ফাইনালে ভারতকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয়ী হলো অস্ট্রেলিয়া।

in Incredible India9 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

শুভ সকাল 🌄

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন? তবে আমার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, যখন নিজের কোন প্রিয় দল হেরে যাই তখন সেই বোঝে তার কষ্টটা, অনেক আশায় ছিলাম যে এবার ভারত বিশ্বকাপ জয়ী হবে, সেই লক্ষ্যে প্রতিটা ম্যাচ দুর্দান্ত খেলে ফাইনাল পর্যন্ত পৌঁছালেও ভাগ্য আমাদের কাছ থেকে এই বিশ্বকাপ দূরে নিয়ে গিয়েছে।

IMG_20231120_101953.png খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়ে ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে

আজকে প্রথমেই টস হেরে শুরু হয় প্রথম হারের যাত্রা টস জিতে রোহিতদের ব্যাটিংয়ে পাঠালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এই মাঠে যারা প্রথম ব্যাটিং করছে 90 শতাংশ ম্যাচ তারাই হেরেছে। খেলা শুরু হতে না হতেই ৪ অভার এর মাথায় শুভমন গিল ভুল শটে আউট হয়ে যান। পরবর্তীতে ভারতের অধিনায় রোহিত শর্মা তার সাবলীল ভঙ্গিতে খেলায় ৯ অভার শেষ ভারতের দলীয় রান ৭৩ কিন্তু নয় ওভার চারবারের মাথায় রোহিত শর্মা ব্যক্তিগত ৪৭ রান করে সাজঘরে ফেরেন।

IMG_20231120_100836.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
IMG_20231120_101010.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পরবর্তীতে বিরাট কোহলি ও কে এল রাহুল হাফ সেঞ্চুরি করলেও দলের কোন বড় স্কোর এনে দিতে পারি নাই, দুর্দান্ত ফর্মে থাকা ভারতের অন্য কোন ব্যাটিংরা বিশ রান পার করতে পারি নাই। দুইজনের হাফ সেঞ্চুরির পথ ধরে সবার প্রচেষ্টাই সর্বশেষ ৫০ ওভারে খুবই সামান্য একটি স্কোর ভারতে ফাইনালে সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২৪০ রানের পুঁজি। এই স্কোর নিয়ে ভরসা এ বার বোলিং।

IMG_20231120_100919.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলার দ্বিতীয় অধ্যায়,

অস্ট্রেলিয়ায় এই রান তাড়া করতে মাঠে ওপেনিং করতে নামেন ওয়ার্নার ও স্মিথ। কিন্তু এরা দুইজন ক্রিজে বেশিক্ষণ সময় টিকতে পারি নাই মোহাম্মদ শামি প্রথম ওভারে একটি উইকেট তুলি নাই পরবর্তী ওভারে বোমরা আরো একটি উইকেট পাই। ভারতের বোলিং লাইনা আপ প্রথম দিকে খুবই ভালো করছিল।

IMG_20231120_100717.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১০ ওভারের ভিতরে 3 উইকেটের পতন ঘটিয়ে জয়ের একটু সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এই ম্যাচটি হাতছাড়া হতে লাগলো।

IMG_20231120_100743.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আস্তে আস্তে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ দাঁড়াতে শুরু করল ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের ৭১ বলে ৫০ রানের পার্টনারশিপ। ভারতের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই জুটি। ভারতের বোলিং লাইন অফ খুবই চেষ্টা করছে এই জুটি ভাঙ্গতে কিন্তু কোন বলেই সফল হতে পারি নাই।

ধীর গতিতে রান তোলা ট্রাভিস হেড হাফ সেঞ্চুরি করে ফেলল পর্যায় ক্রমে তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতের জন্য কাল হয়ে দাঁড়ালো বিশ্বকাপ ফাইনালে আবারো একটি সেঞ্চুরি দেখা গেল অস্ট্রেলিয়া প্লেয়ার ট্রাভিস হেড। আমরা দেখেছিলাম ২০০৩ সালে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে রিকি পন্টিং ১০০ রান করেছিলেন। বরাবরের মতো এবারও অস্ট্রেলিয়া ফাইনালে ওঠে তাদের কারিশমা দেখালো।

IMG_20231120_100804.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আমি নিজে যবে থেকে খেলা দেখছি এবং খেলা বুঝতে শিখেছি, তখন থেকেই বাংলাদেশের পাশাপাশি ভারতের অনেক বড় একজন ভক্ত ভারতের এমন কোন খেলা নেই যে আমি দেখি নাই। দীর্ঘ এক যুগ পরে যখন ভারত আজকে ফাইনালে মুখোমুখি হল তখন খুব আশা নিয়ে খেলা দেখতে বসে ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর দেখতে পারি নাই যখন ৪০ ওভার শেষে যখন অস্ট্রেলিয়ার ২৩০ রান ১০ ওভারে মাত্র আর দশ রান বাকি তখন লাইভ খেলা দেখা অফ করে দিয়েছি।

IMG_20231120_100655.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খানিকক্ষণ পর শুধু স্কোর দেখছি ৪২ বল বাকি থাকতেই ২৪১ রান পূরণ করে ফেলল অস্ট্রেলিয়া। তো যাই হোক এবারের বিশ্বকাপ হয়তোবা ভারতের নছিবে ছিল না। ইনশাআল্লাহ সামনে বার আরো শক্তিশালী হয়ে মাঠে নামব। 😭😭

অনেক কষ্টে একটি রাত পার করে সকালে এই কথাগুলো লিখতে বসেছি, যারা ভারতের ভক্ত তাদেরকে বলবো ধৈর্য ধরুন এবং পরবর্তী বিশ্বকাপের জন্য অপেক্ষা করুন এই কথা ছাড়া আমার আর কোন বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...
 9 months ago 

আমি জানি আপনি একজন ভারতের সাপোর্টার আর আমিও কখনো কল্পনা করি না ফাইনাল ম্যাচে এসে এতটা খারাপ খারাপ উপহার দেবে।

ম্যাচ হারছে এতে কোন দুঃখ নেই কিন্তু এত কম রান করেছে এটি সত্যি দুঃখজনক।।

 9 months ago 

প্রতিটি খেলা এত ভালো খেলার পরে ভারত হেরে যাবে এটা ভাবি নাই। ভারতীয় প্লেয়ার ও জনগণের জন্য খুবই খারাপ লেগেছে। কিন্তু খেলায় যেহেতু হারজিত আছেই তাই এটা মেনে নিতেই হবে।
ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31