Better Life With Steem || The Diary game || 08 December 2023|| হাসি খুশির মধ্য দিয়ে একটি দিন অতিবাহিত করলাম।

in Incredible India11 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

🌄শুভ সকাল, 🌄

আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন। উপরের টাইটেল দেখে আপনার অনেকে বুঝতে পারছেন কি কারনে একটি দিন অনেক হাসি খুশির মধ্যে পার করছি।

Adobe_Express_20231210_1228410_1.png ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে

প্রতিদিনের মতো আজও মোবাইল এর এ্যালামের শব্দে ঘুম ভাঙলো ৬:৩০ মিনিটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফয়েজের নামাজ আদায় করে নিলাম। তারপর আমার বন্ধু কে ঘুম থেকে উঠিয়ে গোসল করার জন্য যেতে বললাম , তার গোসল করা শেষ হলে আমিও গোসল করে ফ্রেশ হয়ে কাজের জন্য রুম থেকে বেরিয়ে পড়লাম আজকে আর দুপুরের টিফিন নিয়ে যেতে হবে না কেননা আজকে আমাদের পাঁচ ঘন্টা ডিউটি তাই দুজনে সিদ্ধান্ত নিয়েছি যে রুমে দুপুরের খাবার খাব।

IMG_20231208_072227.jpg

সকাল দশটার দিকে আমার পোষা প্রাণী বিড়াল গুলোকে খেতে দিলাম আমার একটি বিড়ালের আবারো বাচ্চা হয়েছে চারটা বাচ্চা গুলো দেখতে অনেক কিউট হয়েছে এখন তাদেরকে অনেকটাই যত্ন রেখেছি বাড়তি খাবার ও দিচ্ছি। এরা সবসময় উন্মুক্ত থাকে আমি এদেরকে আটকে রাখি না তবে এরা কোথাও কোথাও না আমাকে ছেড়ে। আমার এই বিড়াল গুলোর সাথে অন্যরকম একটি ভালোবাসা তৈরি হয়েছে।

দুপুর বেলা🌞‌

আজকে আমাদের ডিউটি ১:০০টা পর্যন্ত তাই আমাদের মিনি বাস আসতে দেরি হবে কেননা যে বাসটি চালাই সে অন্য জায়গায় স্কুল থেকে বাচ্চা নিয়ে আসেন আর স্কুলও ছুটি হয় একটার সময় এই জন্য সে আগে থেকে বলছিল যে আমার হয়তোবা ৪০ মিনিট দেরি হবে । তবে আমরা আজকে অন্য একটি জায়গায় যাব এজন্যই আমাদের কোম্পানির সুপারভাইজার সে আমাদেরকে তার নিজের গাড়িতে করে নিয়ে বাসায় পৌঁছে দেয়।

বাসায় এসে গোসল করে দুপুরের খাবার খেয়ে নিলাম আজকে দুপুরের খাবার ছিল নাছি গরিং ও ডিম ভাজি। যার বাংলা অর্থ হলো শুটকি চিংড়ি দিয়ে ভাত ভাজি। খাওয়া-দাওয়া শেষ করি দেড় ঘন্টা মতো ঘুমিয়ে নিলাম তারপর তিনটা ১৫ মিনিকে ঘুম থেকে উঠে যোহরের নামাজ আদায় করি।

IMG_20231208_133639.jpg

বিকাল বেলা🌅

আজকে আমাদের কোম্পানি রাতের খাবারের আয়োজন করেছে মালয়েশিয়ার উন্নত হোটেল
Nexus Bangsar South,
28.38 km • L2 Drop Off, Jalan Kerinchi, Kuala Lumpur, 59200, Wp Kuala Lumpur, WP Kuala Lumpur, Malaysia
মূলত আমরা এই লোকেশনেই বিকাল চার টার সময় রুম থেকে রওনা দেই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে এক ঘন্টা ১৫ মিনিট মতো লাগে আমাদের ওখানে পৌঁছাতে আর এর মধ্যে গাড়ির ভেতরে আমরা তিন বন্ধু মিলেই উঠেছি দুইটা সেলফি।

IMG_20231208_161048.jpg
IMG_20231208_161102.jpg

পরবর্তীতে হোটেলে পৌঁছানোর পর হোটেলের সামনে থেকেই উঠানো কয়েকটি ছবি । খ্রিষ্টান ধর্মীয় অবলম্বীদের সামনে রয়েছে বড় উৎসব। আর এই উৎসব ঘিরেই সামনে ক্রিসমাসের অনেক স্তম্ভন গড়ে তুলছে। এগুলো পাহাড়ের মত দেখতে এটাকে কি বলে আমি জানিনা তবে অনেক সুন্দর করে ডেকরেশন করেছে। আমরা প্রথমেই সকল বন্ধুরা মিলেই একটি আইসক্রিমের দোকানে বসি সেখানে আইসক্রিম সহ বিভিন্ন ফলের জুস ও বিক্রি হয়। সেখানে আমি আমার তিন বন্ধু আইসক্রিমের অর্ডার দিই আর অন্যরা তাদের ইচ্ছামত ফলের জুস অর্ডার দেয়। সেখানে আইসক্রিম ও ফলে জুস খাওয়া শেষ করে এবার আমরা আমাদের ডিনার পার্টিতে অংশগ্রহণ করি।

IMG_20231208_173009.jpg
IMG_20231208_171719.jpg

সন্ধ্যা বেলা

আমাদের কোম্পানির মালয়েশিয়াতে যতগুলো শাখা রয়েছে মূলত সবাই এখানে রাতের খাবারের জন্য দাওয়াত পেয়েছে আনুমানিক এখানে উপস্থিত ছিল ৫০০ থেকে ৬০০ মানুষ। আর এখানে উপস্থিত যত মানুষ রয়েছে সবাই তাদের ইচ্ছামত এখানে সেজে এসেছে কেউ পরীর মত সেজে এসেছে কেউ আবার ভিলেনের মতো সেজেছে এখানে আয়োজন করা হয়েছিল বিভিন্ন গান , কবিতা ও নাচ ।
মূলত ৮ তারিখের রাতে আমরা খুব আনন্দ করেছি এখানে অনেক বড় বড় বসের এসেছিল তারাও আমাদের সাথে বন্ধুর মত মিশেছে সেলফি উঠেছে। একই টেবিলে বসে খেয়েছে।

IMG_20231208_181611.jpg
IMG_20231208_180248.jpg
IMG-20231208-WA0024.jpeg

কর্মজীবনে মাঝে মাঝে এমন আনন্দ আমাদের জন্য খুবই প্রয়োজন। আনন্দ করলে যেমন মন ভালো থাকে তেমন কাজের প্রতিও মনোযোগ বৃত্তি পাই। আমি আমাদের কোম্পানির সকল বস ও আয়োজন কমিটিকে মনের অন্তরস্থান থেকে ধন্যবাদ জানাই।

IMG_20231208_192919.jpg
IMG_20231208_192854.jpg
-

এভাবে আমার একটি দিন হাসি খুশির মধ্য দিয়ে কেটে গেল এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর এই দোয়াই করি সবার যেন প্রতিটা দিন আমার মত হাসিখুশি ভাবেই পার হয়।

Sort:  
Loading...

আপনি আজ অনেক মজায় দিনটি পার করেছেন। আসলে এরকম আনন্দ মাঝে মাঝে প্রয়োজন আমাদের জীবনে।আপনার অফিসের পার্টিতে আপনার বন্ধুসহ অনেকে অংশগ্রহণ করেছেন।সব মিলিয়ে বেশ উজ্জীবিত ছিলেন আজ।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দিনলিপিটি শেয়ার করার জন্য।

 11 months ago 

আজকের দিনটা তো আপনার বেশ ভালোভাবেই কেটেছে। কোম্পানির সুপারভাইজারের গাড়ি করে বাসায় ফিরে এসেছেন দুপুরে। এরপর বিকেল বেলায় কোম্পানি একটা বড় হোটেলে, সবার খাবার জন্য আয়োজন করেছে সেখানে সবাই মিলে গিয়েছেন।

সন্ধ্যায় অনেক আনন্দের সাথে সবাই মিলে সেখানকার খাবার গ্রহণ করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক মানুষের সমাগম ছিল। এবং আপনাদের কোম্পানি অনেক বড় একটা আয়োজন করেছে। আনন্দে দিন কাটানো মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করার জন্য, ধন্যবাদ।

 11 months ago 

আপনার একটি আনন্দময় দিন পার হলো এটা জেনে খুব ভালো লাগলো।হাসি-আনন্দ আমাদের জীবনে খুবই দরকারি। প্রাত্যহিক জীবনের ব্যস্ততার কারণে আমাদের জীবন থেকে যেন হাসি আনন্দ উড়েই গেছে।যাই হোক আপনি পুরো পোস্ট জুড়ে আপনার আনন্দের খবরটি আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আপনার বিড়াল বাচ্চা দিয়েছে তাদের আপনি বিশেষ যত্ন করছেন। সন্ধার পরে আপনি আপনার কোম্পানির প্রোগ্রাম এ গিয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সহ ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়েছেন।নাসি গোরেং খাবারের কথা বলেছেন। এটি আমি অনেক আগে একবার রান্না করেছিলাম। এটা মূলত চিংড়ি মাছ বাটা দিয়ে রান্না করা হয়। খেতে খুব মজা লাগে।খুব ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে।

Posted using SteemPro Mobile

আপনার আজকের দিনটি অনেক সুন্দর ভাবে কেটেছে, আজকের সারাদিন আপনি আনন্দের মধ্যেই ছিলেন।
আপনার পোষা বিড়ালটি আবার চারটি বাচ্চা দিয়েছে, সেগুলোকে আপনি বাড়তি খাবার ও দিচ্ছেন, নিঃসন্দেহে এটা একটি ভাল কাজ প্রাণীর প্রতি মায়া ভালোবাসা।
সন্ধ্যায় মালয়েশিয়ার বড় হোটেলে আপনাদের একটি দাওয়াত ছিল সেখানে অনেক লোকজন এসেছিল, আনন্দের সাথে সেখানে খাওয়া-দাওয়া করেছেন এবং সেলফি উঠেছেন।
দোয়া করি আপনার দৈনন্দিন আরো ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক।

 11 months ago 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। জী ভাই প্রতিটা প্রাণীর প্রতি ভালোবাসা আমার অন্যরকম।

 11 months ago 

আপনার বন্ধুকে আপনি সকালে ঘুম থেকে ডেকে দিয়ে তাকে গোসল করে আসতে বললেন এবং তার গোসল করা শেষ হয়ে গেলে আপনি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলেন এবং আজকে আপনাদের টিফিন নিয়ে যেতে হয়নি কারণ আজকে আপনাদের ৫ ঘন্টা ডিউটি ছিল তাই সিদ্ধান্ত নিয়েছিলেন দুপুরে এসে আপনারা খাওয়া-দাওয়া করবেন রুমে।

এবং আরো জানতে পারলাম আপনার পোষা বিড়ালের চারটি বাচ্চা হয়েছে এবং আপনি বিড়াল গুলোকে খাওয়াতে গিয়েছিলেন। সুন্দর একটি দিন আপনি পার করেছেন সেই দিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আজ আপনি হাসিমুখে একটি দিন অতিবাহিত করলেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার পোষা বিড়ালটির আবারও চারটি বাচ্চা হয়েছে এবং সেগুলোকে বাড়তি খাবার দিয়েছেন। এবং সেগুলোকে খুব যত্ন সহকারে রাখেন। আসলে আমাদের কর্ম জীবনের মাঝে মাঝে আনন্দ করা প্রয়োজন। সারাদিন ব্যস্ত ভিতর থেকে কিছু আনন্দের ভাগ টাক খুঁজে পাওয়া যায় তাহলে কষ্টের সময়টা মনে থাকে না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কর্ম জীবনটা খুব সুখের হোক থ্যাঙ্ক ইউ।

 11 months ago 

আপনি কি অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টি পড়ে আপনি সুন্দর একটি রিপ্লাই দেবেন থ্যাংক ইউ।

হাসি খুশি মধ্যে দিয়ে একটা দিন অতিবাহিত করলেন,, এবং আমাদের মাঝে আপনি কি কি করলেন সব কিছু শেয়ার করলেন আপনার কাটানো দিন টা অসাধারণ ছিলো,, আপনার কর্মজীবনের মাঝে মাঝে এমন আনন্দ উপভোগ করা প্রয়োজন। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে সুন্দর একটি কমেন্টের করার জন্য। আপনার জন্য ও দোয়া ও অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 11 months ago 

খুব আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটা আপনি পার করেছেন, আজ আপনার কোম্পানির থেকে রাতে খাবারের এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন এবং অনেক আনন্দ উপভোগ করেছেন, আপনি ঠিকই বলেছেন কর্মজীবনে মাঝেমধ্যে এমন আনন্দ উপভোগ করা খুবই জরুরী এতে আমি টা কেটে যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 months ago 

আজকের দিনটি আপনার বেশ ভালোই কেটেছে তা শুনে খুবই ভালো লাগলো ৷ সারাদিনের কাজকর্ম গুলো সেরে রাতের বেলা কোম্পানির তরফ থেকে খাবারের আয়োজন করা হয়েছে সেখানে আপনি উপস্থিত হয়েছেন এবং অনেক আনন্দের সাথে সেই সব মুহূর্ত গুলো পার করেছেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ রাখতে ৷

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 94693.28
ETH 3119.47
USDT 1.00
SBD 3.05