রবিবার ছুটির দিন মার্কেটে একটু ঘোরাঘুরি কেনাকাটা।

in Incredible Indialast year

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সকাল, সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা। রবিবার ছুটির দিন মার্কেট ভ্রমণ সম্পর্কে।

Adobe_Express_20230717_1806180_1.png

Edited by Canva

সাপ্তাহ ছয় দিন কাজ করার পর সবারই মনে চাই ছুটির দিনটা একটু ভ্রমণ করি বিভিন্ন স্থানে। তাই আমি ও আমার এক বন্ধু মিলে একটু মার্কেটে ঘুরতে গিয়েছিলাম পাশাপাশি কিছু কেনাকাটা ও করলাম।

IMG_20230714_141729.jpg

IMG_20230714_141616.jpg

IMG_20230714_141707.jpg

এটা খুব বড় একটা মার্কেট না তবে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় অল্প করে রাখছে তবু ও সবকিছু আপনি পাবেন। রান্না সমগ্র জিনিস এবং মাছ-মাংস সহকারে সবকিছুই।

IMG_20230714_141556.jpg

IMG_20230714_141420.jpg
বন্ধুরা প্রতিটা মূল্য তালিকা দেওয়া রয়েছে যাতে করে ক্রেতাদের কোন অসুবিধা না হয় এবং এটা মালয়েশিয়ার একটি নিয়ম। প্রতিটা জিনিসের মূল্য তালিকা নির্ধারণ করতে হবে।
IMG_20230714_141405.jpg

গেটের প্রথম দিকে রেখে দিয়েছে বিভিন্ন ধরনের ফল আপনারা দেখতে পাচ্ছেন আপেল কলা আম ড্রাগন ফল আনারস আরো অনেক কিছুই রয়েছে ছবিতে আপনার হয়তোবা দেখতেই পাচ্ছেন।

IMG_20230714_141746.jpg

IMG_20230714_141748.jpg

সব ধরনের সবজি এখানে পাওয়া যায় সবজিগুলো খুবই তরতাজা যে কারো দেখলে পছন্দ হবে অনেকেই কেনাকাটা করছে তার কিছু ছবি আপনাদের কাছে শেয়ার করছি। এই মার্কেটে একটু দাম বেশি তবুও প্রচুর বিক্রি হয় আমিও মাঝে মাঝে যাই এখানে কেনাকাটা করতে।

IMG_20230714_141556.jpg

IMG_20230714_141608.jpg

IMG_20230714_141616.jpg

এই মার্কেটি অবস্থিত মালয়েশিয়ার রাওয়ান শহরে আমাদের বাসা থেকে যেতে ২০ মিনিট সময় লাগে মোটরসাইকেলে অথবা গাড়িতে করে। প্রায় রবিবার আমরা এখানে যেয়ে থাকি কেনাকাটা করতে।

IMG_20230714_141656.jpg

IMG_20230714_142025.jpg

এখানে একটি জিনিস খুবই ভালো মানের পাওয়া যায় সেটি হলো সাগরের কাঁকড়া এক একটি কাঁকড়ার ওজন প্রায় ৫০০ গ্রাম হয়তোবা আপনারা ছবিতে অনেক ছোট ছোট দেখতে পাচ্ছেন কিন্তু বাস্তবে অনেক বড় বড় কাঁকড়া। এগুলো খেতে খুব স্বাদ লাগে আমরা মাঝে মাঝে ক্রাই করি। এগুলোর অনেক দাম এজন্য প্রতিনিয়ত খাওয়া সম্ভব হয় না।

IMG_20230714_141519.jpg

IMG_20230714_141522.jpg

IMG_20230714_141535.jpg

আপনারা আরো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রজাতির মাছ সবগুলো সাগরের মাছ এবং দেশি প্রজাতির মাছ খুবই কম দেখা যায় মালয়েশিয়াতে। অনেক বড় বড় টুনা ফিট রয়েছে এগুলো খেতে অনেক স্বাদ লাগে।

IMG_20230714_141401.jpg

IMG_20230714_141405.jpg

বন্ধুরা এটা হল মুরগির মাংস সাইট এখানে বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে দেশি মুরগি পোল্ট্রি মুরগি এবং পাকিস্তানি লাল মুরগি। আপনাদের সমস্ত মার্কেট টা ঘুরে ঘুরে ছবি তুলে শেয়ার করছি আমার ফোনের ক্যামেরা দিয়ে।

IMG_20230714_141412.jpg

IMG_20230714_141410_1.jpg

IMG_20230714_141420.jpg

রবিবার একটু ঘুরতে বের হলে মনটা ভিতর অনেক ভালোই লাগে সপ্তাহের শেষে ক্লান্তি গুলো দূর হয়। সব সময় কাজের ভেতরে থাকতে ভালো লাগে না মনটা চাই মুক্ত আকাশে কিছু সময় ঘুরে বেড়াই। তাই রবিবারে মার্কেটে ঘুরতে গিয়ে কিছু ছবি এবং আমার মনের কথা আপনাদের কাছে শেয়ার করছি আশা করি আপনাদের ভালই লাগবে।

IMG_20230714_142029.jpg

যারা মালয়েশিতা আছে তারা জানেন যে ঘোরাঘুরির কোন সময় পাওয়া যায় না ভ্রমণের কোন সময় বের করা যায় না কাজের এত পরিমান চাপ থাকে যে কিছু কিছু সময় 18 ঘন্টা ডিউটি করতে হয়। তাই যখন একটু ছুটি পাই সবাই মনে করে যে একটু ঘুমিয়ে নেই। একটু ঘুরতে বের হব এমনই চিন্তা করে কিন্তু সেই সময়টুকু আর হয়ে ওঠেনা তখন শুধু মনে হয় যে একটু আত্মীয়দের সাথে কথা বলি অনেকদিন সব আত্মীয়ের সাথে কথা বলা হয় নাই। এভাবে কাটিয়ে দেয় ছুটির দিনটা।

তো বন্ধুরা রবিবার ছুটির দিন বেড়াতে যাওয়া সম্পর্কে যেটুকু লিখছি যদি লেখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

অসংখ্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।
Sort:  
Loading...
 last year 

অনেক দিন পর ছুটি পেয়ে চলে গেছেন ঘুরতে তার সাথে আপনারা মার্কেটে গিয়ে সবজী কিনলেন তার সাথে মাছ মাংস যা কিছু তা সবই কিনে নিলেন ৷ তবে মার্কেট গুলো বেশ সুন্দর লাগলো ৷ সবকিছু সাজানো রয়েছে সুন্দর পরিবেশে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58478.70
ETH 3158.37
USDT 1.00
SBD 2.43