Ixora coccinea , বা রঙ্গন ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল,
PHOTOGRAPHY
সবুজের পাতার ভিতরে লাল এই ফুলগুলো দেখতে আসলেই মনমুগ্ধকর।
মালয়েশিয়াতে রঙ্গন ফুল প্রায় রোডে অথবা বাড়ির সামনে লাগানো থাকে দেখতে খুবই সুন্দর আরো একটি বিষয় হল তারা এই ফুলগুলো লাগানোর পরে খুব সুন্দর করে কাটিং করে রাখে আর এর ফলে ফুলগুলো সাইজ এবং গাছের সাইজ একই রকম দেখা যায়। যে কেউ দেখলে মন ভরে যাবে এই সুন্দর ফুলগুলো । আমরা সাধারণত শুধু একটি ফুল গাছ বাড়ির সামনে লাগিয়ে থাকি তার কোন পরিচর্যা করি না এইজন্য ফুল গাছের সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য আমরা দেখতে পাই না।
অতি পরিচিত এই ফুলকে বাঙালি নামকরণ করছে রঙ্গন ফুল নামে তবে এর সুন্দর একটি বৈজ্ঞানিক নাম রয়েছে সেটি হল ; Ixora coccinea। ,
আমরা অনেকেই জানি এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। ঝোপের মত ঘন সবুজ রঙ্গন গাছে লাল, , হলুদ, গোলাপী ,কমলা ও সাদা রঙ্গের ফুল দেখা যায়। তবে আজকে যে ফটোগ্রাফি সংগ্রহ করছি এগুলো সব লাল রংয়ের রঙ্গন ফুল । এই গাছ সাধারণত তিন থেকে ছয় মিটার পর্যন্ত উচ্চ হয়ে থাকে তবে এর সৌন্দর্য তখনই বৃদ্ধি পায় যখন গাছগুলো একই সাইজে কেটে রাখা হয় যেমনটা আমার ছবিতে দেখতে পারছেন বাড়ির সামনে রাস্তার সাইডে লম্বা লাইনে এই গাছগুলো প্রতিস্থাপন করেছে। দেখতে কতই না সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে আমার নিজের কাছে তো অনেক ভালো লাগছে। আপনারা চাইলেই এই ফুল গাছগুলো এভাবেই গাছগুলো প্রতি স্থাপন করতে পারেন।
মালয়েশিয়াতে রঙ্গন ফুল গাছে ধারাবাহিকভাবে ফুল ফুটে থাকে তবে বাংলাদেশ কিছু কিছু সময় এই ফুল গেছে বেশি ফুল ধরে যেমন বর্ষার সিজেন। তবে অন্যান্য ঋতুতে সে তুলনায় কম ফোটে। প্রায় প্রতি শাখার অগ্রভাগে সবুজ পাতার ফাঁকে থোকা থোকা ফুল ফোটে, থোকায় থাকে অসংখ্য মঞ্জুরি। তবে একটি মঞ্জুরীতে চারটে করে পাপড়ি ।আপনারা ছবিতে দেখে অনেকেই বুঝতে পারছেন কত পরিমাণ একটি থোকায় ফুল ধরছে।
রঙ্গন খুব কষ্টসহিষ্ণু গাছ অন্যান্য ফুল গাছের তুলনায় এর পরিচর্যা খুবই কম লাগে পানি ও তুলনামূলকভাবে কম দিতে হয়। যারা ছাদ বাগানে ফুল গাছ লাগাতে পছন্দ করেন তারা দুইটা ও তিনটি রঙ্গন ফুল গাছ লাগাতে পারেন আপনার ছাদ বাগানের সৌন্দর্য আরো বৃদ্ধি করবে।
Device | Name |
---|
Picture | Photography |
---|
•Category | flowers |
---|
•Camera Used | Handphone |
---|
•Model | vivo 15y |
---|
•Photographer | @mdsahin111 |
---|
•Location Aceh / | Malaysia |
---|
রঙ্গন গাছের কান্ড ও শাখা প্রশাখা খুবই শক্ত। সব ধরনের মাটিতে রঙ্গন ফুল গাছ জন্মে। রঙ্গন গাছের ডাল মাটিতে পুতে নিয়মিত পরিচর্যা করলে কয়েকদিন পরই মূল গজায়। অথবা রঙ্গনের ফল থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করা সম্ভব। তবে সহজ পদ্ধতি হলো এই ডাল থেকে বংশবিস্তার করা।
তো বন্ধুরা রঙ্গন ফুল সম্পর্কে আমার জানা তথ্যগুলো শেয়ার করছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
বাহ, রঙ্গন ফুলের ছবিগুলো আপনি খুব ভালই তুলেছেন। আপনি এটা ঠিক বলেছেন যে রঙ্গন ফুল গাছের বেশী যত্ন নিতে হয় না। সেজন্য অনেকেই এটা বাড়ির টবে বা উঠোনে চাষ করেন। আর এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর হয়। এরকম আরও ছবি আপনার কাছ থেকে পাবার আশায় থাকলাম।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব নতুন নতুন ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
রঙ্গন ফুল দেখতে খুবই ভালো লাগে আমার। আমি আগে জানতাম না এই ফুলের নাম রঙ্গন। কিছু দিন আগে আমি আরো একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি পড়েছিলাম স্টিম প্লাটফর্ম থেকে। তখন আমি বুঝতে ও জানতে পারলাম যে, এই ফুলের নাম রঙ্গন ফুল।
আপনি আপনার লেখার মধ্যে রঙ্গন ফুল গাছ কিভাবে লাগাতে হয় সেটা বলেছেন। খুবই ভালো লাগল ভাই আপনার পোস্টটা পড়ে। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষা থাকলাম এবং ভালো থাকবেন আপনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর লাগছে। আমার ক্যাম্পাসে অনেক এই রঙ্গন ফুল দেখা যায়।এটি আমার খুব পছন্দের তালিকায় থাকা একটি খুব। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ আপনাকে।
রঙ্গন ফুল দেখতে আমার খুব ভালো লাগে আমি যখন মাথায় খোপা করি তখনই এই ফুলটা খোপায় গুজে থাকি আমার বেশ পছন্দের একটি ফুল আর এই ফুল সম্পর্কে অনেক কিছু আমার জানা ছিল না তবে এই টা পোস্টটি পড়ার পরে জানতে পেরেছি।
যদিও রঙ্গন ফুলের সাদা রঙ টা আমার বেশি ভালো লাগে, তবে আজকে আপনার ফটোগ্রাফি দেখে এই কালার টাও বেশ লাগছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। শেষের দুইটা ছবির ফোকাস একটু কম হয়েছে। আশা করি নেক্সট টাইম আরো ভালো ফটোগ্রাফি দেখতে পারবো।
রঙ্গন ফুলের নিয়ে একটি পোষ্ট আমিও শেয়ার করেছিলাম। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনি ঠিক বলেছেন সবুজের মধ্যে লাল ফুল গুলো অনেক সুন্দর হয়। তবে লাল ছাড়াও রঙ্গন ফুল আরো অনেক রঙের হয়।
রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ৷ তার পাশাপাশি রঙ্গন ফুলের অনেক গুলো বর্ণনা শেয়ার করেছেন ৷ এই রঙ্গন ফুল খুব সহজেই টবের মধ্যে চাষ করা যায় ৷ আর এই রঙ্গন ফুলের অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে ৷
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
রঙন ফুল বাংলাদেশের সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই ফুল নিয়ে এত সুন্দর লেখা আর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য