বেগুনের চারা রোপন করার সহজ পদ্ধতি।

in Incredible India10 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

শুভ সন্ধ্যা,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি। বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি আর্টিকেল লিখব। আজকে লেখার বিষয়বস্তু হলো কিভাবে আমরা বেগুন গাছ রোপন করব ।

Adobe_Express_20230809_2041150_1.png

Edited by Canva

কৃষি পরিবারের জন্ম তাই কৃষি সম্পর্কে কিছুটা জ্ঞান রয়েছে এবং প্র্যাক্টিকাল ভাবেও আমি নিজেও কৃষি কাজ করেছি বলতে গেলে চলে প্র্যাকটিক্যাল ও ইথিক্যাল দুইটার বিষয়ে জ্ঞান রয়েছে চলুন আমার জ্ঞান আপনাদের মাঝে একটু ভাগাভাগি করে নেই।

বেগুন গাছ রোপন করতে হলে প্রথমে আমাদের বেগুন গাছের চারা তৈরি করে নিতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে বেগুন কাছে চারা তৈরি করব

মোবাইল ফোন দিয়ে উঠানো ছবি

বেগুন গাছের চারা তৈরীর পদ্ধতি:

১০০ টি বেগুনের বিজী মাটিতে রোপন করতে হলে। আমাদেরকে লম্বায় চার হাত এবং আড়ে তিন হাত একটি জমি নির্ধারণ করতে হবে। তারপর উক্ত জমির উপরে কোদাল দিয়ে মাটি গুলো কুপিয়ে নিতে হবে। এভাবে দুই থেকে তিন দিন মাটিগুলো কুপিয়ে মুলাম করে নিতে হবে তারপর মাটির সাথে মিশ্রণ করতে হবে জৈব সার। বীজ রোপনের উপযুক্ত মাটি হয়ে উঠলে আমরা বীজগুলো মাটির উপরে ছড়িয়ে দেব। এবং খেয়াল রাখবো যেন দুইটা বীজ একটির উপরে আরেটি না পড়ে।

বীজ মাটিতে সড়িয়ে দেওয়ার পর মাটির উপরে প্লাস্টিক অথবা কলার পাতা দিয়ে ঢেকে দিতে যাতে করে উপরের মাটিটা শুকিয়ে না যায় । তিন থেকে চার দিন অতিবাহিত হয়ে গিলে ওপারে কলার পাতা উঠিয়ে হালকা পানি ছিটিয়ে দেব। নিয়ম অনুযায়ী সম্পূর্ণ কাজ শেষ করলে এক সপ্তাহের ভিতরে বীজ থেকে চারা মাটির উপরে ভেসে উঠবে।

IMG_20230809_192944.jpg

এবার আমাদের করণীয় হলো যদি রদ্র তাপমাত্রায় বেশি থাকে তাহলে চারার উপরে সাইয়া তৈরি করার জন্য কলার কথা অথবা প্লাস্টিক ব্যবহার করব। যদি আবার ঠান্ডা থাকে তাহলে কোন কিছুই দরকার নাই। সপ্তাহে এক থেকে দুই দিন ঠিকমতো পানি দেব এভাবে করে এক মাস 15 দিন চারার বয়স হয়ে গেলে । খোলা জমিতে এই চারা রোপণ করা যাবে।

বেগুনের চারা রোপনের পদ্ধতি:-

চারা রোপণ করার আগে যে জমিতে আমরা এই চারা লাগাবো সে জমিতে ভালো করে পাওয়ার টিলার অথবা নাঙ্ল দিয়ে তিন থেকে চার বা চাষ করে নেব। তারপর জমিতে তিন থেকে চার প্রকার সার ছড়াতে হবে, যেমন ইউরিয়া সার, পটাশ সার, ও ফসফেট। এই ৩ প্রকার সার জমিতে সড়িয়ে দেওয়ার পর ভালো করে মই দিয়ে সমান করে নিতে হবে।

pexels-zen-chung-5529591.jpgsource

চারা রোপনের মাটি তৈরি হয়ে গেলে এবার আমরা ওই মাটিতে চারা রোপণ করব সবাই একটি বিষয় খেয়াল রাখবেন নির্দিষ্ট মাপে যদি আপনি বেগুনের চারা রোপণ না করতে পারেন তাহলে ওই বেগুন গাছে ভালো ফলন আসবে না তাই অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই বিষয়গুলো। এর পাশাপাশি বিকালবেলা চারা রোপনের সঠিক সময় এ বিষয়ের প্রতি যথেষ্ট খেয়াল রাখতে হবে।

IMG_20230809_193016.jpg

একটি বেগুনের চারা থেকে অফার চারা পর্যন্ত ২ ফুট ফাঁক রাখতে হবে। এটা হল দৈর্ঘ্য এবং এর প্রস্থ হতে হবে দেড় ফুট। এভাবে করে সুতা ধরে সোজা করে সমস্ত বেগুনে চারা গুলো রোপন করতে হবে। সোজা থাকলে দেখতে সুন্দর্য লাগে এবং চলাফেরার জন্য সুবিধা হয়।

মাটিতে বেগুনের চারা রোপন করার পর প্রতিদিন সকাল এবং বিকালে বেগুন গাছের গোড়ায় পানি দিতে হবে এভাবে এক সপ্তাহ বেগুন গাছের গোড়ায় পানি দিলে দ্রুত গাছের শিকড় ছেড়ে গাছগুলো বাড়তে শুরু করবে ‌।

তো বন্ধুরা এই ছিল বেগুনের বীজ থেকে চারা রোপনের সহজ পদ্ধতি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।

বন্ধুরা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

অসংখ্য ধন্যবাদ আমার ওই সকল বন্ধুদের যারা আমার লেখাটি পরিদর্শন করেছেন।

(আল্লাহ হাফেজ)

Sort:  
 10 months ago 

বেগুন গাছ আমরা কমবেশি সবাই রোপন করে থাকি! আপনি যেভাবে আজকে আপনার পোস্টে বর্ণনা করেছেন! ঠিক সেভাবেই আমরা রোপন করি! তবে আবারো আপনার পোস্ট পড়ে,,, বেগুনের চারা রোপন করার পদ্ধতি জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ,,, এত সুন্দর তথ্যবহুল একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 10 months ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ভালো থাকবেন, আপনার জন্য ও শুভকামনা রইল।

 10 months ago 

আপনি বেগুন গাছ রোপন করার প্রসেসটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি আসলে এটি জানতাম না, কিভাবে বেগুন চাষ করা হয়। আপনার মাধ্যমে খুব সুন্দর ভাবে এটি বুঝতে পারলাম এবং কি আমি এটা বাসাই চেষ্টা করব।

আপনি বেগুন গাছ রোপন করার প্রসেসটি এত সুন্দর ভাবে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 10 months ago 

বাসায় চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই বেগুনের ভালো ফলন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Loading...
 10 months ago 

সব গাছই কমবেশি রোপণ করতে পারি কিন্তু আপনি যেভাবে আবার আমাদের মাঝে বেগুন গাছ রোপনের কথা বর্ণনা করেছেন তা দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 10 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66121.65
ETH 3564.76
USDT 1.00
SBD 3.14