পড়ন্ত বিকেলে ঘুরতে গিয়ে এলোমেলো কিছু ফটোগ্রাফি। # ৪

in Incredible India6 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সন্ধ্যা,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আমি মোঃ শাহিন বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে। আর আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব পড়ন্ত বিকেলে ঘুরতে গিয়ে মালয়েশিয়ার কিছু প্রাকৃতিক সৌন্দর্য তার পাশাপাশি মালয়েশিয়ার পরিবেশ সম্পর্কে।

IMG_20240128_212713.jpg

ব্যস্তময় শহরে ব্যস্ত দিন অতিবাহিত করছি আমরা সকলেই। প্রকৃতির মাঝে যে সৌন্দর্য লুকিয়ে আছে সেগুলো দেখার সময় যে আমাদের নাই সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত দিন অতিবাহিত করছি তবে সম্পূর্ণ ব্যতিক্রম আজকের বিকালটা। আজ রবিবার ছুটির দিন সারাদিন অবসরে থাকলেও বিকাল বেলা ঘুরতে বাহির হয়েছি।

১📸 নাম্বার ছবি

IMG_20240128_171913.jpg

বাসা থেকে বের হয়ে ১০ মিনিট পথ হাঁটার পর দেখা হল বাঙালি এক ভাইয়ের সাথে সে আমাদের এলাকা ছাড়া অনেকটা দূরে থাকে মাঝেমধ্যে তার সাথে দেখা হয় তবে তেমন কোন পরিচয় তার সাথে নাই তবে বাঙালি ভাই বলে কথা তার সাথে কুসুম বিনিময় করে জিজ্ঞাসা করলাম তার দেশের বাড়ি কোথায় তিনি আমাকে উত্তর দিয়ে বলল যে আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ এরপর আরো কথা হলো তার সাথে। মাথায় টুপি সাইকেলে চড়ে যাচ্ছিল আমাকে দেখে সাইকেল থেকে নেমে হাঁটতে হাঁটতে কিছু সময় গল্প করল । এরপর সে তার গন্তব্যে অন্য রাস্তায় গেল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম।

২ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171704.jpg

আপনারা হয়তোবা অনেকেই জানেন উন্নত রাষ্ট্রে এমন গাড়ি প্রায় বাড়ির সামনে দুই একটা থাকেই তবে এখন বাংলাদেশে গ্রাম অঞ্চলে বাদে শহরে এমন মাইক্রো গাড়ির সংখ্যা অনেক বেড়েছে। বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক তাই অনেকের সামর্থ্য থাকলেও গাড়ি কিনতে পারেনা শুধু জ্বালানি তেলের দাম অনেক হওয়াতে। মালয়েশিয়াতে এক লিটার তেলের দাম মাত্র দুই রিঙ্গিত যা বাংলাদেশী টাকায় ৫২ টাকা। তো যাই হোক গাড়িটা দেখতে সুন্দর লাগছিল আর এই কারণেই আমি ছবিটি আপনাদের কাছে তুলে ধরেছি ।

৩ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171643.jpg

আজ বিকালটা খুবই সুন্দর আকাশের কোন মেঘলা নাই ফর্সা আকাশ সুন্দর আবহাওয়া বাতাস বইছে অনেকটা গতিতে ভালই লাগছিল আশেপাশে এলাকাগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ কিছু দুর গিয়ে দেখতে পেলাম একটি বাড়ির সামনে ঠিক গেটের বাম সাইডে লাগানো আছে খুব সুন্দর একটি গেট ফুল গাছ যেখানে থোকায় থোকায় ধরে আসে লাল রঙ্গের এই ফুলগুলো নাম অজানা এই ফুল গুলো দেখতে আসলেই অসম্ভব সুন্দর যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।

৪ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171649.jpg

৫ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171635.jpg

আমার নিজেরই মনে হচ্ছিল যে এই গাছের একটি চারা নিয়ে গিয়ে আমার রুমের সামনে লাগিয়ে দেই ফুলের সুগন্ধটাও মধুর ছিল তাই অনেক সময় ওখানে দাঁড়িয়ে সময় পার করছি এবং বেশ কয়েকটি ছবি তুলেছি গাছের সবুজ পাতা বোঝাই যাচ্ছে না লাল এই ফুলটির কারণে গুচ্ছ আকারে যে ফুলগুলো ফুটে থাকে সেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে।

# ৬📸 নাম্বার ছবি

IMG_20240128_172107.jpg

আরো একটু সামনে গিয়ে দেখি কয়েকজন ইন্দোনেশিয়ান ভাইয়েরা নতুন একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করছে বাড়ির কাজ টি এখনো সম্পন্ন শেষ হয় নাই গ্লাস এর এবং দরজার কাজ এখনো বাকি রয়েছে। মালয়েশিয়াতে ঘর রং করার পর গ্লাস এর কাজ এবং দরজার কাজগুলো করে থাকে। যাতে করে ঘর রং করতে গিয়ে দরজা অথবা গ্লাসে ঐ রং লেগে না যায়। সামনের মেনগেট ও বাউন্ডারি সবে মাত্র ইট গেথে রেখেছে এখনো প্লাস্টার হয় নাই। সিম্পল ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি দেখতে মোটামুটি বেশ ভালই লাগছে।

৭ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171941.jpg

আমরা হয়তোবা চোখে অনেক ফুল গাছ দেখি তবে তার নাম সঠিক জানিনা এখন সঠিক নাম জানার জন্য গুগল রয়েছে যেখান থেকে আমরা খুব সহজেই যেকোনো ফুলের নাম বের করতে পারি ঠিক তেমনি ভাবেই আজকে আমি এই ফুলটি আমাদের এলাকায় আমরা রসুন ফুল বলে চিনতাম তবে এর সুন্দর একটি নাম রয়েছে সেটা আমি গুগল থেকে পেয়েছি তো চলুন জেনে নেওয়া যাক এর নাম কি।( সুখদর্শন ফুল)

৮ 📸 নাম্বার ছবি

IMG_20240128_171942.jpg

সুখদর্শন ফুল

৯ 📸 নাম্বার ছবি

IMG_20240128_172231.jpg

সর্বশেষ যে ফটোগ্রাফিটা করেছি সেটি হল গ্রাম বাংলার অতি পরিচিত ফল বাতাবি লেবু মালয়েশিয়া তে এই লেবু গাছ খুব কম দেখা যায় তবে আজ যখন বিকালে ঘুরতে গিয়েছি এবং বাড়ি ফেরার পথে একটি বাড়ির সামনে এই বাতাবি লেবুর কাছে দেখতে পেয়েছি এবং তাতেও খুব সুন্দর সুন্দর লেবু ঝুলছে তবে এখনো খাওয়ার উপযুক্ত হই নাই।

তো বন্ধুরা এভাবেই শেষ হলো বিকালের এলোমেলো ফটোগ্রাফি করা আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 6 months ago 

আজকে বিকেলে হাটতে বের হয়ে এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। খুব একটা পরিচয় না থাকলেও যেহেতু বাংলাদেশী তাই আপনার সাইকেল থেকে নেমে কথা বলতে বলতে এগিয়ে যায়।

মালয়েশিয়াতে গাড়ির পেট্রোলের দাম এত কম দেখে কিছুটা অবাকই হলাম।রঙ্গন ফুলের ফটোগ্রাফি টা খুবই সুন্দর হয়েছে।

ভালো লাগলো আপনার লেখা পড়ে। ভালো থাকবেন সব সময় এই শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য। হ্যাঁ আপনি ঠিক বলছেন পরিচয় না থাকলেও বাঙালি ভাই হিসেবে একে অপরের প্রতি অন্যরকম একটি টান থাকে। আর এই কারণেই তার সাথে কিছু সময় গল্প করেছি।

 6 months ago 

আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে। তবে ৩ নং ফটোগ্রাফিটা অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।।।

 6 months ago 

আপনাদের ভালো লাগা এবং প্রশংসা পেলে কাজের প্রতি আরো মনোযোগ বৃদ্ধি পায় ভালোবাসা থেকে যে কোন কাজ করলে সেই কাজটি সহজ এবং সুন্দর হয়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 6 months ago 

প্রিয় ভাই, আপনার পোষ্টটি পড়ে মালোয়শিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম। সেখানে কী কী পাওয়া যায় সেই সম্পর্কেও অনেক ধারণা পেলাম। প্রতিনিয়ত এমন তথ্যবহুল পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করবেন সেই প্রত্যাশা করছি।

আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি ভাই। ভালো থাকবেন।

 6 months ago 

ইনশাল্লাহ ভাই চেষ্টা করব আপনাদের মাঝে মালয়েশিয়ার সুন্দর দৃশ্য এবং বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরার ।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 6 months ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ভাই। ব্যস্ত থাকার মাঝখান থেকেও সময় পেয়ে একটু ঘুরতে বের হয়েছিলেন।। আর হ্যাঁ এখন এরকম মাইক্রো প্রায় দেখা যায়।। আর ইন্দোনেশিয়ান ভাইদের ডুপ্লেক্স বাড়িটা দেখতে অসাধারণ লাগছে।।

ধন্যবাদ আপনার আনন্দ মুহূর্ত কিছু সময় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 6 months ago 

ভাই সত্যি কথা বলতে যখনই আমার ফটোগ্রাফি গুলো প্রশংসা শুনি নিজের কাছ থেকে অনেক বেশি ভালো লাগে কাজের প্রতি আরো মনোযোগ বেড়ে যায় নতুন নতুন ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপনা করতে উৎসাহ পাই।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 months ago 

এটি আপনি একদম সঠিক বলেছেন কোন কাজের প্রশংসা পেলে সেই কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় ‌‌

 6 months ago 

বিকেলে ঘুরতে গিয়ে আপনি দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন। তবে কিছু ছবির ফ্রেমিং একটু বাকা লেগেছে আমার কাছে।

 6 months ago 

ভাই কিছু কিছু ছবি জুম করে উঠিয়েছি এই জন্য ছবিগুলো হালকা একটু বাঁকা লাগছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি করে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66902.20
ETH 3248.49
USDT 1.00
SBD 2.64