Better Life with Steem|| The Diary Game||08 November 2023||অনেক ব্যস্তময় একটি দিন ।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সন্ধ্যা,

সারাদিনের কর্মব্যস্ততার পর লিখতে বসছি। এখন সন্ধ্যা ৭টা বেজে ৪৫ মিনিট মালয়েশিয়া টাইম। প্রতিদিনের মতো আজও ভোর ৬ বাজে ৩০ মিনিটে ঘুম থেকে উঠি তারপর ফরজের নামাজ আদায়ের জন্য অজু করে ফজরের নামাজ আদায় করি! নামাজ আদায়ের শেষে দুপুরে টিফিন বক্সে সাজিয়ে নেই।

Adobe_Express_20231110_0001400_1.pngEdited by Canva

শুভ সকাল

সকালের নাস্তা হিসেবে মেগি আর ডিম তৈরি করেছি। সাধারণত আমি এই মেগি তৈরি করি ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে। আমি নিজে মেগি ভাজি খেতে খুব একটা পছন্দ করি না হালকা ঝোল থাকবে এবং তার ওপরে লেবুর রস হালকা করে ছিটিয়ে দেব এভাবেই খেতে বেশি পছন্দ করি ।আপনারা ছবিতে যেভাবে দেখছেন ঠিক একইভাবে প্রায় সময় খেয়ে থাকি।

IMG_20231102_213829.jpg

সকালের নাস্তা শেরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি প্রতিদিনের মতো আজও সকাল আটটা থেকেই আমাদের ডিউটি শুরু হল সকালে গিয়েই প্রথমে একটি ট্যাংকিতে রং করার জন্য প্রস্তুতি নিয়েছি এমন সময় পশ্চিম আকাশে কালো মেঘ দেখা দিল মনে হচ্ছিল যে এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে ‌। কিছুক্ষণ বাদেই হালকা বৃষ্টি হলেও তারপর আবারও কিছুক্ষণ বাদে আকাশ সম্পূর্ণ ক্লিয়ার হল।

IMG_20231109_184336.jpg

দুপুরবেলা

কাজ শুরু করতে না করতে কখন যে সময় অতিবাহিত হল বুঝতেই পারলাম না দেখতে না দেখতেই বারোটা বেজে গেল তারপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে আধা ঘন্টার মত বিশ্রাম নিয়ে আবার যখন কাজ করতে শুরু করলাম তখন আমাদের সুপারভাইজার এসে বলল যে তিনটার সময় সবাইকে অফিসে যেতে হবে কাজের পোশাক পরিবর্তন করে একটু ভালো পোশাক পরে অফিসে যাস কেননা আজকে অফিসে একজনের জন্মদিন উদযাপন করা হবে।

IMG_20231107_083002.jpg

আমি ২ টা বেজে ৪৫ মিনিটে জোহরের নামাজ আদায় করে বসে রইলাম তিনটার সময় সবাই অফিসের দিকে আসছে আমার বন্ধু দেখে আমাকে বলল চল যাওয়া যাক তার সাথে আমি অফিসে ঢুকলাম।

IMG_20231103_122631.jpg

জন্মদিন বলে কথা অফিস সহ আমাদের কোম্পানির সমস্ত কর্মচারী একত্রিত হয়ে জন্মদিন উদযাপন করলাম। মূলত এই জন্মদিনের দিনটা ছিল আমাদের কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এর। কেক কাটার পর সেখানে অনেক কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল। খাওয়া-দাওয়া শেষ করতে করতে পনিচারটা বেজে যাই। তারপর আর কোন কাজ করি নাই সবাইকে আজকে পাঁচটার সময় ছুটি দিয়ে দিয়েছে।
IMG_20231103_122646.jpg

বিকাল বেলা

বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম পাশাপাশি কিছু কেনাকাটা করবো এই উদ্দেশ্যটাও মাথায় ছিল। বিকালে হালকা বৃষ্টি হয়েছে তাই মালয়েশিয়ার ছেলেরা ফুটবল খেলছে অনেক আনন্দে ।। আমার মনে হচ্ছিল যে তাদের সাথে গিয়ে কিছুক্ষণ সময় আমিও ফুটবল খেলি ছোট থেকে খেলাধুলার প্রতি আমার অনেক আকর্ষণ খেলা দেখতে যেমন ভালো লাগে খেলা করতেও তার চেয়ে বেশি ভালো লাগে।

IMG_20231105_173550.jpg

IMG_20231105_173522.jpg

আধা ঘন্টা মত খেলা দেখি তারপর কিছু কেনাকাটার জন্য একটি ইন্দোনেশিয়ার দোকানে যাই সেখানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি কেননা এটা একটি ছোট দোকান মার্কেটের তুলনায় এখানে প্রতি জিনিসের দাম এক টাকা করে বেশি। তবুও কিনতে হবে কেননা মার্কেট অনেক দূরে। যাই হোক ১০ কেজি এক ব্যাগ চাউল নিলাম মালেশিয়ার ৪২ রিঙ্গিত দিয়ে যা বর্তমান বাংলাদেশী টাকাই ১১০০ টাকা প্লাস। আধা কেজি টমেটো কিনলাম ২ রিঙ্গিত দিয়ে। যা বাংলাদেশী টাকাই ৫০ টাকা প্লাস।

IMG_20231104_172207.jpg

IMG_20231104_172335.jpg

আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা।

প্রতিদিনের মতো আজও সন্ধ্যার সময় রান্না করতে হবে তাই মাগরিবের নামাজ আদায় করেই রান্না করতে শুরু করলাম আজকে রান্না করবো মুরগির মাংস দিয়ে আলু। আমার বন্ধু একটু আলু পছন্দ করে বেশি তাই মুরগির মাংস তে দুইটা আলু দিয়েই রান্না করছি।

IMG_20231109_235645.jpg

রান্না করার শেষে এশার আযানের আগ পর্যন্ত আমি ব্লগ লিখে সময় অতিক্রম করি তারপর এশারের নামাজ পড়েই রাতে খাওয়া-দাওয়া শেষ করি আবারো অনলাইনে কাজ করতে আরম্ভ করি।

তো বন্ধুরা আমি যেভাবে একটি দিন অতিক্রম করেছি। এবং দিনশেষ আপনাদের কাছে শেয়ার করছি যদি আমার লেখার ভিতরে কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ

Sort:  
 last year 

আপনি মেগি নুডুস দিয়ে সকালের নাস্তা শেষে কাজে বেরিয়ে পরলেন। দুপুরের খাবার অফিসেই সেড়ে নিয়েছেন।বেলা ৩টির দিকে আপনার অফিসের ম্যানেজিং ডিরেক্টর জন্ম দিন সবাই মিলে উৎযাপন করলেন।বিকেলে কেনাকাটা শেষ করে বাসায় এসে রাতের জন্য রান্না করলেন আলু দিয়ে মুরগির মাংস। আপনার প্রবাস জীবন সুন্দর ভাবে কাটুক সেই প্রত্যাশায় রইলাম।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63