৩১/০৭/২০২৩ লাল জবা ফুলের ফটোগ্রাফি

in Incredible Indialast year (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ বিকাল,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। আজ আমি নতুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছি।

Adobe_Express_20230731_1622040_1.png

Edited by Canva

ফুলের প্রতি ভালোবাসা আমাদের অন্যরকম, তাই কবিদের ভাষায় বলতে হয় ফুলকে ভালোবেসে ফেলে দিও না আর মানুষকে ভালবেসে ভুলে যেও না ফুল একটি পবিত্র শব্দ পবিত্র কাজে ব্যবহৃত হয় ।
যেমন বিয়ে বাড়িতে ঘর সাজানোর জন্য ফুল ব্যবহার করা হয়। কারো সাথে নতুন সম্পর্কে তৈরি করার জন্য একটি ফুল দিয়ে সম্পর্ক তৈরি করি। তারপর আমাদের হিন্দু দিদিরাও তাদের পূজার জন্য ফুল ব্যবহার করে থাকে। তাই সবার কাছে ফুল অতি পবিত্র। এবং ফুল ছোট বড় সবাই ভালবাসে।

IMG_20230729_165322.jpg

IMG_20230729_165326.jpg

লাল জবা ফুল গুলো কালেকশন করছি,

আপনারা অনেকেই অবগত আছেন যে আমি মালয়েশিয়া তে থাকি তাই মালয়েশিয়া থেকেই এই ফটোগ্রাফি গুলো করেছি। গতকাল আমার এক মালয়েশিয়ার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়ির সামনে লাগানো আছে এই লাল জবা ফুল গাছ । কতই না সুন্দর দেখতে ফুলগুলো ফুটে আছে থোকায় থোকায় । আমারে দেখে খুবই ভালো লাগলো এবং সেই ভালোলাগা থেকেই ফুলের কিছু ছবি তুলি তারপর সেগুলো আজকে আপনাদের কাছে উপস্থাপনা করছি।

IMG_20230729_165327.jpg

IMG_20230729_165335.jpg

ফুলের নাম, লাল জবা:-

আমাদের গ্রাম্য এলাকায় এই ফুলের নাম একেক জন একেক রকমে ডেকে থাকে, কেউ কেউ বলে রক্ত জবা আবার কেউ বলে ঝুমকো জবা, কিন্তু ভারতবর্ষে পঞ্চমুখী জবাব বলে পরিচিত,তবে এর একটি বৈজ্ঞানিক নাম রয়েছে সেটি হল, "Hibiscus rosa-sinensis"

IMG_20230729_165406.jpg

IMG_20230729_165409.jpg

IMG_20230729_165400.jpg

লাল জবা ফুলের রং:-

IMG_20230729_165454.jpg

IMG_20230729_165409.jpg

সাধারণত আমরা এই ফুলগুলো দেখতে পাই কয়েকটি রঙ্গের যেমন , হালকা গোলাপি, হলদে,ও লাল। তবে বেশি অংশ লাল জবা ফুল সবার বাড়িতে পাওয়া যায়। বেশি সুন্দর লাগে লাল জবা ফুলগুলো।

লাল জবা ফুল গাছের উচ্চতা:-

এ ফুল গাছের উচ্চতা খুব একটা বেশি হয় না তবে ছোট থেকে এই গাছের ফুল ফুটতে আরম্ভ করে। যদি জবা ফুল গাছ বেশি বড় হয় তাহলে ১৬ থেকে ১৭ ফুট পর্যন্ত বড় হয়ে থাকে। যা প্রায় দুইটা মানুষের সমান।

লাল জবা ফুলের আকার:-

IMG_20230729_165445.jpg

IMG_20230729_165441.jpg

IMG_20230729_165427.jpg

একটি লাল জবা ফুল মিডিয়াম সাইজের হয়ে থাকে সাধারণত এদের ব্যাস ১১ সে : মি জবা ফুল পঞ্চমুখী থাকে এবং এর ফুলের পাঁচটি পাপড়ি। এই ফুলের মধ্য কোন বরাবর রয়েছে একটি লম্বা শিষ যা এই ফুলের বীজ উৎপন্ন করে।

লাল জবা ফুল গাছ লাগানোর পদ্ধতি:-

বর্ষাকালে এই ফুল গাছগুলোর নতুন ডাল বের হয় আর এই ডালগুলো নরম মাটিতে পুঁতে দিলে শিকড় ছাড়ে বেঁচে ওঠে। এই ফুল গাছগুলর বীজ না সংগ্রহ করলেও চলে ‌ শুধুমাত্র এই ডাল রোপন করলেই ফুল গাছ তৈরি হয়ে যায়।

IMG_20230729_165341.jpg

IMG_20230729_165400.jpg

IMG_20230729_165421.jpg

DeviceName
Picture

Photography 📷📷
•Category

flowers 🌺🌺🌺
•Camera Used ‌

Handphone
•Model

vivo 15y
•Photographer@mdsahin111
•Location Aceh 📍🌐/

Malaysia

Software Editing Adobe Lightroom

উপসংহার:-

বিদায় বেলায় বলে যায় যে, নিজের বাড়িতে ফুল গাছ লাগান বাড়ির আঙিনা সুন্দর করে ভরে তুলুন বাড়ির চারি পাস। বাড়ি চারিদি ফুলের সুভাষ সরিয়ে দিন। সকালে সুন্দর আবহাওয়ার সাথে ভেসে আসুক ফুলের সুবাস।

আমার নিজের জ্ঞান থেকে ফুলের আকার এবং বৈশিষ্ট্য বর্ণনা করছি। লেখার ভিতর কোন ভুল থাকলে ভুলগুলো ক্ষমা দৃষ্টি দেখবেন।

আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

অসংখ্য ধন্যবাদ জানাই আমার ওই সকল বন্ধুদেরকে যারা আমার লেখাটি পরিদর্শন করছেন।

(আল্লাহ হাফেজ)

Sort:  
 last year 

Hermosas flores 😍 Shalom 🦋

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much for supporting me

Loading...
 last year (edited)

জবা ফুল বিভিন্ন ধরনের হয় তবে এই ঝুমকো জবা ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে এই ঝুমকো জবা ফুল খুবই কমই দেখা যায়। তবে বিভিন্ন ধরনের ফুল গাছ বাড়ির আঙিনায় লাগালে খুবই সুন্দর দেখা যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য, জী, পরিবেশ সুন্দর করার জন্য বাড়ির আঙিনাতে ফুল গাছ লাগাতে হবে। আমরা সবাই চাই সুন্দর একটি পরিবেশ।

 last year 

খুব সুন্দর একটি ফুল এই ফুল আমাদের এলাকায় জবা ফুল নামে পরিচিত সবাই এই নামে চিনে থাকে।

আমি একজন ফুল প্রেমিক মানুষ যে কোন ফুল আমার অনেক ভালো লাগে। আপনি যে বলেছেন ফুল পবিত্র এটার সাথে আমি একমত আসলেই ভুল পবিত্র একটা জিনিস। ছোট বড় সকলে এই ফুল পছন্দ করে থাকে।

এত সুন্দর ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে । ভাইয়া এটা ঝুমকো জবা ফুল নয় এটা রক্ত জবা ফুল। রক্ত জবা আমার খুব প্রিয় একটি ফুল। এত সুন্দর রক্ত জবা ফুলের ফটোগ্রাফি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ,
আপু এই ফুল কে তিনটে নামে ডাকা যায়, পঞ্চমুখী জবা, রক্ত জবা, ও ঝুমকো যাব। কোনটাই ভুল নয় আমার মতে, তবে জবা এর আসল নাম। ভারতবর্ষের অধিকাংশ মানুষ পঞ্চমুখী যাব বলে ডেকে থাকেন।

 last year 

জি ভাই আমার এলাকা ও জবা ফুল বলে এক নামে চেনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য, ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

অপরূপ সৌন্দর্যময় জবা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন এবং আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। সত্যি আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে।বসন্তের প্রকৃতিময় এই সুন্দর পরিবেশের মধ্যে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66847.77
ETH 3497.61
USDT 1.00
SBD 2.89