেছে তার মেয়ে আমার সাথে কথা বলার জন্য তার মায়ের হাতে থেকে ফোনটা নিয়ে আমার সাথে কথা বলা শুরু করছে।
ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে।
যাই হোক মামা ভাগ্নে কিছু সময় দুষ্টামি করলাম এখনো ঠিকমতো কথা বলতে পারে না তবে অনেকটাই বোঝে যদি বলা হয় তোমার দাঁত দেখি তো তখন দাঁত দেখাই । তারপর যদি জিজ্ঞাসা করি তোমার হাত কোথায় তখন হাত দেখায়। ছোট বাচ্চারা যখন অল্প অল্প বুঝতে শিখে তখন তাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা এই ছিল আমার একটি দিনের কার্যক্রম আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন । এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।