নেপিয়ারে টি-20 সিরিজের তৃতীয় ম্যাচ হেরেও বাংলাদেশ নতুন বছরে শিরোপা জয় করল।

in Incredible India4 months ago (edited)

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি।

Adobe_Express_20240102_1505350_1.png খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নিয়ে ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে

নতুন বছরে নতুন আনন্দতে মেতে উঠলো বাংলাদেশ টিম। নিউজিল্যান্ড নেপিয়ারে আয়োজিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য স্থগিত করলেও তৃতীয় ম্যাচটি সম্পূর্ণ শেষে হয় নাই তবে এর মধ্য দিয়ে ফলাফল এসেছে।

গত কালকে ব্যস্ততার কারণে আমি এই খেলার রিভিউ দিতে পারি নাই তবে আজ সকাল ৯ টার সময় লিখতে বসেছি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের শেষ তৃতীয় ম্যাচের রিভিউ।

IMG_20240102_145932.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আপনারা অনেকেই জানে যে বাংলাদেশ প্রথম ম্যাচটি খুব ভালোভাবে জয় তুলে নিয়েছিল। এবং দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টির কারণে এই খেলাটি সম্পন্ন শেষ হয় নাই এজন্য পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছিল।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ টস হেরে ব্যাটিং করতে নামালেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল । বাংলাদেশে প্রথম ওপেনার হিসেবে মাঠে নামান সৌম্য সরকার ও রনি তালুকদার । সৌম্য সরকার দ্বিতীয় বলে বাউন্ডারি পার করে শুরুটা ভালোই করছিল। তবে এক ওভার শেষ হতে না হতেই এল বি ডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় । চার রানে বাংলাদেশের ১ উইকেটের পতন।

পরবর্তী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন নাজমুল হাসান শান্ত তবে তার ব্যাট জ্বলে ওঠার আগেই মাঠ ছাড়তে হয় এই ডান হাতে ব্যাটসম্যান ১৫ বলে ১৭ রান করে প্যাভিলিয়নে ফিরে আসেন। ৩১ রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ অনেকটাই চাপের মুখে।

IMG_20240102_145946.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

একই পথ ধরে মাঠ ছাড়তে হয় রনি তালুকদার কে দশ রানের ভিতরে আরও একটি উইকেটের পতন এত করে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয় মুখে । তাহিত হৃদয় খুব দেখেশুনে খেলছিলেন তবে সে ও বেশিক্ষণ সময় এই খেলা টা ধরে রাখতে পারি নাই । ১৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়লো। যা এই ম্যাচের সর্বোচ্চ দ্বিতীয় রান।

IMG_20240102_150004.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৮১ রান ৭ উইকেট এর বিনিময় পরবর্তী ছায়া ওভারে আরো ৩০ রান যোগ করে ১১০ রানে বাংলাদেশ অলআউট হয়।

খেলা দ্বিতীয় অধ্যায় ‌

সামান্য এরা রান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান এর কাছে কিছুই না তবে টাইগার বোলারদের পারফরম্যান্স এখন খুবই ভালো আর এই সামান্য পুঁজিতে বাংলাদেশ লড়াই করতে নেমেছে।

১১১ রানের টার্গেট নিয়ে মাঠে নাম সেফার্ট ও অ্যালেন এরা এই দুজনেই বরাবর ওপেনার হিসেবে মাঠে নামেন আর আজকেও এই দুজনের মাঠে নেমে প্রথম ওভারে ১২ রান সংগ্রহ তবে দ্বিতীয় ওভার শরিফুলের বলে ক্যাশ আউট হয় মাঠ ছাড়েন সেফার্টকে।

IMG_20240102_145911.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

১৬ রানে ১ উইকেটের পতন নিউজিল্যান্ডের তবে এই ধারাবাহিকতা থাকলে হয় তো বা এই ম্যাচটি জেতার সম্ভাবনা থাকতো শুরুর দিকেই খুব ভালো বল করেছিলেন বাংলাদেশ টাইগার বোলিংরা। আরো একটি উইকেট তুলে নেয়। ৩ ওভার চার বল শেষ হতে না হতেই ৩০ রানে তিন উইকেটে পতন ঘটিয়ে জয়ের অনেকটাই দাড়ক্রান্ত বাংলাদেশ।

বাংলাদেশ টাইগার বোলিংরা ৬ ওভারে যখন পাঁচ উইকেটের পতন ঘটায় তখন তো অনেকটাই নিশ্চিত ছিলাম যে এই ম্যাচ বাংলাদেশ জিতবে। তবে ততক্ষণে ৫০ পার হয়েছে । তবে হাল ছাড়ি নাই খেলাটা অনেক জমে উঠেছিল।

IMG_20240102_145851.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিশাম ও স্যান্টনার এই দুজনেই এই ম্যাচটি বের করে দিয়েছে নিশাম ২০ বলে ২৮ রান করে ও স্যান্টনার ২০ বলে অপরাজিত ছিলেন টোটাল যখন ৯৫ রানে 5 উইকেট ১৪ আবার চার বল শেষ হয়েছে তখনই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয় আর এই খেলাটা এখানেই সমাপ্ত হয়েছে । পরবর্তীতে যখন পয়েন্ট ভাগ করা হয় তখন দেখা যায় যে এই ম্যাচ টা নিউজিল্যান্ড জয় লাভ করেছে 17 রানে।

IMG_20240102_145834.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তো বন্ধুরা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচ রিভিউ এখানে সমাপ্ত হল। আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 4 months ago 

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচটা যদি পুরো খেলা হত তাহলে বড় ভালো হতো কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটা সম্পূর্ণ হতে পারেনি। কি আর করা যাবে প্রকৃতির উপর তো কারো হাত নেই। আপনাকে ধন্যবাদ এই টি-টোয়েন্টি ম্যাচের রিভিউ প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।

 4 months ago 

নতুন বছরের প্রথম দিনেই এমন একটা খুশির সংবাদ পেয়ে আসলে খুব ভালো লাগছে। কেননা নিজের দেশের জয় আমরা সব সময় দেখতে চাই। নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের জয় হয়তোবা নিজের অনেক বেশি ব্যস্ততার কারণে খেলা গুলো এখন আর দেখা হয়ে ওঠেনা। তবে আগে অনেক খেলা দেখতাম ধন্যবাদ আপনাকে খেলাটা রিভিউ করার জন্য। আপনার রিভিউটা পড়ে মনে হল আমি এখন খেলা দেখছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

 4 months ago 

আসলেই আপু ছোটবেলা থেকে খেলা দেখা অভ্যেস যদি খেলা দেখতে ও পারি তাহলে খেলার স্কোর ফোনের স্ক্রিনে সব সময় থাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 4 months ago 

আপনি একটা পোষ্টের মাধ্যমে সম্পন্ন ক্রিকেট খেলার ম্যাচটি রিপিট তুলে ধরেছেন। আপনি দুটি দলে ব্যাটিং এবং বোলিং গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পুরো খেলাটি সম্পন্ন হতে পারেনি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ টি-টোয়েন্টি খেলা ম্যাচটি সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য ।

 4 months ago 

তরুণ নির্ভর এই দলটি আসলেই অনেক শক্তিশালী । দিন যত গড়াবে ততোই ট্রফি জয় করবে এই প্রত্যাশা। ধন্যবাদ ভাই

 4 months ago 

সবার ভালোবাসা এবং সাপোর্টে বাংলাদেশের এগিয়ে যাচ্ছে আর এই কারণেই তরুণ দলরাও অনেক সাপোর্ট করছে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।

 4 months ago 

এদের হাত ধরেই হয়তো বড় আসরে ভালো করবো আমরা। সেই অপেক্ষায় আছি

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 64161.84
ETH 2950.76
USDT 1.00
SBD 3.60