মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো এলোমেলো ফটোগ্রাফি পর্ব #২০।

in Incredible India2 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ মালয়েশিয়া তে আছি বলেই মালয়েশিয়ার সুন্দর প্রেক্ষাপট দৃষ্টিনন্দন দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। গতকালকে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করেছিলাম 19 তম পর্ব তবে আজকে আরেকটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

IMG_20240520_233759.jpg

উঁচু উঁচু দালান কোটাই ঘেরা এই মালয়েশিয়া মালয়েশিয়া যেমন পাহাড় পর্বত তেমনি উচু উচু বিল্ডিং নির্মাণ করেছে মালয়েশিয়াতে রয়েছে দ্বিতীয় বৃহত্তম উঁচু টাওয়ার তার নাম হলো টুইন টাওয়ার। এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিল্ডিং তৈরি করে দৃষ্টিনন্দন এবং সৌন্দর্যে ভরপুর করে তুলছে মালয়েশিয়া। আমাদের পাশেই একটি ৩৫ তালা উচ্চবিল্ডিং নির্মাণ করছে। আমার ফোনের ক্যামেরায় উঠানো এই বিল্ডিং এর একটি ছবি আপনাদের কাছে তুলে ধরলাম।

📸১ নাম্বার ছবি

IMG_20240519_170054.jpg

একটি বসত বাড়িতে কয়টি এসি হলে ভালো হয় আপনার মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আপনারা দেখলে অবাক হবেন সামান্য একটি বসত বাড়িতে কতগুলো এসি লাগিয়েছে আমি তো দুই মিনিট ধরে শুধু গুনছি এই বাড়ির এসি গুলো 🤔, দুইতলা একটি ডুপ্লেক্স বাড়ি । প্রতিটা রুমে রুমে এমনকি টয়লেটের ভেতরেও মনে হয় এসি লাগানো😁। ভিআইপি মানুষের ভিআইপি শখ আমাদের বাড়িতে এই গরমের ভেতরে কোন এসি নাই ,😭আমার মত অনেকেই আছে তবে যাদের সামর্থ্য আছে তাদের বাড়িতে এসির কোন অভাব নাই।

📸2 নাম্বার ছবি

IMG_20240519_165244.jpg

📸3 নাম্বার ছবি

IMG_20240519_165349.jpg

যাইহোক এলাকাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং কিছু কিছু জায়গা থেকে শিক্ষা নিচ্ছিলাম কথায় আছে আপনি যত পড়বেন তত শিখবেন যত ভ্রমণ করবেন ততই জ্ঞান অর্জন করতে পারবেন। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি খুব সুন্দর একটি জবা ফুল গাছ।

📸4 নাম্বার ছবি

IMG_20240519_165131.jpg

গাছটিতে প্রত্যেক ডোগায় ডোগায় খুবই সুন্দর জবা ফুল ফুটে রয়েছে ফুল দেখলেই তো মনের ভিতর ভালো লাগা কাজ করে মনে হয় একটি ফুল ছেড়ে প্রিয় মানুষের চুলের খোপায় দিয়ে দিন। জবা ফুল মেয়েদের চুলের খোপায় খুবই সুন্দর মানায় তবে কথাগুলো শুধু মনেই রয়ে গিয়েছে ।‌মনের মানুষ যদি পাশে থাকতো তাহলে হয়তোবা বাস্তবায়ন করতে পারতাম। আমার প্রিয় বন্ধুদের যাদের প্রিয় মানুষ রয়েছে তারাই এই কথাগুলো বাস্তবায়ন করতে পারেন।

📸5 নাম্বার ছবি

IMG_20240519_165139.jpg

বাড়ি আসার পথে দেখতে পেলাম যে নতুন আরেকটি হোয়াইট হাউস তৈরি করছে এখনো কাজ শেষ হয় নাই তিন ভাগের দুই ভাগ শেষের পথে অনেকে জায়গা জুড়ে এই হোয়াইট হাউস টি তৈরি করা হচ্ছে এখানে মূলত বিয়ের অনুষ্ঠান সহ আরও যাবতীয় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

📸6 নাম্বার ছবি

IMG_20240519_165830.jpg

যাদের যেমন সামন্ত তেমন জায়গা ভাড়া নিয়েই এখানে অনুষ্ঠান করা সম্ভব এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম ভাড়ার দেয়া হয় । সেই সাথে যাদের অনেক জায়গা এবং লোকজনের প্রয়োজন সবকিছুই এ হোয়াইট হাউজ কর্তৃপক্ষ সংগ্রহ করে থাকে উদাহরণস্বরূপ একটি বিয়ের অনুষ্ঠান করতে হলে যা যা প্রয়োজন সবকিছুই হোয়াইট হাউস কর্তৃপক্ষ আপনাকে সার্ভিস দিবে।

📸7 নাম্বার ছবি

IMG_20240519_165836.jpg

তো বন্ধুরা আমি আজকের মত এখানেই ২০ তম পর্ব শেষ করছি। আমার উপস্থাপন করা পর্বগুলো ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার লেখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 2 months ago 

আমি এই মালয়েশিয়ার টুইন টাওয়ার এর কথা শুনেছি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি আর হব কিনা জানি না।।। কিন্তু আপনাদের মত ভাই ব্রাদারে মাধ্যমে দেখার সৌভাগ্য হয়েছে অনেক বার।।।

ভাই যাদের টাকা আছে এই টাকা কোথায় খরচ করবে তারা নিজেই জানে না তাইতো সব জায়গায় এসি লাগায়।। খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।। আর হ্যাঁ চলছে পর্ব 20 আশা করি পরবর্তী পর্ব আমাদের মাঝে শেয়ার করবেন।।

 2 months ago 

সত্যি তাই যাদের টাকা আছে তারা কোথায় টাকা খরচ করবে নিজেরাই জানেনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 months ago 

জি ভাই আর আমাদের টাকা নেই রুমে ফ্যান লাগাইতে পারি না আর ওতো এসি।। কোথায় আছে না টাকা থাকলে কাঠের পুতুল হা করে।।

 2 months ago 
  • নতুন একটা ফটোগ্রাফিমূলক পোস্ট শেয়ার করেছেন। বিগত পোস্টেও সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছিলেন এবারও তার ব্যতিক্রম ঘটে নি।

  • উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা সত্যিই অনেক ঝুকিপূর্ণ হয়ে থাকে। কত মানুষের অকালে প্রাণ যায় সেটা আমরা বুঝতেও পারি না। টুইন টাওয়ারের কথা তো আমরা সকলেই জানি। আজ কিছু ফুলের ফটোগ্রাফিও শেয়ার করেছেন আমাদের মাঝে।

ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

দাদাভাই এখন উঁচু উঁচু বিল্ডিং প্রতিযোগিতায় মাঠে নামছে বিশ্বের বড় বড় দেশগুলো কে কার চেয়ে বেশি উঁচু টাওয়ার তৈরি করতে পারে সেই প্রতিযোগিতাই। আপনি ঠিক বলছেন উঁচু উচু বিল্ডিং গুলো ঝুঁকিপূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 2 months ago 

বর্তমান সময়ে যেকোনো শহরে উপরের দিকে তাকালে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আপনাদের মালয়েশিয়া সবথেকে তৃতীয় বড় টাওয়ার হল টুইন টাওয়ার। কখনো এই টাওয়ারের নাম শুনিনি আজকে আপনার পোস্ট জানতে পারলাম।
সত্যি কথা বলতে ভাই তার সামর্থ্য আছে তারাই তো সুখে থাকবে এটাই বাস্তবতা। এজন্যই হয়তো যারা বড়লোক মানুষ তারা হিসাব ছাড়া টাকা খরচ করে।
আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। ধন্যবাদ

 2 months ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর হয়েছে ।আপনি ঠিকই বলেছেন। এখন চারিদিকে তাকালে শুধু উঁচু উঁচু বিল্ডিং এ দেখা যায়। আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65733.39
ETH 3506.40
USDT 1.00
SBD 2.51