ছুটির দিনে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য সহ মিনি মার্কেট ঘুরে দেখা।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাতায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব।
ক্যানভা দ্বারা সম্পাদিত করা হয়েছে |
---|
গতকালকে ২৫শে ডিসেম্বর আমি বেড়াতে গিয়েছিলাম আমার রুম থেকে ১৫ মিনিটের রাস্তা ছোট্ট একটি শপিংমলে।
বন্ধুরা আমি গতকাল সকাল ৯ টা ৩০ মিনিটে বাসা থেকে বের হয় অবশ্য সকালে নাস্তা করেই বের হয়েছি। আমার হেঁটে যেতে ১৫ মিনিট লাগবে তাই আমি আর কোন যানবাহনে চড়ি নাই মানে মনে ভাবছিলাম যে সকালে হালকা ব্যায়াম হবে আবার আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারব। তাই নিজ আপন মনে হাঁটতে শুরু করলাম।
আমার বাসা থেকেই বের হয়ে যখন রাস্তায় উঠি তখন পাশে একটি গেট দেখতে পেলাম খুব চমৎকারভাবে বানিয়ে রেখেছে তার সামনে সিনারি টা অবশ্য মন জোড়ানোর মতো লতার মত করে ঝাপসানো একটি ফুলের আকার দিয়ে বানিয়েছে আর তার সাথে বেঁধে রেখেছে বিভিন্ন রকম টপ ফুল যা এই প্রবেশের রাস্তাটি আরো সুন্দর করে তুলেছে সামনের লাগানো টপের ভেতরে বিভিন্ন ধরনের ফুল গাছ।
হেঁটে যাচ্ছি মালয়েশিয়ার রাস্তা প্রচুর পরিমাণ উচু নিচু আর তার পাশাপাশি প্রচুর পরিমাণ গাড়ি মালয়েশিয়ার প্রত্যেকের হয়তোবা দুই থেকে তিনটি করে গাড়ি রয়েছে যদি একটি বাড়িতে পাঁচজন মানুষ থাকে তাহলে সেই বাড়িতে গাড়ির সংখ্যা নিম্ন শ্রেণি ছয় থেকে সাতটি হবে এটা আমাদের মত মধ্যবিত্ত ফ্যামিলির পরিসংখ্যান।
এদেশের অধিকাংশ রাস্তা পাহাড় কেটে বানানো হয়েছে। তো যাই হোক রাস্তার অপার প্রান্তে দাঁড়িয়ে পাহাড়ের একটি ছবি উঠেয়েছি আমার ফোনের ক্যামেরায় তবে সম্পূর্ণটি উঠে নাই এটি অনেক বড় একটি পাহাড় আর এই পাহাড়টি মূলত সম্পূর্ণ চুনা পাথরের। ছবিতে দেখলে মনে হচ্ছে যে লাল পাহাড়। পাহাড়ের উপরে ছোট ছোট অনেক গাছ জন্মেছে যা উপর থেকে দেখে মনে হচ্ছে যে সবুজ রঙের একটি পাহাড়।
হাঁটতে হাঁটতে আমার কাঙ্খিত সেই ছোট মার্কেটের সামনে প্রায় চলে এসেছি তবে সামনে একটি তিন রাস্তার মোড় আর এখানেই গাছ লাগিয়ে এত সুন্দর একটি সিনারি তৈরি করেছে যা দেখলেই যে কোন মানুষের নজর সেখানে পড়বে আসলে উন্নত দেশে রাস্তাঘাট এমনি হয়ে থাকে গাছগুলো এমন কায়দায় লাগিয়েছে যা ত্রিভুজ আকারে দেখা যাচ্ছে ছবিটিতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন তা বলতে পারব না সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন জায়গাটা কেমন সুন্দর। যদি আমার কাছে ড্রোন ক্যামেরা থাকতো তাহলে হয়তোবা আপনারা কিছুটা বুঝতে পারতেন আমার ফোনের ক্যামেরায় যতটুকু আসছে আমি যতটুকুই আপনাদের কাছে প্রকাশ করতে পারছি।
ওখান থেকে সোজা চলে আসলাম আমার সেই মিনি মার্কেটে। মার্কেটে এসে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করলাম। তারপর নিচের তালা থেকে উপরের তলায় উঠে দেখি ছোট ছোট বাচ্চারা গেম খেলছে
মালয়েশিয়ার একটি বড় ধরনের ব্যবসা হল ছোট বাচ্চাদের গেম খেলিয়ে টাকা উপার্জন করা এখানে বিভিন্ন রকম খেলনা গেম রয়েছে যেমন ঘোলা গাড়ি চালানো, দিয়ে মাছ ধরা, প্রাইভেট কার চালানো, মোটরসাইকেল চালানো ইত্যাদি, এক ঘন্টা গেম খেললে আপনাকে মালয়েশিয়া রিংগিত ১০ রিংগিত দিতে হবে। আপনি যত ঘন্টা গেম খেলবেন ঠিক তত ঘন্টাই আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে অনেক বাবারা এসেছে বাচ্চাদের নিয়ে বিনোদন দেওয়ার জন্য। সেখানে বাচ্চারা গেম খেলছিল আর আমি কিছুক্ষণ সময় তাদের এই খেলা উপভোগ করেছিলাম।
২৫ তারিখে খ্রিস্টান ধর্ম অবিলম্বদের ক্রিসমাস উৎসব ছিল আর এই উৎসবের কারণে আমাদের ছুটি দিয়েছে। আর এই মিনি মার্কেটে তৈরি করা হয়েছে বিশাল বড় একটি মঞ্চ আর এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে খুবই স্বল্প মূল্যে আর এখানে মূল আকর্ষণ হল আপনি যদি কোন জিনিস কিনেন তার সাথে লটারি রয়েছে আপনার ভাগ্য পরীক্ষার মত। আর এই লটারিতে প্রায় প্রত্যেক মানুষেরই কিছু না কিছু বাঁধছে। এখানে সবচাইতে বড় প্রাইস হল আইফোন ১৫ প্রোম্যাক্স।
যাই হোক সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা ত্রিশ পর্যন্ত মার্কেটে ঘোরাঘুরি করছি আর সন্ধ্যার সময় সেগুলো আপনাদের কাছে উপস্থাপনা করছি কেমন হয়েছে আমার লেখাগুলো এবং ছবিগুলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
আপনি ছুটির দিন টা একটু আনন্দ ময় কতে ঘুরতে গেছিলেন আসলে সারা দিন কাজ করে মন টা তেমন ভালো থাকে না তাই মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত।মার্কেট টা দেখতে কিন্তু অনেক সুন্দর। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন। এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ছুটির দিন মানেই ছোটখাটো একটি ঈদ। মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। পুরো সপ্তাহে কর্মব্যস্ত থাকার পর একটু মানসিক প্রশান্তি মিলে ছুটির দিনগুলোতে। অন্যান্য দিনগুলোতে রোবটের মতই চলতে হয় ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সব করতে হয়। অনেকটা যান্ত্রিক জীবন যাপন শত অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা। মালয়েশিয়ার মেতো দেখতে বেশ সুন্দর। লোকমুখে শুনেছি কখনো যাইনি আর এই মিনি মার্কেট সম্পর্কে আমার একটা ছোট ধারণা ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি শেয়ার করার জন্য।
মালয়েশিয়ার দৃশ্যটা এতো সুন্দর তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে না দেখলে বোঝাই যেতোনা।আপনার ফটো গুলো দেখে মনে হয় যেন আমি মালয়েশিয়াতি আছি। বর্তমান সময় বিশ্বের সব বাচ্চাদের কাছে গেম খেলা অভ্যাসটা হয়েছে হয়তো মোবাইল বা কম্পিউটার দিয়ে। তবে আপনার পোস্টে পড়ে জানতে পারলাম মালয়েশিয়াতে বাচ্চাদের গেম খেলে টাকা উপার্জন করে।
থ্যাঙ্ক ইউ মালয়েশিয়ার কিছু সৌন্দর্য দৃশ্য আমাদের সাথে শেয়ার করলেন ।
শুনে ভালো লাগলো ২৫ শে ডিসেম্বরে ঘুরতে গেছিলেন ।। জানিনা কখনো মালয়েশিয়া যেতে পারব কিনা কিন্তু আপনার মাধ্যমে মালয়েশিয়ার অনেক কিছু দেখার ভাগ্য হচ্ছে।। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মালয়েশিয়ার কিছু কিছু জায়গা আমাদেরকে দেখানোর জন্য।।
ভাই মালয়েশিয়ায় আসতে চাইলে আপনার জন্য টিকেট ফ্রি আপনি শুধু বলবেন আর আমি সকল ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ।
ভাই এই সুযোগ হাত ছাড়া করা যাবে না।। আজকাল মানুষ দুই টাকা দিতে ১০০ বার ভাবে।। যেখানে আপনি মালয়েশিয়ায় আমাকে ফ্রি নিয়ে যাবে ভাই আমি প্রস্তুত আপনি টিকিট পাঠান।।
প্রথমে জানাই আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন স্থানের ছবি এ আমাদের মাঝে শেয়ার করেছেন অনেক সুন্দর্যপূর্ণ। পাহাড়ের ছবি মনোরম পরিবেশ। আপনার পাহাড়ের ছবিটা দেখে মনে হল চট্টগ্রামের কোন একটা সৌন্দর্যপূর্ণ স্থান। আরো আপনি পিক শেয়ার করেছেন মিনি মার্কেটে গিয়ে বিভিন্ন স্থানের ছবি গেম শো।মিনি মার্কেট টা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা অসংখ্য ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফিগুলো এতটাই সুন্দর হয়েছে যে আমি মালয়েশিয়াতে না থেকেও মনে হচ্ছে যেন মালয়েশিয়াতে রয়েছি। আজকাল সারা বিশ্ব জুড়ে বাচ্চাদের ইনডোর গেম খেলার অভ্যাস বেড়ে গেছে বিশেষ করে এই ধরনের কম্পিউটার গেম। এতে শারীরিক বিকাশ তো হয়ই না উল্টে মেধারও ক্ষতি হয় বলে আমার বিশ্বাস। তবে ক্রিসমাস দিবস উপলক্ষে মিনি মার্কেটকে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, এ কথা অনস্বীকার্য।
ছুটির দিনটা আপনারা অনেক বেশি আনন্দে কাটিয়েছেন। আসলে যারা প্রবাসে বসবাস করে তারা যখন ছুটি পায় তখন মনে হয় তাহলে ঈদের দিন। আপনি আজকের মালয়েশিয়া শহরের বিভিন্ন রাস্তা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করেছেন। এবং মিনি মার্কেট সম্পর্কে ও আলোচনা করেছেন। আমি যতটুকু দেখলাম রাস্তাগুলো সম্ভবত পাহাড় কেটে বানানো হয়েছে, যেটা আপনার পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম।
সেই সাথে যারা আমাদের ভাই-বোন রয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের একটা বড় অনুষ্ঠান। তারা খুব সুন্দরভাবে সেই অনুষ্ঠান পালন করছে। আসলে এই গেমের মাধ্যমে কিন্তু তারা তাদের একটা বিষয় শিখতে পারছে সেটা হচ্ছে ড্রাইভিং। ধন্যবাদ আপনাকে আপনার আনন্দ কোন মুহূর্তের খানিকটা অংশ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
আপনি খুব সুন্দর ভাবে মালয়েশিয়ার কিছু কিছু গুরুত্বপূর্ণ স্পষ্টকে আমাদের সামনে বর্ননা করেছেন।
আপনি একি সাথে একটা ছোট শপিং মলে ঘুরতে গিয়েছিলেন।
ওখানে রাস্তাঘাট দেখলাম পরিস্কার পরিচ্ছন্ন।
ভালো লাগল পোস্টটি পড়ে।ভালো থাকুন।
ছুটির দিনে আসলে অনেকেই ঘোরাঘুরি করতে পছন্দ করে। আপনিও তার ব্যতিক্রম নন। সরকারি একটি ছুটির দিনে অবকাশ পেয়েই ঘুরতে বেরিয়েছেন, পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গায়।