নাম অজানা হলুদ রঙ্গের মন জুড়ানো কিছু ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল
আমার প্রিয় সকল লেখক, লেখিকাকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালই আছেন।
আমি মোহাম্মদ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব নাম অজানা হলুদ রঙ্গের কিছু ফুলের ফটোগ্রাফি।
PHOTOGRAPHY
- |
হলুদ রং আমার কাছে অনেক পছন্দের হলুদ রং দেখলেই যেন মনের ভেতরে অন্যরকম একটি আকর্ষণ কাজ করে। প্রকৃতির মাঝে নানা ধরনের নানা রঙ্গে ফুল রয়েছে যেগুলোর আমরা অনেক নাম জানি আবার অনেক নাম অজানা তবে এখন ইন্টারনেট এবং গুগলের কারণে অজানা অনেক ফুলের নাম আমরা খুঁজে বের করতে পারি তেমনিভাবে আমি গুগল থেকে এই ফুলের নাম জানার চেষ্টা করেছি এবং সফল হয়েছি এখন আপনাদের কাছে এই নামটি উপস্থাপনা করেছেন তবে এর ইংরেজি নামটা dillenia suffruticosa খুঁজে পেয়েছি কিন্তু বাংলা নাম খুঁজে পাই নাই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
নাম অজানা এই ফুল গাছের বিবরণ ;
এই ফুল গাছটি মালয়েশিয়া পাহাড় বন জঙ্গলে বেশি দেখা যায় এই গাছের পাতা অনেকটাই বট গাছের পাতার মতো তবে বট গাছের পাতা দেখতে ছোট হলেও এর পাতা কুলোর মত বড় বড়। এই গাছের উচ্চতা সাধারণত ২০ থেকে ২৫ ফুট পর্যন্ত হয়ে থাকে এর ডাল গুলো অনেক শক্ত। সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ বর্ণের এই ফুলগুলো ফুটে থাকে। ফুলের কলি গুলো দেখতে লাল বর্ণের। যেমনটা গোলাপ ফুলের কলি হয়ে থাকে ঠিক দেখতে একই রকম।
নাম অজানা এই ফুলের বিবরণ,
আল্লাহ সুবাহানাতালা সৃষ্টি কি অপরূপ, এই পৃথিবীর বুকে কোটি কোটি সৃষ্টি রয়েছে যার এক একটির সাথে আরেকটি কোন মিল নাই এমনকি কয়েক কোটি কোটি মাখলুকাত রয়েছে কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির মিল নাই অপরূপ প্রকৃতির মাঝে ভিন্নরকম সৌন্দর্য দিয়েই সৃষ্টি করেছে। আমরা শুধুমাত্র যদি কোন ফুলের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো নিখুঁত সৃষ্টিকর্তন শ্রেষ্ঠ একজনই, তো যাই হোক আমরা এখন নাম অজানা ফুলের বিবরণ গুলো একটু জেনে নিই, আমি আগেই উল্লেখ করেছি এই ফুলগুলো দেখতে হলুদ বর্ণের প্রতিটি ডুবাই চার থেকে পাঁচটি করে ফুল ফোটে প্রতিটি ফুলের ৫টা করে পাপড়ি রয়েছে ঠিক মধ্যখানে সাদা বর্ণের পরাগ দেখা যায়। হলুদের মধ্য সাদা বর্ণের এই পরাগ টি দেখতে বেশ চমৎকার লাগে।
নাম অজানা এই ফুলের ঘ্রাণ কেমন হবে?
আমি আগে কখনোই এই ফুলটি দেখি নাই তাই এর সুঘ্রাণ সম্পর্কেও সম্পূর্ণই অজানা ছিল তাই আমি একটু চিন্তায় ছিলাম যদি এই ফুলের ঘ্রানে নিয়ে আমি অজ্ঞান হয়ে যাই তাহলে আমি তো এখান থেকে রুমে যেতে পারবো না তাই ভয়ে ভয়ে অনেকটাই এর ঘ্রাণ অনুভব করেছি। বন জঙ্গলে অনেক গাছ রয়েছে, যে গাছের পাতা অথবা ফুলের ঘ্রাণ নিলে মানুষ অজ্ঞান হয়ে যায় তাই আমি এর ঘ্রাণ নেওয়ার সময় যেটা করছি একটি ফুল গাছ থেকে ছিড়ে নিয়ে আস্তে আস্তে নাকের কাছে দিয়েছি তখন মৃদু একটি ঘ্রাণ অনুভব করতে পেরেছি। এই ফুলের সুঘ্রানটা আমার কাছে অনেক ভালোই লেগেছে।
উপসংহার,
মাঝে মাঝে কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয় আর এই কারণেই নতুন নতুন ফটোগ্রাফি সংগ্রহ করতে পারি, ফোনের ক্যামেরায় ফটোগ্রাফি করাটা অনেক আনন্দের। সুন্দর দৃশ্য গুলো হয়তোবা আমরা কয়েকদিন পরেই ভুলে যাই যদি আপনার ফোনে ছবি তুলা রাখি তাহলে দেখা যাবে সেই ছবির দিকে তাকালে সেই সুন্দর দৃশ্যটি পুনরায় অনুভব করতে পারি।
তো বন্ধুরা আমার এই ফটোগ্রাফি পোস্ট আমি এখানে সমর্থ্য করছি যদি আমার লেখার ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনি একটি অজানা ফুলের ফটোগ্রাফি নিয়ে পোস্ট করেছেন। ফুলটা অবশ্য আমি আগে কখনোই দেখি নাই নতুন একটা ফুল দেখে আমার খুব ভালো লাগলো। আসলে এমন এমন কিছু ফুল এই পৃথিবীতে রয়েছে যার ঘ্রান নিলে মানুষ অজ্ঞান হয়। তাই অজানা কোন ফুলের ঘ্রান নিতে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ফুল প্রত্যেকটি মানুষের প্রিয়। ফুলকে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না।
এমন একটি অজানা ফুল নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি অনেক অজানা ফুল নিয়ে আরো সামনে হাজির হবেন আল্লাহ হাফেজ
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য তবে আরো ভালো লাগতো যদি শব্দের বিকৃতি না ঘটতো।
আশা করি পরবর্তীতে এ বিষয়গুলো একটু খেয়াল রাখবেন।
ফুলটা দেখতে কিন্তুু মাশআল্লাহ বেশ সুন্দর দেখাচ্ছে, ছোটবেলা থেকেই আমি ফুল খুব পছন্দ করি। তাই আমার বাগানে ফুলের গাছের সংখ্যা অনেক বেশি রাখার চেষ্টা করি। ধন্যবাদ নতুন একটি ফুল সম্পর্কে অনেক তথ্য শেয়ার করার জন্য।
আপনার ফটোগ্রাফি সত্যি দারুণ হয়েছে প্রিয় ভাই। এই ফুলকে সাধারণত আমাদের এখানে জংলি ফুল নামেই সবাই ডেকে থাকে। এই ফুলের খুভ সম্ভবত ঘ্রাণ থাকে না। আমাদের এলাকায় কবিরাজগণ এসব ফুল থেকে বিভিন্ন ভেষজ ঔষধ তৈরি করে থাকেন।
সবমিলিয়ে আপনার লিখাটি দারুণ ছিলো। ফুল গাছের বিবরণ, ফুলের বিবরণ সবকিছু ছিলো প্রাণবন্ত। ফুলের ঘ্রাণ নেওয়ার বিষয়টি পরে আনন্দ পেলাম। এরকম হতেও পারে যে কারোর সাথে। ধন্যবাদ ভাই ভালো থাকবেন সবসময়।
আসলে আপনার ফোনের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে।ফুলটি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু আমি ও এই ফুলটির নাম জানি না । আপনি কি ফুলটির সম্পর্কে অনেক কিছু বিবরণ দিয়েছেন যেটা শুনে আমার খুব ভালো লাগলো।
থ্যাঙ্ক ইউ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে পড়ে খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য। এই ফুলের নামটা জানলে আমার কাছে খুবই ভালো লাগতো, আপনিও জানেন না কোন ব্যাপার না যাই হোক ভালো লাগলো যে আপনি চেষ্টা করছেন এই ফুলের নাম খুঁজে বের করার জন্য।
আসলে অনেক অজানা কিছু চোখের সামনে পড়ে দেখতে খুব ভালো লাগে। সেগুলোর নাম জানার অনেক সময় প্রয়োজন হয় না মনের ভিতরে এমনিতেই গেথে যায়।
আমি একজন ফটোগ্রাফি লাভার। ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটা ছবির কোয়ালিটি ডিটেইল সব ভালো ছিলো।
ভাই আপনাকে সাধুবাদ জানাই আপনি যে একজন ফটোগ্রাফি লাভার জেনে খুবই ভালো লাগলো আর আমার পোস্টটি পরিদর্শন করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আপনি আজ হলুদ রং এর কিছু ফুলের ছবি আমাদের মাঝে শেয়ার করেছেন।এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেহেতু এটা মালেশিয়ান ফুল,তাই বাংলাদেশে কোথাও দেখেছি বলে মনে পড়ে না।এর পাতা আমাদের দেশের বট গাছের মত।পাশে আবার ফলও রয়েছে যেটা ডুমুর সদৃশ।
আপনি হলুদ রঙের অজানা কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ আপনার ছবি গুলো বেশ সুন্দর হয়েছে ৷ তার পাশাপাশি ফুলের বর্ণনা গুলোও অনেক চমৎকার ভাবে দিয়েছেন ৷
যাই হোক ধন্যবাদ আপনাকে ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
ফুলটি দেখতে কিন্তু ভাই চমৎকার লাগছে এই হলুদ রঙ্গের ফুলের ফটোগ্রাফি দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর হয়েছে। পাশাপাশি দেখতে পেলাম নাম অজানা ফুলের কিছু বিবরণ আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যা দেখে খুবই ভালো লাগছে।
বাহ এই ফুলটা তো দারুণ দেখতে। প্রথমে ভেবেছিলাম ধুন্দল ফুল। পরে ভালো ভাবে খেয়াল করে দেখলাম এই ফুল এর আগে আমি দেখি নি। চমৎকার দেখতে। আর আপনার ফটোগ্রাফি ও প্রশংসনীয়