Better life with steem || The Diary Game || 08 , January, 2024 ||

in Incredible India11 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে আরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি দিনের কার্যাবলী।

IMG_20240108_204331.png

সকাল বেলা

দেখতে না দেখতে আমাদের মাঝ থেকে বছরের আট টা দিন অতিবাহিত হয়ে গেল সময় আমাদের মাঝে থেকে খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে কি আমরা দ্বীনের কাজ সম্পন্ন করতে পারছি। দিনের শুরুতে সবাই নতুন স্বপ্ন দেখে সব স্বপ্ন কি আর দিনশেষে পূরণ হয়। প্রতিদিনের মতো আজ ও ছয়টা ত্রিশ মিনিটে এলার্ম বেজে উঠলো কিন্তু এলেমের শব্দে ঘুম ভাঙলেও ঘুম থেকে উঠতে একটু অলসতা লাগছে কেননা গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর এই কারণেই ভোররাতে অনেকটাই ঠান্ডা লাগছিল।

IMG_20240108_073301.jpg

তবুও ঘুম থেকে উঠে হাফ গ্লাস মত পানি খেয়ে অজু করে ফ্রেশ হয়ে ফরজের নামাজটা আদায় করে নিলাম এরপর কিছুক্ষণ সময় কোরআন শরীফ পড়লাম তারপর দুপুরের খাবার গরম করে টিফিন বক্স ভরে নিলাম। এরপর গোসল করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আজকে রুম থেকে বাহির হতে ৭:৩০ বেজে গিয়েছে তাই আমাদের কোম্পানিতে পৌঁছাতে ৭:৪৫ বেজে যায়।
কোম্পানিতে এসে সকালবেলা গরম গরম এক গ্লাস পুষ্টিকর ভুট্টার ভুসি খেয়ে নিলাম। এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আমি মনে করি কফি অথবা চা খাওয়ার চাইতে এগুলো খাওয়া খুবই ভালো।

IMG_20240108_075113.jpg

সকালে এসে যখন কাজ শুরু করেছি তখন আমার মামা এসে বললো যে, কিছু অব্যবহার যোগ্য শোকেস রয়েছে এগুলো ফেলে দিতে হবে তারপর আমিও আমার বন্ধুর ভাই মিলে সেই শোকেসগুলো ফেলে দেই। মালয়েশিয়ার mdf কাঠের ফ্লাইল বোডের দিয়ে তৈরি ছিল এই শোকেস গুলো তাই আমরা অনেক দ্রুত ভেঙ্গে ফেলে দিতে পেরেছি।

দুপুর বেলা 🌞

দুপুর ১২ঃ৩০ মিনিটে খাওয়া-দাওয়া শেষ করে মাত্র ১৫ মিনিট মতো রেস্ট করতে পেরেছি। তারপর আবারো কাজ শুরু করেছি আপনার নিচে যে ট্যাংকিটি দেখতে পাচ্ছেন এটি মূলত কেমিক্যাল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে আমার বন্ধুর ভাই পরিপূর্ণ সেফটির সাথে এই কাজটি করছে। এই কেমিক্যাল টা অ্যাসিড জাতীয় যদি শরীরে লাগে তাহলে সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

IMG_20240108_133214.jpg

প্রত্যেকটি কাজ সতর্কতার সাথে করলে বিপদ খুব কম আসে তাই আমি সব সময় অন্যদের পরামর্শ দিই যে কোনো কাজ সতর্কের সাথে করতে আমি নিজেও এই কথাটা মাথায় রাখি কথায় আছে সাবধানের মার নাই তবুও আমাদের এক এক্সিডেন্ট হয়েই যায়।

IMG_20240108_153005.jpg

সবাই পরিশ্রম করে নিজের স্বার্থের জন্য বিনা স্বার্থে কেউ কোনো জায়গায় পরিশ্রম দেয় না। আপনার সাথে যতই তার সম্পর্ক ভালো থাকুক না কেন বিনা স্বার্থে কেউ কোনদিন আপনার পিছনে ঘুরবে না। দুপুর ২:৩০ মিনিটে একটা বিষয় নিয়ে খুব চিন্তা করেছিলেন যে যদি কোন কোম্পানিতে কোন সপ্তাহে চার দিন এক ব্যক্তি ছুটি কাটাই তাহলে কি কোম্পানি তার এক সপ্তাহের পরিশ্রম কেটে নিবে। মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে তাই আমি মনে করি যে পরিশ্রম করছে অবশ্যই সে তার মূল্য পাবে যে যতটুকু পরিশ্রম করেছে ঠিক ততটুকুই তার প্রাপ্য। অনেক কোম্পানি রয়েছে মানুষের পরিশ্রম ঠিক আমি যেভাবে বলছি এভাবেই খেয়ে ফেলে। একটা অভিজ্ঞতা থেকে কথা গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি।

বিকাল বেলা

সকালে আমার পোষা বিড়াল গুলোকে ইন্দোনেশিয়ার একটি আংকেল অনেকগুলো মুরগির হাড্ডি খেতে দিয়েছে তাই আর সকালে ওদেরকে বাড়তি খাবার দেই নাই তবে বিকালবেলা আমার পোষা প্রাণী বিড়াল গুলোকে খেতে দেই এবং নতুন মেহমান এসেছে তাদেরকে একটু কোলে নিয়ে যত্ন করি সত্যি কথা বলতে নতুন যে বাচ্চাগুলো হয়েছে দেখতে অনেক কিউট আর এদের গায়ের লোমগুলো অনেক লম্বা লম্বা এবং বাচ্চাগুলো দেখতে এত পরিমাণ সুন্দর হয়েছে সবাই এদেরকে কোলে নিয়ে যত্ন করে।
IMG_20240109_155046.jpg

IMG_20240108_130414.jpg

পড়ন্ত বিকাল আকাশের সিনারিটা খুব একটা ভালো নাই কেননা আকাশে প্রচুর পরিমাণে মেঘ দুই ঘন্টা আগেও ঝুমঝুম করে বৃষ্টি হয়ে গিয়েছে এক ঘন্টার মত যদি বৃষ্টি না হতো তাহলে আপনারা দেখতে পেতেন ঠিক এইখান দিয়ে সূর্য অস্ত যায় এবং সূর্য অস্তয়ের সুন্দর সিনারি দেখা যায়।
IMG_20240109_185616.jpg

সন্ধ্যা বেলা

সকল গাড়িয়ে বিকান হল বিকাল গড়িয়ে সন্ধ্যার নেমে আসলো এবার তো ঘরে ফেরার পালা সাতটা পাঁচ মিনিটে আমাদের মিনি বাস আসলো তারপর গাড়িতে করে বাসায় আসলাম এরপর মাগরিবের নামাজ আদায় করে। রান্না করতে শুরু করলাম রান্না করতে করতে প্রায় ৭:৫০ বেজে গিয়েছে। আজকে রান্না করছি নিরামিষ।
IMG_20240108_200019.jpg

বেগুন আলু ও দেশি কচুর মুখী অনেকদিন নিরামিষ খাওয়া হয় নাই মাঝে মাঝে নিরামিষ খেতে ভালোই লাগে। আপনারা কি কন ? কমেন্টের মাধ্যমে জানাবেন। রান্না শেষ হলে তারপর গোসল করে ফ্রেশ হয়ে লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম।

Sort:  
Loading...

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 months ago 

Thank you so much sir, for supporting me ❤️❤️❤️

সময় কারো জন্য থেমে থাকে না, সময় ঠিকই অতিবাহিত হয়ে যায়। এই কালচক্রে আমাদের আয়ুও প্রত্যেকদিন একটু একটু করে কমতে থাকে। আমি ভুট্টার খইতো খেয়েছি কিন্তু ভুট্টার ভুসি এখনো আমার খাওয়া হয়ে ওঠেনি। কফি বা চা হল নেশার মত আর ভুট্টার তৈরি কোন জিনিস একটি স্বাস্থ্যকর খাবার।

 11 months ago 

ভাই, আপনি এই বিড়ালের বাচ্চা কোথায় পেয়েছেন?

ওহ! আমার তো ধরতে ইচ্ছে করতেছে। আকাশে মেঘের দেখা পেয়েছেন এটা ভালো কিন্তু আপনার মতো আমার আমার কিন্তু আকাশে মেঘ থাকলে একদমই ভালো লাগে না। মালয়েশিয়ায় মেঘ হলেই বৃষ্টি হয়, আপনিসহ অন্যান্য অনেকের মুখেই এটা শুনেছি। ভালো লাগলো আপনার সম্পূর্ণ লেখাটি ‌। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি দিনলিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 11 months ago 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আমার পোষা বিড়াল টা নতুন বাচ্চা দিয়েছে। আর এই বাচ্চাগুলা অনেক সুন্দর।

 11 months ago 

বিড়ালে ছোটা বাচ্চা দেখতে অনেক কিউট হয় ভাই‌। ভালো লাগলো এটা জেনে যে আমার দলে আরো একজন রয়েছে। আপনাকে ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য ‌।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.39
JST 0.061
BTC 96550.85
ETH 3695.88
SBD 4.09