মায়ের কাছ থেকে শোনা নানির বাড়ির গল্প।

in Incredible Indialast year

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

শুভ সন্ধ্যা,

অনেকদিন পরে মনে পড়লো নানির বাড়ির গল্প, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প রয়েছে যেগুলো অতি বাস্তব। যেগুলো আমরা চোখে দেখিনি কিন্তু সত্য। দাদা, দাদী, নানা,নানী , , মা আরো আত্মীয়-স্বজন এর কাছ থেকে শুনেছি বিভিন্ন রকমের গল্প। আমি আজ যে গল্পটি আপনাদের কাছে উপস্থাপনা করতে যাচ্ছি সেটি আমার মায়ের কাছ থেকে শোনা গল্প।

আমার নানীর বাড়ির যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম (কোটা বাড়ি) নামটা একটু আজব কিন্তু এর পেছনে রয়েছে অনেক বড় একটি গল্প যেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন তবে এটা সত্যিই একটি ঘটনা।

Edited by Canva

Adobe_Express_20230821_2128290_1.pngsource

আমার নানির বাড়ি থেকে ১৫ থেকে ২০ মিনিট হাঁটলেই বেত্রাবতী নদী দেখা যায় নদীর গা বয়ে রয়েছে ঘন জঙ্গল সেখানে খুব একটা বেশি মানুষের আনাগোনা নাই। অনেকেই মাঝে মাঝে মাছ ধরতে নদীর যাই তাছাড়া অন্য কোন মানুষ জঙ্গলের সাইট দিয়ে যায় না।

একদিন এক জেলে মাছ ধরতে ধরতে ঠিক গ্রামের মধ্য বরাবর যখন যায় তখন দেখতে পায় বিশাল বড় একটি বটগাছ এবং তার সাইডে সাইডে ছোট ছোট কুটি ঘর জেলে হঠাৎ করে দেখেই একটু ভয় পেয়ে যায় কেননা সে আগে কখনোই গ্রামের ভিতরে নদীর পাড়ে এত বড় বটগাছ দেখি নাই জেলে আরো অবাক হয় যে ছোট ছোট ঘর এই ঘন জঙ্গলের ভিতরে কারা বসবাস করতে পারে ।

এবার জেলে তার নৌকাটা ঘুরিয়ে বাড়ির দিকে আসে। বাড়িতে এসেই সবাইকে ডেকে বলে তার দেখা সমস্ত ঘটনা। এক এক করে গ্রামের আরো মানুষ একত্রিত হয় তারপর সবাই মিলে যায় ওই বটগাছ তলায় রহস্য জানতে।

pexels-faruk-hossain-17686729 (1).jpgsource

গ্রামের লোক বটগাছ তলায় গিয়ে আরো অবাক হয় ছোট ছোট ঘর দেখে ঘরের ভিতরে কোন মানুষ নাই তবে ঘর গুলো দেখে মনে হচ্ছে এখানে মানুষ বসবাস করে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আরো অবিশ্বাস্য কিছু জিনিস দেখতে পাই সেগুলো হল অনেক বড় বড় পাথর যার এক একটি ওজন কয়েক টন হবে। পাথরগুলোর রং বিভিন্ন ধরনের কালো সাদা লালছে। পাথরগুলো এক একটি এক, এক সাইজের।

গ্রামের আরো পণ্ডিতরা এসে দেখল এবং এক একজনের এক এক ধরনের মতবাদ দার করাতে লাগলো। বলছে এগুলো অনেক পুরাতন এবং মুঘল আমলের। আবার কেউ কেউ বলছে এগুলো সব জীনের কারবার এক রাতের ভিতরে জীন এগুলো তৈরি করেছে। আসলে এর পিছনে রহস্যটা এখনো পর্যন্ত অজানা।

এ রহস্যময় জিনিস দেখতে মানুষ দলে দলে ভিড় করা শুরু করল এবং সবার মুখে একটি শব্দ যে কোটা পরিদর্শন করতে যাব। আসলে বট গাছের নিচে ঘরগুলি এত ছোট ছোট ছিল যে মানুষ কোটা বলে ডাকতো। ওখান থেকেই এই গ্রামের নামকরণ করা হয় কোটাবাড়ি ।

pexels-quang-nguyen-vinh-5118539.jpgsource

ওই বটগাছের আশেপাশে যেগুলো পাথর রয়েছে এগুলো নাকি পূর্ণিমা রাত্রে স্থান বদল করে। আর এমন ঘটনা দেখতে প্রতিদিনই মানুষ এখানে ভিড় করে। প্রত্যেক শুক্রবারে ওখানে একটি অনুষ্ঠান হয় প্রত্যেক ধর্মের লোক ওখানে যাই বিভিন্ন ধরনের মানত করে রোগের জন্য অনেকেই বলে যে এখানে মানত করলে নাকি রোগ সেরে যায়।

ওই বট গাছের গোড়ায় এখনো পর্যন্ত হিন্দু ধর্ম অবলম্বীরা বিভিন্ন পূজা করে থাকে। ওইখানের স্থান সবার জন্য উন্মুক্ত সবাই এসে পরিদর্শন করতে পারে।

আমার আম্মু একদিন বলছিল যে ওই পাথরগুলো নিতে নাকি প্রশাসনের লোক আসছিল কিন্তু একটি পাথর ও উঠিয়ে নিয়ে যেতে পারি নাই। ওই পাথরগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। বট গাছের গোড়ায়।

আসলে আমাদের এই পৃথিবীতে কিছু কিছু রহস্যময় জিনিস রয়েছে সেগুলো সারা জীবন রহস্য থেকে যাবে কিন্তু প্রমাণ করতে পারবেনা কিছুদিন আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে বাংলাদেশের সীতাকুণ্ড নামে একটি পাহাড় রয়েছে এবং ওই পাহাড়ে যেকোনো জায়গায় হালকা গর্ত করেই যদি আগুন ধরানো হয় তাহলে আগুন জ্বলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি ওই গর্ত মাটি দিয়ে ভরাট না করে দিচ্ছেন।

বন্ধুরা আমার নানার বাড়ি গল্প বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম আপনাদের খোঁজখবর নিতে । তো সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন।

আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
 last year 

Amiga en realidad todos tenemos un linda historia justo a nuestra abuela, me encantó tu historia es muy linda. Saludos y bendiciones.🤗

 last year 

আলহামদুলিল্লাহ! আমি ভালো আছি। আপনার নানি বাড়ির বট গাছের গল্পটি খুবই ভালো লাগলো। আরো ভালো লাগলো কোটা বাড়ির রহস্য ও আশ্চর্যময় পাথরের কথা শুনে।

খুব সুন্দর ভাবে আপনি লেখাটি শেষ করেছেন। পড়ে বেশ ভালো লাগলো।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 last year 

আপু সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান সময় দিয়ে আমার লেখা টি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

আপনার নানির বাড়ির বট গাছের গল্পটি শুনে বেশ ভালোই লাগলো। আরো ভালো লাগলো কোটা বাড়ির রহস্য শুনে।
খুব সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্টটি শেয়ার করেছেম
থ্যাঙ্ক ইউ

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার লেখাটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

Loading...
 last year 

আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া।

প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই, একটি অদ্ভুত ও বাস্তব গল্প বলার জন্য, যে গল্পটি আপনি নানা বাড়ি থেকে শুনেছেন।

আমাদের পৃথিবীতে অনেক আজব জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস না করতে চাইলেও বিশ্বাস করতে হয়। আপনি আপনার এলাকার নাম কিভাবে হয়েছে, সেই গল্পটি বলেছেন। আমি গল্পটি পড়ে অনেকটা অদ্ভুত হয়ে গেছি, একটি বটগাছ থেকে একটি এলাকার নামকরণ হয় এটি আসলেই অবাক করার বিষয়।

খুবই ভালো লাগলো আপনার পোস্ট পড়ে যেখানে বটগাছের নিজের যে ছোট ছোট ঘর ছিল সেগুলো সেখানকার মানুষ বলতো কোটা ,আর এই কোটা থেকেই হয়ে গেল কোটা বাড়ি কি চমৎকার।

 last year 

ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 last year 

আপনি আমাদের সাথে বাস্তব একটি ঘটনা শেয়ার করলেন যা আপনি আপনার মায়ের কাছ থেকে শুনেছেন।

আপনার নানির বাড়িতে আজব এক ঘটনা ঘটেছে। সেখানে বটগাছের পাশে ছোট ছোট ঘর থাকায় সেই জায়গার নামটিও হয়ে গেল কোটা বাড়ি আর আপনার নানির বাড়ি কোটা বাড়িতে।

আসলে এমন আজব গল্প আগে অনেক হত যা শুনতে কল্পনার মত হলেও এগুলো বাস্তব আমি বিশ্বাস করি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি বাস্তব ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য আপনার অনেক অনেক শুভ কামনা করছি

 last year 

কিছুদিন আগে এমন একটা গ্রামের উপর ডকুমেন্টারি দেখেছিলাম সেখানেও এমন কিছু পাথরের কথা বলা হয়েছিল যে, কেউ এগুলো সরালো সে অসুস্থ হয়ে পরে। আপানার লেখা পড়ে সেটাই মনে পরে গেলে।হয়তো এমন কিছু আসলেই আছে!
যাই হোক ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63907.47
ETH 2753.31
USDT 1.00
SBD 2.66