ভারত বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ রিভিউ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে অনেকদিন পরে এসেছি ক্রিকেট খেলার রিভিউ ভারত বনাম আফগানিস্তান।
![]() |
---|
গতকালকে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের সময় সন্ধ্যা সাতটায় আর আজকে আমি এই খেলাটির রিভিউ আপনাদের কাছে উপস্থাপনা করছি। নতুন বছরে এটাই ভারতের প্রথম টি-২০ সিরিজ অনুষ্ঠিত হচ্ছে তাও আবার ভারতের মাটিতে বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের তৈরি করার জন্য পাবেন আইপিএল। তো যাই হোক গতকালকে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ।
![]() |
---|
ভারত প্রথমে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রহিত শর্মা তিনি ভাল করেই জানেন যে টার্গেটে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ভারতীয় টিম। তবে এর আগে বলে রাখি যে আজকের খেলায় অনেক তারকায় নাই যেমন বিরাট কোহলি, বুমরা, ও মোঃ শামির মত বোলিংরা। এই দলটি সাজিয়েছে অনেকটাই নতুনদের নিয়ে যাই হোক প্রথম বোলিং করতে নেমে ৫০ রানের ভিতরে কোন উইকেট নিতে পারেন নাই ভারতের বোলিংরা।
তবে সাত ওভার পাঁচ বালের মাথায় আফগানিস্তানের ওপেনিং জুটি থেকে রহমানউল্লাহ গুরবাজ কে আউট করে সাজঘরে ফেরান তার ব্যক্তিগত রান ২৬ বলে ২৩ । তার অপর প্রান্তে ব্যাট করছেন রহমত শাহ তিনি বিশ বলে ২৫ রান করেন। ৫০ রানে প্রথম উইকেট এর পতন হলেও তার দ্বিতীয় বলেই আরো একটি উইকেট তুলে নেন ভারতের বোলিংরা।
![]() |
---|
মাত্র তিন রানের ভিতরেই তিন উইকেট তুলে নিয়ে অনেকটা চাপের মুখে ফেলালেন টিম আফগানিস্তানকে। ৫৩ রানে তিন উইকেট এর পতন ১২ ওভার শেষে।
আফগানিস্তানে ব্যাটসম্যানরা ভালোই খেলছিলেন তবে তাদের রানের স্কোর বাড়াতে পারে নাই ১৭ আবার শেষে ১২৫ রান পার করলেও ততক্ষণ আরো একটি উইকেট হারিয়েছে। তবে এই ম্যাচে মোহাম্মদ নবী খুবই ভালো খেলেছেন ৫০ রান, না পার করতে পারলেও ২৬ বলে ৪২ রানের দুর্দান্ত একটি ইনিংস উপহার দিয়েছেন আর এই সুবাদে ২০ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৫৮ রান ৫ উইকেট হারিয়ে..!
![]() |
---|
ম্যাচের দ্বিতীয় অধ্যায়,
১৫৯ রানের টার্গেট নিয়ে মাঠে নামলেন ভারতের ওপেনিং জুটি শুভমান গিল ও রোহিত শর্মা তবে প্রথমে বিপাকে পড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা সিঙ্গেল রান নিতে গিয়ে 0 রানে আউট হয়ে মাঠ ছাড়তে হয়। শুভমান গিল উপরে অনেকটাই চড়ায়া হয়েছিল রোহিত শর্মা তবে ,,,গোল ,বলের খেলা বিপদ আসতেই পারে দুর্ঘটনা কখন কিভাবে হয়ে যায় তা, কেও বলতে পারেনা।
![]() |
---|
শুভমান গিল অনেকটাই মার মুখে হয়ে খেলছিলেন তবে বেশিক্ষণ সময় এই খেলা ধরে রাখতে পারেন নাই মাত্র ২৩ রানে প্যাভিলিয়নে ফেরেন। আট আবার শেষে ভারতের দলীয় রান ৯০/২ উইকেটের বিনিময়ে।
তিলক ভার্মা নতুন একজন ব্যাটসম্যান দুর্দান্ত তার খেলার ধরন ১২ বলে 26 রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন। আর এই সুবাদে ই বার ওভার শেষে ভারতের দলীয় রান ১০২ / ৩ উইকেট এর বিনিময়ে।
![]() |
---|
শিভম দুবের লড়াকু ইনিংসে ম্যাচ ফিরিয়ে আনে ভারতকে। অসাধারণ একটি ইনিংস উপহার দিলেন ভারতকে শেষ পর্যন্ত তিনি একাই তার দুর্দান্ত পারফরমেন্সে ৬০ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন । যা এই ম্যাচে সর্বোচ্চ স্কোর এবং তার স্ট্রাইক রেট ছিল 150 এর উপরে। শেষ পর্যন্ত রিঙ্কু সিং ও শিভম দুবের দুজনে অপরাজিত থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছে ১৭.৩ ওভারে, ৪ উইকেট হারিয়েই ১৫৯ রান তুলে নেয় ভারত।
৬ উইকেটে দুর্দান্ত একটি জয়ের মধ্য দিয়েই প্রথম ম্যাচটি এখানেই সমাপ্তি হল।
![]() |
---|
![]() |
---|
দ্বিতীয় ম্যাচ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আগামী রবিবার ইন্ডিয়ার সময় ৯ টা ৩০ মিনিটে। তো বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আমি যতটুকু দেখেছি ইন্ডিয়া খুবই ভালো খেলে ক্রিকেট। আর ক্রিকেট খেলা সবাই পছন্দ করে বিশেষ করে আমি নিজেও পছন্দ করি। দেশ কিংবা অন্য দেশ এই বিষয়টা আমি দেখিনা। তবে এখন বর্তমান সময়ে ব্যস্ততার কারণে একেবারেই দেখা হয় না। চমৎকারভাবে ইন্ডিয়া এবং আফগানিস্তানের খেলা আপনি আমাদের সাথে উপস্থাপন করেছেন।এত অল্প সময়ের মধ্যে কম উইকেটে ইন্ডিয়া জিতে যাবে এটাই ধারণা করা উচিত। কেননা তারা বেশ ভালো খেলে। ধন্যবাদ আপনাকে চমৎকার খেলার রিভিউ দেওয়ার জন্য। ভালো থাকবেন।
আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি খেলা দেখতে ভালোবাসেন। আমিও খেলা দেখতে অনেক বেশি ভালোবাসি।।যাই হোক, খেলাটা আমিও দেখেছিলাম, আপনি খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
ভাই যত ব্যস্ততা থাকুক না কেন খেলা দেখা আমার একটি নেশার মত বিশেষ করে ভারত ও বাংলাদেশের খেলা হলে তো কথাই নাই।
বেশ ভালো লাগলো যে আপনি আমার এই খেলা সম্পূর্ণ রিপোর্টটা করেছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনি তো দেখছি আমারই মতো, খেলা মিস করেন না। জীবনে সবকিছুরই প্রয়োজন আছে। ধন্যবাদ।
ইন্ডিয়া টিম অনেক স্ট্রং সেই তুলনায় আফগান দুরবল টিম। তবে ইন্ডিয়া সারাবছর ভালো খেলে বিশবকাপে বাদ পড়ে।
আপনি খুব সুন্দর ভাবে খেলার ধারাবিবরণী দিয়েছেন। ধন্যবাদ ভাই
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। খেলার ভিতরে হার-জিত থাকবেই তাই ফাইনাল খেলা হোক বা এমনি সিরিজ হোক।
আফগানিস্তান যে একেবারে নরমাল দল এটাও কিন্তু না।
আফগান দের গত কালের খেলা কিন্তু আরো বেশি মজার ছিল। আপনার রিভিউ এর অপেক্ষায় আছি ভাই। সুপার ওভারের রিভিউ।
ভাই কাল রাত্রে খেলার রিভিউ টা অনেক লিখে ঘুমিয়ে পড়েছিলাম এই জন্য দিতে পারি নাই। তবে আজ সকাল দশটার ভিতরে ইনশাল্লাহ সেন্ড করব।