মোবাইলের ক্যামেরায় ফ্রেম বন্দী দুই ধরনের পদ্ম ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ বিকাল
একুশে নভেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার 🕟 ঘড়ির কাটাই এখন 4:30 মালয়েশিয়ার সময়। আজকে আমি উপস্থাপনা করব নতুন কিছু ফটোগ্রাফি সংক্রান্ত লেখা, যা বরাবরের মতো আমার মোবাইল ক্যামেরা দিয়ে উঠানো ।
ঘরের কোণে বসে থাকলে আমরা বাইরে সৌন্দর্য কিভাবে দেখতে পাবো, আধুনিক অনেক ডিভাইস আমাদের ঘরবন্দী করে রাখছে তো যাই হোক বাহিরে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বেশি বেশি আমাদেরকে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হবে আর এর ফলেই প্রকৃতিতে থাকা বিভিন্ন সৌন্দর্যে সাথে মিষ্টে পারব সাথে সাথে দেখতে ও পাব।
PHOTOGRAPHY
আমি নিজে বেশি অংশ সময় ঘোরাঘুরি করতে পছন্দ করি ঘরের কোণে বসে থাকতে ভালো লাগে না, আমার যখনই ছুটি থাকে তখনই কোন না কোন জায়গায় ঘুরতে যাই। আর এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন নতুন ফটোগ্রাফি । উপরে এবং নিচে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এগুলো সবই পদ্মফুল নামেই পরিচিত।
আমরা জানি যে পদ্মফুল সাধারণত নদী নালা, খাল বিল এবং যেখানে পানি জমে থাকে ওখানে শুধুমাত্র জন্মায় কিন্তু এর বাইরে যে পরিচর্যা করে পদ্মফুলের সৌন্দর্য আরো বৃদ্ধি করা যায় তা হয়তোবা যারা ফুল প্রেমিক তারাই জানেন।
বাড়ির সামনে ঝরনার মতো তৈরি করে ড্রেনের মধ্য সারি বদ্ধভাবে এই পদ্মফুলগুলো লাগানো হয়েছে আপনারা ছবিতে যতটুকু এর সৌন্দর্য দেখতে পাচ্ছেন তার চেয়ে বেশি সুন্দর লাগে যখন সন্ধ্যার সময় এই পদ্মফুলের মাঝখান দিয়ে ছোট ছোট লাইট জ্বলে।
পদ্মফুল কখনো পানি ছাড়া জন্মায় না তাই কেউ যদি পদ্মফুল লাগাতে চাইলে অবশ্যই আপনাকে আগে পানির ব্যবস্থা করতে হবে এবং কাদামাটির উপরে এই পদ্মফুলে চারা গুলো রোপন করতে হবে। যেকোনো বাড়ির সামনের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি মনে করি পদ্মফুল লাগানো উচিত কেননা পদ্ম ফুল গাছে ১২ মাস ফুল ধরে আর একটি ফুল দুই থেকে তিন দিন পর্যন্ত তাজা থাকে। যেখানে অন্যান্য ফুল এক দিনেই ঝরে পড়ে যায়, কিন্তু পদ্মফুল সম্পন্নই ব্যতিক্রম।
পদ্ম ফুলের আদি নিবাস দক্ষিণ-পূবর্ এশিয়াই আমরা জানি এটা ভারতের জাতীয় ফুল। আমরা এই ফুলকে বাংলায় পদ্মফুল নামে জানলেও এর ইংরেজি নাম সম্পর্কে অবগত নয় এর একটি সুন্দর ইংরেজি নাম রয়েছে সেটি হল Nelumbo nucifera. পদ্মফুল বিভিন্ন রঙ্গের হয়ে থাকে যেমন সাদা ,লাল ,গোলাপি, বেগুনি, কমলা, ইত্যাদি। তবে আজকে আমি যে ফটোগ্রাফি গুলো করছি এগুলো কমলা ও লাল সাদা মিস্ত্রিত পদ্মফুল।
আমি সঠিক জানিনা কমলা রঙ্গের এই ফুলগুলো কি পদ্মফুল ! তবে এর পাতাগুলো পদ্মফুলের মতোই দেখা যাচ্ছে কিন্তু ফুলের পাপড়ি গুলো অনেক চিকন চিকন এজন্য আমার একটু সন্দেহ জাগছে তবে এর পাতাগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো ও পদ্মফুল শুধু দেখতে একটু ভিন্ন রকম।
তো বন্ধুরা যদি আপনারা এর সঠিক নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।
পদ্মগুলো অসাধারণ ছিল, আর এই অসাধরণ ফুলটিকে চমৎকার ভাবে ক্যামেরাবন্দী করে আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্যে জানাই ধন্যবাদ।
ওয়াও অসম্ভব সুন্দর লাগছে পদ্ম ফুল গুলো দেখতে, পদ্মফুল দেখেছি এর আগে, তবে দুই ধরনের পদ্মফুল দেখিনি। শুধু গোলাপি রঙের পদ্মফুল দেখেছি হলুদ রঙের পদ্ম ফুল দেখতেও বেশ ভালো লাগছে আমার,,
সত্যি বলতে ফুল আমার অনেক বেশি পছন্দের আর পদ্মফুল তো আমার পছন্দের তালিকায় অবশ্যই আছে, তাছাড়া আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে ।
ফুলগুলো দেখে আমার একটা কবিতা মনে পড়ে গিয়েছে থাক সেই টা আর না বলি। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য পরবর্তীতে আকর্ষণীয় পোস্টের অপেক্ষায় রইলাম।
পদ্ম ফুল গুলো অনেক সুন্দর। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আমি আজ প্রথম দেখলাম হলুদ বর্ণের পদ্ম ফুল। অনেক ধন্যবাদ আপনাকে।
পদ্মফুল গুলো সত্যি অসম্ভব সুন্দর। এরকম পদ্মফুল আগে কখন দেখা হয় নি। আমার মনে এ গুলো বাগানের শোভাবর্ধক হিসাবে রোপন করা হয়। আপনার তোলা পদ্মফুলের ছবি গুলো খুব সুন্দর হয়েছে।
পদ্মফুল এর ফটোগ্রাফিগুলো খুবই সুন্দর হয়েছে। আমি কখনো হলুদ পদ্ম দেখি নাই। আপনার পোস্ট এর মাধ্যমে দেখা হলো।
চমৎকার এই লেখাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
প্রথমে জানাই আপনার শেয়ার করা দুটি পদ্মফুলই অসাধারণ সুন্দর। তবে প্রথম ফুলটি যদিও আমার পরিচিত, কিন্তু দ্বিতীয় রঙের ফুলটি আমার কাছে একদমই অপরিচিত। তবে যে কোনো ফুলের সৌন্দর্যই আলাদা হয়ে থাকে। আর আজ আপনার পোস্টের মাধ্যমে একটি নতুন ফুলের সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো। আপনি শুধু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এমনটা নয়, মালয়েশিয়ায় কিভাবে সকলে এই পদ্মফুল গাছগুলো লাগিয়েছে এবং রাতের বেলায় লাইট জ্বললে এই ফুলের সৌন্দর্য্য কেমন হয়, সেই বিষয়েও অনেক তথ্য শেয়ার করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।
আপনার ব্যবহৃত #natural হ্যাশট্যাগটি সঠিক নয়, ওটা #nature হবে। দয়াকরে এটি এডিট করে দেবেন।
দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আমি দীর্ঘদিন ব্যবহার করে আসছিলাম এই ভুলটা # টি যাইহোক আমার ভুলটা শুধরে নিয়েছি। আশা করি পরবর্তীতে এটি আর ভুল হবেনা।