Better life with steem || The Diary Game || 12, January, 2024 || শুক্রবার দিনের ব্যস্তময় মুহূর্তগুলো।

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম তার পাশাপাশি শুক্রবারের দিনের ব্যস্তময় সময় সম্পর্কে।

IMG_20240112_125604.jpg

সকাল বেলা

শুক্রবারে দিনটা মুসলিমদের জন্য অনেক বড় একটি নিয়ামতের দিন আর এই দিনকে বলা হয় সপ্তাহের ঈদের দিন তাই শুক্রবারে দিনটা একটু অন্যরকম ভাবেই প্রস্তুতি নিতে হয় আজকে সকালে ঘুম ভাঙ্গছে পাঁচটা পঞ্চাশ মিনিটে যদিও আমার অ্যালার্ম দেওয়া থাকে ছয়টা ত্রিশ মিনিটে। ৫:৫০ মিনিটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওযু করে তারপর ফরজের নামাজ আদায় করে নিলাম।

এরপর সূরা কাহাফ এর ৩২ আয়াত পর্যন্ত তেলাওয়াত করতে পেরেছি ততক্ষণে আমার সাতটা 10 বাজে এরপর ডিউটিতে যাওয়ার জন্য গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমার বন্ধু সে দুপুরের খাবার গুলো টিফিন বক্সে ভরে নিয়েছে।

পাঁচ তলা থেকে নিচে নেমে দেখি আমাদের মিনি বাসটি এখনো আসে নাই তাই কিছুক্ষণ সময় বসে রইলাম এবং গাড়ি পার্কিং এর সামনে খুব সুন্দর একটি ব্লু কালারের চোখ জুড়ানো একটি গাড়ি আমার নজরে আসে আর এটাই সেই গাড়ি যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল।
IMG_20240112_072727.jpg
ইচ্ছা আছে এমন একটি গাড়ি কিনব এটা বলা যাই আমার একটি শখ। অবশ্য আপনাদের শখ কমেন্টের মাধ্যমে জানাবেন।

IMG_20240112_072705.jpg

সকাল দশটার দিকে আমার বিড়াল গুলোকে যখন খেতে দিতে গিয়েছি তখন দেখি আমার মালয়েশিয়ান এক বন্ধু সে আমার একটি বিড়ালের বাচ্চা কোলে নিয়ে কত সুন্দর করে আদর করছে আর এই বাচ্চাটি মনে হয়েছে তার কোলে ঘুমিয়ে গিয়েছে। আসলে এই দৃশ্যগুলো আমাদের হৃদয়ে স্পর্শ করে পশুর প্রতি ভালোবাসা আমাদের এমনই হওয়া উচিত। বিশেষ করে আমার বিড়ালের এই বাচ্চা গুলো এত সুন্দর হয়েছে যে কেউ দেখলে আদর করবে।

IMG_20240112_093244.jpg

দুপুর বেলা

আপনার অনেকেই জানেন যে জুম্মার দিন আমাদের বিশ্রামের সময় শুরু হয় ১২ঃ৩০ মিনিটে। তবে এর আগেই আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই নামাজে যাওয়ার জন্য তবে আজকে দুপুর রাইস কুকারে ভাত চাপানোর কথা ভুলে গিয়েছিলাম এজন্য না খেয়ে নামাজ পড়তে যাই আর সেখানে গিয়ে শুধু দুই গ্লাস ঠান্ডা শরবত পান করি।

IMG_20240112_130519.jpg

আপনার অনেকেই জানেন যে মালয়েশিয়া ১২ মাসেই গরম পড়ে আর এই জন্য ঠান্ডা শরবত সবসময় মানুষ পান করে থাকে। তো যাই হোক মসজিদে ঢুকে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে কিছুক্ষণ সময় বসে রইলাম আর ইমাম সাহেবের বয়ান শুনছিলাম। তিনি আমাদেরকে বলছিলেন যে ফরজ নামাজের গুরুত্ব সম্পর্কে এবং সেটিও আবার জামাতের সাথে। আসলে প্রত্যেক মুসলিমের উচিত যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত গুলো জামাতের সাথে আদায় করা হয়তো বা কর্মব্যস্ততার কারণে আমরা সবসময় পেরে উঠে না তবে মাগরিব এশা ও ফযর এই নামাজ গুলো যেন আমরা জামাতের সাথে আদায় করি ঠিক ইমাম এই কথাগুলো আমাদেরকে বুঝাইতে ছিলেন।

IMG_20240112_140841.jpg

ফরজ নামাজ শেষ করে যখন ইমাম মোনাজাত করলেন তখনই ফিলিস্তিন ভাইদের নিয়ে অনেক দোয়া করলেন নির্যাতিতো ফিলিস্তিন ভাইদের জন্য প্রত্যেক মুসলিমের দোয়া করা উচিত তারা যেন ইসরাইলে দমনকৃত শাসন থেকে নিরাপদ পাই।

IMG_20240112_125546.jpg

নামাজ শেষ করে এরপর আমরা মসজিদের পাশে একটি নদীর পাড়ে গিয়ে কিছু সময় বসে রইলাম এবং সেখানে গিয়ে যার সেই মতো কিছু ছবি উঠিয়েছি আমিও আমার নিজের ফোনের ক্যামেরা দিয়ে আশেপাশে সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় আবদ্ধ করেছে।

বিকাল বেলা

আজকের সকাল থেকে কাজের প্রচুর পরিমাণ চাপ কেননা আমরা যে ট্যাংকিটা রং করছি তা সামনের সপ্তাহ ডেলিভারি দিতে হবে আর এই কারণেই কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে।
IMG_20240112_173016.jpg

বিকালের সময় সূর্যের উজ্জ্বল রশ্নি আমাদের কোম্পানির ভিতরে ঢুকেছিল আর তখনই এই ছবিটা উঠিয়েছি। বিকেল পাঁচটা ৩০ বাজে তবুও সূর্যের তাপমাত্রা কমে নাই বিন্দুমাত্র এখনো পর্যন্ত ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে।

IMG_20240113_173050.jpg

সন্ধ্যার সময়

প্রতিদিনের মতো আজও আনুমানিক ৭ঃ১৮ মিনিটে রুমে এসে পৌঁছেছি। আর রুমে এসেই প্রথমে মাগরিবের নামাজ আদায় করে নিলাম এরপর আমার বন্ধু আর আমি মিলে রাতের খাবার রান্না ও দুপুরের খাবার একসাথে রান্না করেছি।

তো বন্ধুরা এভাবেই আমার শুক্রবারের দিনটা অতিবাহিত হল আর দিন শেষ আপনাদের কাছে উপস্থাপনা করেছি যদি আমার লেখার ভিতর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 2 years ago 

আজ ছিল শুক্রবার দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে কিছুটা সময় কোরআন তেলাওয়াত করলেন।
ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করলে অনেক ফজিলত পাওয়া যায়।
তাছাড়া প্রত্যেক মুমিন ব্যক্তির উচিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা যদি সেটা অল্প সময় হয় তবুও।
এরপরে আপনি আবার সেই কাজে ছুটেছেন। তবে বিজ্ঞানের দিকটা বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে আপনার।। ধন্যবাদ খুব সুন্দর।

 2 years ago 

সত্যি বলতে বিড়াল আমার খুব প্রিয়। আমার বাড়িতেও বিড়াল আছে। আপনিও বিড়াল পছন্দ করেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

বিড়াল এমন একটি প্রাণী ভাই প্রায় সবার কাছে এই বিড়াল অনেক পছন্দনীয়। বিড়াল খুব সহজে মানুষের সাথে মিশতে পারে এবং আপন করে নিতে পারে আর এই জন্যই মূলত আমার বেশি পছন্দ হয় বিড়াল।

অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে যথাযথ একটি মন্তব্য করার জন্য

 2 years ago 

ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাদের ওখানে শুক্রবার ডিউটি রয়েছে তাই আপনি সকালে উঠে নামাজ কালাম করে রেডি হয়ে যান ডিউটিতে যাওয়ার জন্য।।

আর নিচে নেমে আপনার শখের একটি গাড়ি দেখেন আর আপনার ইচ্ছা এমন একটি গাড়ি কিনবেন।। আপনার জন্য দোয়া রইল আপনার ইচ্ছা যেন পূরণ করতে পারেন।।

আজ শুক্রবার কাজে গেলেও এ কথাটা মাথায় ছিল আর নিয়ম মত নামাজ পড়েছেন।। সব মিলিয়ে একটু ব্যস্ততাই দিন পার করেছেন।

 2 years ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে যথাযথ একটু কমেন্ট করার জন্য।

ভাই কথাটা আপনি একেবারে কারেট বলেছেন আসলে ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা আছে দেখা যাক সম্পন্ন ভরসা আল্লাহর উপরে।

 2 years ago 

আবার শ্বশুরবাড়ির আশায় থাকিয়েন না ভাই 😆 তাহলে কিন্তু আমাদের ভাবি উঠতেও বলবে বসতেও বলবে, 😊

Posted using SteemPro Mobile

 2 years ago 

শুক্রবারের কাটানো দিনটি পড়তে পেরে ভালো লাগছে। আল্লাহ আপনার এই শখ টি পূরণ করবেন ইনশাআল্লাহ।

ফিলিস্তিন বাসীর জন্যে আসলে এখন আমাদের দোয়ার বিকল্প কিছু নেই। কিভাবে একটি জিরপরাধ জাতি হারিয়ে যাচ্ছে তা ফিলিস্তিন এর দিকে তাকালেই বোঝা যায়।

 2 years ago 

ভাই আপনি একে বারের ঠিক বলছেন ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের দোয়ার বিকল্প কোন কিছুই নাই। কত শান্তশিষ্ট একটি দেশ ছিল আর এখন এই দেশটি যুদ্ধে পরিণত হয়েছে।

ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে যথাযথ একটা কমেন্ট করার জন্য

 2 years ago 

শুক্রবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে কোরান তেলাওয়াত করেছেন কিছু সময়।আপনার বেড়ালের প্রতি এই ভালোবাসা খুব ভালো লাগে আমার। আমি নিজেও খুব বেড়াল পছন্দ করি। কিন্তু আমার হাসবেন্ড বাড়িতে রাখা পছন্দ করে না সে বলে যত ইচ্ছে বাইরে খাবার দাও। তাই বাসায়,রাখা সম্ভব হয় না।
রাস্তায় সুন্দর সুন্দর গাড়ি দেখলে আমারও কিনতে ইচ্ছে করে। আল্লাহ আপনার এই মনের ইচ্ছেটা পূরন করুক এই দোয়া করি।
শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবাই তো আর একরকম নয় কেউ বিড়াল পছন্দ করে আবার কেউ পছন্দ করেনা। আমি মনে করি বিড়াল মানুষের উপকারি প্রাণী। আমাদের নবীজী বিড়াল পছন্দ করতেন সেই জন্যই তার অনুসরণ করতে আমি ভালোবাসি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 115580.23
ETH 4476.43
SBD 0.86