Better life with steem || The Diary Game |12 December, 2024 ||

in Incredible India5 days ago

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব আমার একটি দিনের কার্যক্রম। চলুন শুরু করা যাক।

IMG_20241212_213732.jpg

প্রতিদিনের মতো আজও সকাল ৬:৩০ মিনিটে এলামের শব্দে ঘুম ভাঙলো এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস পানি পান করে কিছু সময় বসে রইলাম । তারপর অজু করে ফরজের নামাজ আদায় করে নিলাম।

ডিউটিতে যাওয়ার জন্য ভাত তরকারি গরম করে টিফিন ক্যারিয়ারে সাজিয়ে নিলাম। দুইদিন আগে মার্কেটে গিয়েছিলাম বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে পাঁচ টাকা দিয়ে লাল আঙ্গুর ফল কিনে নিয়ে এসেছিলাম তাই দিয়ে সকালে নাস্তা করে ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।

IMG_20241212_200523.jpg

আজকে কোম্পানিতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে সকাল ৭ঃ৫৫ মিনিটে কোম্পানিতে এসে পৌঁছেছি তারপর একটু তাড়াহুড়া করেই চেক ইন হয়ে পোশাক পরিবর্তন করে ডিউটিতে লেগে পড়লাম। আমাদের বস সকাল ৯ টার সময় কোম্পানির ভিতর ঢুকলো হঠাৎ থমথমা পরিবেশ সবাই মনোযোগ দিয়ে কাজ করছে। পুরো কোম্পানি চক্র দিয়ে তারপর অফিসে পরিবেশ করলো। মাঝে মাঝে তিনি এমনটাই করেন মূলত দেখতে আসে যে কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা সবাই সেফটি মেনে চলছে কিনা।

IMG_20241212_120410.jpg

দুপুরবেলা

IMG_20241212_121210.jpg

দুপুর বারোটার সময় আমাদের কোম্পানি একজন আপু আমাদের জন্য মেগি রান্না করে নিয়ে এসেছে তারপর আমরা সবাই মিলে বসে প্রথমে মেগি খেয়ে নিলাম। তারপর আমি বাসা থেকে যে ভাত নিয়ে এসেছি সেটা ১২ঃ৩০ মিনিটে খেয়েছি খাওয়া-দাওয়া শেষ করে এবার আধা ঘন্টার মত রেস্ট নিয়েছি।

IMG-20241212-WA0004.jpeg

আজ সকাল থেকে কাজের চাপ একটু কম ছিল তাই অনেকটাই রিলাক্সের সাথে কাজ করছি অনেকে আজকে আবার ডিউটিতে আসে নাই বছরের শেষে অনেকেরই অনেক ছুটি জমা রয়েছে তারা ছুটি কাটাচ্ছে। এই লোহার প্লেটগুলো কেটে রেখেছি কালকে এসে ওয়েল্ডিং করব। ২:৩০ মিনিটে জোহরের নামাজ আদায় করে এরপর কিছু সময় রেস্ট নিয়েছি।

IMG_20241212_183519.jpg

বিকাল বেলা

বিকাল ৪ টা ৪০ মিনিটে আমাদের সুপারভাইজার এসে বলল যে আজকে ওভার টাইম নাই সবার পাঁচটা পর্যন্ত ডিউটি কেননা আজকে সবাই খেলতে যাবে। তিন দিন আগে অনলাইনে একটা চুলের পানি নিষ্কাশনের মেশিন অর্ডার করেছিলাম পাঁচটা বাজতে না বাজতেই আমার অর্ডার করা মাল চলে আসলো তারপর প্যাকিং খুলে চেক করে দেখলাম চলছে কিনা। পরে দেখি মাশাল্লাহ সব কিছুই ঠিকঠাক রয়েছে।

IMG_20241212_174543.jpg

বিকাল ৫:৩০ মিনিটে বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে খেলা করতে যাই। আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টার পথ গাড়ির তে যেতে। আমার বন্ধুদের গাড়িতে করেই খেলার মাঠে গিয়ে পৌঁছালাম তারপর সবাই খেলা শুরু করল এর আগেও আমি golf ⛳ খেলার আর্টিকেল লিখেছিলাম।

IMG_20241212_120235.jpg

খেলা করে বাসায় আসতে অনেক রাত হয়ে যায় এজন্য আর আজকের রান্না করে নাই। বিশেষ করে অনেক ক্লান্ত লাগছিল এই জন্য রান্না করতে মনে চায় নাই। কালকে দোকান থেকে কিনে খাব।

DeviceName
Androidvivo Y15
LocationMalaysia 🇲🇾🇲🇾
Short by@mdsahin111

https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা, এভাবেই আমার একটি দিন অতিবাহিত হল। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক আর্টিকেলের মধ্য দিয়ে সবাই ভালো থাকতেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি। আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 104893.66
ETH 3859.77
SBD 3.29