গতকাল মিনি মার্কেটে ফল কিনতে গিয়ে ফলের কিছু এলোমেলো ফটোগ্রাফি #9

in Incredible India5 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

🌄শুভ সকাল, 🌄

আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন। আমরা মানুষ তাই আমাদের ভুল হতেই পারে তার মানে এই নয় যে তাকে আর কখনো ক্ষমা করা যাবে না আসলে যে ব্যক্তি ক্ষমা করতে পারে এবং অন্য এর সাথে হাসিমুখে কথা বলতে পারে আর তার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আমার কাছে তার মহত্ব অনেক বেশি মনে হয়। যদিও আজকের এই প্রসঙ্গটা আমি উল্লেখ করবো না ‌ ইনশাল্লাহ কালকে এই বিষয়টুকু নিয়ে কিছু কথা বলব।

IMG_20240213_112222.jpg

তো যাই হোক গতকালকের বিকাল তিনটার দিকে কয়েকজন আত্মীয় আসছিল আর এই কারণে আমাকে মিনি মার্কেটে যেতে হয় কিছু ফল কিনার জন্য বাসায় একেবারেই কোন ফল ছিল না আমাদের দুইদিন ছুটি ছিল বাসায় বসে বসে খেয়েছি আর যেগুলো ফল ছিল সব সাবার করে দিয়েছি। তো যাই হোক আত্মীয়তার সুবাদে আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারছি মালয়েশিয়ার ফলের দাম সম্পর্কে এবং ফলের কিছু ফ্রেশ ফটোগ্রাফি যেগুলো আমার ফোনের ক্যামেরা দিয়ে করেছি।

📸১ নাম্বার ছবি

IMG_20240212_094521.jpg

এ মার্কেট‌ টা মূলত চাইনিজদের এটার আয়তন খুব বেশি নয় আনুমানিক ১০০ ফুট বাই ৫০ ফুট মত হবে তবে ছোট্ট এই মার্কেটে মোটামুটি সবকিছুই পাওয়া যায় সব্জি থেকে শুরু করে মাছ-মাংস, রান্নার মসলা, ফল , ইত্যাদি ইত্যাদ

📸২ নাম্বার ছবি

IMG_20240212_094518.jpg

📸৩ নাম্বার ছবি

IMG_20240212_094614.jpg

এটা হল একটি গিফট বক্স যা বিভিন্ন খাবার দিয়ে তৈরি করা হয়েছে

মালয়েশিয়াতে ফলের দাম বাংলা টাকা হিসাব করলে অনেক বেশি তবে এদেশের ইনকাম অনুযায়ী ফলের দাম মোটামুটি ঠিকই আছে যেমন এ গ্রেটের স্ট্রবেরি ২৫০ গ্রামের দাম ১০ রিঙ্গিত যা বাংলাদেশে টাকাই ২৫০ টাকা। যদি আপনারা এক কেজি নেন তাহলে আরো অনেক দাম কমে পেয়ে যাবেন তবে এখানকার মানুষ অনেক বেশি খায় না এবং পরিবারের জনসংখ্যা দুই থেকে তিনজন তার কারণে ২৫০ গ্রামেই প্যাকেট পারফেক্ট।

📸৪ নাম্বার ছবি

IMG_20240212_094653.jpg

এবার আমরা দেখব মালটা এই ফলটি খুবই সুস্বাদু এর ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি মালটা ফল আমার কাছে অনেক পছন্দের এই ফলটা আমি যখনই মার্কেটে যাই কমলা লেবু অথবা মালটা কিনে নিয়ে আসি। আত্মীয়দের খাওয়ানোর জন্য ৫ পিস মালটা নিয়েছি তার দাম হয়েছিল ৯ রিঙ্গিত যা বাংলাদেশী টাকায় ২৩০ টাকা..! ৫ পিস মালটার ওজন এক কেজি ২০০গ্রাম প্লাস খুবই বড় সাইজের এই মালটা গুলো। যদি আপনারা এক পিস নিতে চান তবু নিতে পারেন ১ রিঙ্গিত ৮০ পয়সা দিয়ে।

📸৫ নাম্বার ছবি

IMG_20240212_094634.jpg

সবার কাছে অতি পরিচিত নেসপাতি ফল জানিনা এই ফলগুলো বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা তবে মালয়েশিয়াতে এই ফলগুলো অহরহ পাওয়া যায় এর দামও তুলনামূলক ভাবে অনেক কম আর এই কারণেই এই ফলগুলো এদেশের মানুষ অনেক বেশি খেয়ে থাকে তবে আমার কাছে এই ফলগুলো খুব একটা বেশি ভালো লাগে না এই ফলগুলোর ভিতরে অতিরিক্ত পানি থাকে।

📸 ৬ নাম্বার ছবি

IMG_20240212_094640.jpg

এক পিস নেসপতি ফলের দাম ৫০ পয়সা যা বাংলাদেশী টাকায় সাড়ে বারো টাকার মত। তবে একটা ফলের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে মোটামুটি তবে দু একটা ছোট মনে রয়েছে আপনারা চাইলে বেঁচে নিতে পারেন তাতে কোন সমস্যা নাই। এখানকার সব ফলগুলোই খুবই ফ্রেশ এবং তরতাজা।

📸৭ নাম্বার ছবি

IMG_20240212_094643.jpg

আমার কাছে মালয়েশিয়ার সিস্টেমটা খুবই ভালো লাগে আপনার ইচ্ছা মত আপনি বেছে বেছে যে কোন ফল অথবা সবজি নিতে পারেন তাতে কোন বাধা নাই আপনার টাকা দিয়ে আপনি ক্রয় করছেন যদি আপনার ইচ্ছা স্বাধীন না থাকে তাহলে কেমন লাগে আমি বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি যদি আপনি কোন জিনিস ক্রয় করতে যান এবং বেশি বেছে নেন তাহলে আপনার কাছে সেই জিনিস বিক্রি করবে না। আসলে এমনটা করা ঠিক নয় কেননা আমি টাকা দিয়ে কিনছি খারাপ জিনিস কেন কিনবো।

তো বন্ধুরা ফল কিনার কিছু মুহূর্ত এবং ফলের কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি লেখার ভিতর কোন ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 5 months ago 

আপনার পোস্টের মাধ্যমে আমরা মালয়েশিয়ার বিভিন্ন ফটোগ্রাফি দেখতে পাই। তারই ধারাবাহিকতায় আজ আপনি ফল মার্কেটের কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন। আশা করি, সামনে আরও অনেক কিছু দেখতে পাবো আপনার পোস্টের মাধ্যমে।

Loading...
 5 months ago 

আপনার পোস্টের মাধ্যমে মালয়েশিয়ার ফল বাজার সম্পর্কে জানতে পেরে খুবই ভাল লাগলো। আসলে এক এক দেশের মুদ্রা, কালচার এক এক রকম। সে হিসেবে মালয়েশিয়ার মুদ্রার মান বিবেচনা করলে ফলের দাম ঠিকই আছে। যেখানে ইনকাম যেমন খরচও তেমন। দেশ ছেড়ে অনেক দূরে আছেন, আপনার সার্বিক সুস্থ্যতা ও মঙ্গল কামনা করি।

 5 months ago 

জী ভাই এখানকার পয়সা হিসাব করলে বাংলাদেশের চাইতে ফলের দাম একটু বেশি তবে ইনকাম অনুযায়ী সবকিছুই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ‌

 5 months ago 

আমার ভাই যে ফল দোকানে রয়েছে, সে ফল দোকানের মধ্যে এভাবেই গিফট বক্স তৈরি করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের আরবি লোক নাকি, এই বক্সগুলো তাদের আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে যায়। দেখতে অসম্ভব সুন্দর, ধন্যবাদ মালয়েশিয়ায় থাকা বিভিন্ন ফলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

ভাই অনেক সুন্দর সুন্দর ফলের ফটোগ্রাফি করেছেন শুধু কি ফলের ফটোগ্রাফি করেছেন না ফল কিনেছেন।।। আর হ্যাঁ আপনি ফলের দাম গুলো খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন।।

 5 months ago 

ভাই কথায় আছে বুদ্ধিমান ব্যক্তিরা এক ঢিলে দুই পাখি মারে ফল কিনার পাশাপাশি ফলের ফটোগ্রাফি করছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি লোভ দেখানোর জন্য 😁😁🤤।

 5 months ago 

এরকম বুদ্ধি থাকা অনেক ভালো ভাই তাহলে শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু নিতে পারবেন 😆😆

 5 months ago 

ভাই এগুলো কিতা কন শ্বশুরবাড়িতে জানিস নেওয়া হারাম। আল্লাহ সুবহানাতায়ালা হাত দিছে পা দিছে শরীরে সুস্থ রাখছে এ ইনশাআল্লাহ ইনকাম করে খেতে পারব।

 5 months ago 

যাক শুনে ভালো লাগলো আপনি শ্বশুরবাড়ি থেকে কোন কিছু নেবেন না শুধু আমাদের ভাবীকে ছাড়া।। ভাই যেখানেই বিয়ে করেন একটা শালী রাখার চেষ্টা করিয়েন 😆

 5 months ago 

গতকাল মিনি মার্কেটে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ সেখানকার জিনিষ পাতি গুলো আসলেই বেশ সুন্দর ভাবে সাজানো ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 5 months ago 

এটা একটি মিনি মার্কেট তাই মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য খুব সুন্দর করে সাজিয়ে থাকে প্রত্যেকটি মালামাল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 66996.66
ETH 3235.91
USDT 1.00
SBD 2.63