ওয়ানডে ক্রিকেট ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিদায়।😭😭

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ###### হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব বাংলাদেশ বনাম পাকিস্তান এর সাথে ২০২৩ বিশ্বকাপের প্রথম ম্যাচের রিভিউ।
IMG_20231102_234353.pngখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়ে ক্যানভা দ্বারা সম্পাদিত করছি

গত 31 অক্টোবর এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টাইম দুপুর তিনটা সময়। কলকাতার ইডেন গার্ডেন্সে স্টুডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেই বাংলাদেশের অধিনায়ক সাকিবুল হাসান।

IMG_20231102_235928.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

টানা ৫ ম্যাচ হারার পর বাংলাদেশ এই বিশ্বকাপের সেকেন্ড ফাইনাল খেলার স্বপ্ন টা হারিয়েছে ।।পাকিস্তানের কাছে হেরে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় ঘটল বাংলাদেশের। সাকিব আল হাসানের দলের। ভরাডুবির বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের লিগ পর্বের পরের দুটি ম্যাচ কেবলই নিয়মরক্ষা মাত্র এই দুটি দল অনেক শক্তিশালী যদি এদের সাথে জয়লাভ করেও তবুও বাংলাদেশ সেকেন্ড ফাইনাল খেলতে পারবে না।

IMG_20231102_234847.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

বাংলাদেশের সাত নম্বর ব্যাটসম্যান মাহমুদুল্লাহ যেভাবে এই বিশ্বকাপে পারফর্ম করছে যদি এর মত আর দুই থেকে তিনজন খেলোয়াড় পারফর্ম করতে পারতো তাহলে বাংলাদেশে আরও একটি দুটি ম্যাচ জেতার সম্ভাবনা ছিল। পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে তিন উইকেট হারিয়ে তখন দলীয় রান ৩৭ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান বরাবরই ব্যর্থ আজকে পারফর্ম করতে পারল না।

মাহমুদুল্লাহ ও লিটন দাস দুজনাই একটু ভালো খেলছিল এইজন্য একুশ আবার শেষে বাংলাদেশের দলীয় রান ১০৪ এগিয়ে দাঁড়ায় চার উইকেটের বিনিময়ে। লিটন দাস আউট হওয়ার পর সাকিবুল হাসান দ্রুত রান তোলার চেষ্টা করেন । এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিদিনের মতো আজও তার ব্যাটিং অসাধারণ ছিল ২৮ ওভারে মাহমুদুল্লাহ হাফ সেঞ্চুরি করেন। তার কিছুক্ষণ পরেই আরো দ্রুত রান তোলার চেষ্টায় বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাহমুদুল্লাহ।

IMG_20231102_234759.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৩৩ ওভারে ১৩৩ রান ৫ উইকেট এর বিনিময়ে। পরবর্তী ১২ ওভারের ভেতরে আরও ৪টা উইকেট হারায় সর্বশেষ বাংলাদেশ ৪৫ ওভার ১ বলে ২০৪ রানের টার্গেট দেন পাকিস্তানকে। খুব সামান্য পুঁজি নিয়ে পাকিস্তানের মতো দলের সাথে জেতা কখনোই সম্ভব নয়।

IMG_20231102_234725.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পাকিস্তান এই রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান। ফখর ও শফিক দুজনেই দেখেশুনে খুব ভালো খেল ছিলেন।

IMG_20231102_234626.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পাকিস্তান দলের ১৮ ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে ১০৫ রান। দ্রুত রান তুলতে চার ও ছয়ের এর ঝড় বইছিল। বাংলাদেশের প্যেজ বোলিংরা রীতিমতো অসহায় হয়ে পড়েছিল কোন বলেই যেন কাজ হচ্ছিল না।

IMG_20231102_234553.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

২৮ ওভারে 3 উইকেট হারালেও ততক্ষণে পাকিস্তানের দলীয় রান ১৭৭ এই ম্যাচ জিততে হলে আর ২৬ রানের প্রয়োজন। এই ২৬ রান তোলার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করল না পাকিস্তানের ব্যাটসম্যানরা ৩২ আবার শেষে খুব ভালোভাবে জয় করে নিল এই ম্যাচটি ‌ বাংলাদেশের কাছে থেকে জেতার পর পাকিস্তান পয়েন্ট টেবিলে আরো এক ধাপ এগিয়ে গেল এখন পাকিস্তানের সর্বমোট 6 পয়েন্ট।

IMG_20231102_234442.jpg

তো বন্ধুরা এই ছিল পাকিস্তান বনাম বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ম্যাচ রিভিউ। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 last year 

একটা সময় বাংলাদেশের খেলা হলে টিভির সামনে থেকে নড়তাম না। কিন্তু এইবার অনেক অভিমান করে বাংলাদেশের একটা খেলাও দেখি নি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যতদিন পরিবর্তন আসবে না ততদিন এই অবস্থাই থাকবে আর ততদিন খেলাও দেখবো না।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।আপনি উল্লেখ করেছেন যে ওয়ানডে ক্রিকেট থেকে বাংলাদেশকে ও পাকিস্তানের বিদায় হয়ে গেছে।তো তারা আজ অব্দি টিকে আছে তাদের জন্য শুভকামনা রইল।কেন তারা তাদের সবোর্চ্চ টা দিয়ে খেলতে পারে। ভালো থাকবেন সবসময়।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ‌।

 last year 

আপনাকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন বলে। ভালো থাকবেন সবসময়।

 last year 

বাংলাদেশের এমন বিদায়ে কষ্ট লাগছে। তবে শেষ ২ ম্যাচ যদি জিততে পারে তাহলে অন্তত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে। আফাতোত সেটাই চাওয়া

 last year 

বাংলাদেশ এবারের বিশ্বকাপ থেকে বিদায় আবারো পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে।।

খারাপ লাগে যখন আমাদের দেশের প্লেয়ার এতটা বাজে খেলা খেলে।। আর দেখতে ইচ্ছা করে না বাংলাদেশের খেলা দেখতে তারপরও মন মানে না সবকিছু ভুলে মোবাইল খুলে বসে থাকি।

 last year 

নিজ দেশের নামের পাশে পরাজয় শব্দটা দেখতে দেখতে আমি ক্লান্ত এই বছর। তবে হ্যাঁ, যারা অনুশীলন যথাযথভাবে করেছিল বা করছে, তাদের পরিশ্রম ও বৃথা হবে না।

ধন্যবাদ খেলা বিষয়ক লেখাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ জানাই আপনার অসাধারণ মন্তব্যের জন্য।

 last year 

জানিনা কেনো বাংলার টাইগারদের এ বহাল অবস্থা হচ্ছে এবার,, সব সময় টাইগারদের জন্য দোয়া করি এবার হেরেছে তা কি হয়েছে ভবিষ্যতে আরো খেলা রয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে একবার দেখিয়ে দিবে।

 last year 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.17
JST 0.028
BTC 68746.72
ETH 2456.17
USDT 1.00
SBD 2.43