এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের ঘরে জয়ের ধনী🎉🎉🏆🏆।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম, ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে এবং মা-বাবার দোয়ায় আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত না করব চরিত্র এশিয়া কাপের ফাইনাল ম্যাচ সম্পর্কে। আমি এই এশিয়া কাপ খেলার প্রতিটি ম্যাচ উপভোগ করেছি এবং কিছু কিছু ম্যাচ এর রিভিউ আপনাদের কাছে তুলে ধরেছি।

IMG_20230918_233848.jpgখেলা চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

ক্রিকেট গোল বলের খেলা কখন কিভাবে কে হারবে কে জিতবে তা বলা যায় না, গতকালকে যে ম্যাচটি হয়েছে আসলে কেউ ভাবতে পারি নাই যে এভাবেই শ্রীলঙ্কাকে হারাবে ভারত। শ্রীলঙ্কা ও ভারত দুটি দলের খুবই শক্তিশালী এজন্যই ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে তবে ফাইনাল ম্যাচটিতে এমন হবে তা কখনোই কেউ কল্পনা করতে পারি নাই।

IMG_20230918_234037.jpgখেলা চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আমি কিভাবে শুরু করব বুঝতে পারছি না যে ৫০ ওভারের খেলা কিভাবে একটি দল 50 রানে অলআউট হয়ে যায় তবুও আবার ফাইনাল ম্যাচে অন্য কোন ঘরোয়া ম্যাচ হলে এটা হয়তোবা বিশ্বাস করত। কিন্তু ভারত আরো একবার দেখিয়ে দিল যে কিভাবে রেকর্ড নিজেদের করে নিতে হয়। শ্রীলংকা এশিয়া কাপের তিনবারের চ্যাম্পিয়ন আর এই চ্যাম্পিয়ন দলকে নাকানি চোপানি খাওয়ালো ভারতের বোলিংরা।

চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

শ্রীলংকার টস জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নেয় এটাই মনে হয় তাদের কাল হয়ে দাঁড়ায় ছিল পাঁচ ওভার 12 রানে ছয় উইকেট হারিয়ে নাস্তানাবুদ করে দিল শ্রীলঙ্কাকে। মহম্মদ সিরাজ একাই ছয় উইকেট নিজের করে নিল। এবং এই ম্যাচে ম্যান অব দ্যা খেলোয়াড় হয়ে 50 হাজার ডলার উপহার দিল। কিন্তু মোহাম্মদ সিরাজ সম্পূর্ণ অর্থ ম্যাচ ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে দিয়ে দিল। তিনি সংবাদমাধ্যমকে এটাও জানালো যে যারা এখানে দায়িত্ব আছে কঠোর পরিশ্রম করছে এই টুর্নামেন্টে পরিচালনা করার জন্য এ অর্থ তাদের জন্যই উপযুক্ত। এমন মানসিকতা সকল মিডিয়ার সামনে প্রশংসায় ভাসছে।

IMG_20230918_233929.jpgখেলা চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলা মানে যে আনন্দ উল্লাস উপরের এই ছবিটি দেখলে অনেকে অনুভব করতে পারবেন। ভারতের জয়ের সময় সাপোর্টারদের মুখে যে আনন্দ উল্লাস সেটা মুখে কখনো প্রকাশ করা যাবে না।

সর্বশেষ শ্রীলংকার দল ১৫ অভার দুই বল খেলে ৫০ রান করে অলআউট হয়ে মাঠ ছেড়েছে। শ্রীলংকার দল জানত যে সামান্য এ রানে তারা কখনো জিততে পারবে না তবুও আইসিসি নিয়ম অনুযায়ী এই অল্প পুঁজি নিয়ে মাঠে নামলেন শ্রীলংকার দল।

IMG_20230918_233948.jpgখেলা চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৫১ রানে টার্গেট নিয়ে মাঠে নামলেন ভারতের ওপেনের ব্যাটসম্যান শুভমন গিল ও এসান কেসান আমরা জানি এই দুজ খুবই ভালো ব্যাটসম্যান আমার পুরোপুরি ভরসা ছিল এই দুইজনেই রানগুলো করেই মাঠ ছাড়বে। ৬ ওভার ১ বলে ৫১ রান করেই দুজন মাঠ ছাড়েন কোন উইকেট না হারিয়ে ইন্ডিয়া ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল টি জিতে নিলেন। আমরা দেখেছি যে এই ম্যাচে শুভমন গিল ১৯ বলে ২৭ রান করেন ও এশান কিসান ১৮ বলে ২৩ রান করেন সর্বমোট ৬ ওভার ১ বলে ৫১ রান করে ম্যাচটি দুর্দান্ত জয়লাভ করেন টিম ইন্ডিয়া।

তো বন্ধুরা ইতিমধ্যেই এশিয়া কাপের খেলা টি আমরা শেষ করলাম সামনে‌‌ ওয়ানডে বিশ্বকাপ। আপনাদের সবার আমন্ত্রণ রইল বিশ্বকাপ খেলা দেখার জন্য আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

IMG_20230912_232722.jpgখেলা চলাকালীন সময়ে মোবাইল থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

I'm not very good at English. I am bengali my mother tongue is bangla. So I feel more comfortable writing in Bengali. Today I am my mother tongue

Sharing with you the updated news of ODI Asia Cup final match.

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

সত্যি কথা বলতে ফাইনাল ম্যাচ মনের মতো হয়নি। আর আমার জীবনের প্রথম এরকম একটি খেলা দেখলাম যেখানে ওয়ানডে ম্যাচে ৫০ রানে আল আউট হয়ে যায়।

 last year 

জি ভাই আমার দেখাও এই প্রথম, তবে ভারতের বোলিং দের প্রশংসা করতে হয়, যেভাবে তারা একের পর এক আউট করেই যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন কেউ কালো জাদু করেছে, তবে আমি অনেক খুশি, আমার বন্ধুদের টোল করার হাতে বেঁচে গেয়েছি।

 last year 

আমিও অনেক খুশি ভাই। যদি ভারত হারতো তাহলে অনেকের অনেক বড় বড় কথা শুনা লাগতো।

 last year 

এশিয়া কাপের ফাইনাল খেলাটি আমিও দেখেছি তবে কোন মজা পেলাম না ৷ যে কোন খেলায় একটি টান টান উত্তেজনা না থাকলে কেমন জানি লাগে ৷ যাই হোক শ্রীলঙ্কা ৫০ রানে অলআউট হয়েছে তারপর ভারত বিনা উইকেটে ম্যাচটি জিতেছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

হয়তোবা খেলাটা টান টান উত্তেজনা হয় না তবে টিম ইন্ডিয়া ইতিহাস গড়েছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যের মতবাদ শেয়ার করার জন্য।

Loading...
 last year 

সত্যিই এই খেলাটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। কেননা মাত্র ৫০ রানের মধ্যে অলআউট। বিষয়টা ভাবতে কেমন যেন অবাক লাগছে। যাইহোক ইন্ডিয়া জিতে গেছে। এই বিষয়টা দেখেও বেশ ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, খেলার রিভিউটা এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 102915.54
ETH 3788.98
USDT 1.00
SBD 3.28