মুদি দোকানের পণ্য কেনাকাটা।

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

স্টিমিট Incredible India কমিউনিটির বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি।

আমি মোহাম্মদ রাসেল, বরিশাল বরগুনা জেলায়, আমার গ্রামের বাড়ি। তবে বর্তমানে কক্সবাজারের ঝাউতলায় অবস্থান করছি।

বর্তমানে ঝাউতলায় যেখান থেকে আমি অবস্থান করছি সেখান থেকে কক্সবাজার সমুদ্র সৈকত খুব বেশি দূরে নয়, রিকশা ভাড়া মাত্র ১০ টাকা। এছাড়া ঝাউতলায় কক্সবাজারের কোট বিল্ডিং রয়েছে।

20230817_013455_0000.png
ছবিটি ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZXveHXMV1rvtM6iBgwZtNiSbAE7DRT5faN2o7NtomKHG37ookAvaJVKjhQiVEfnxtUzySsQqRLrhqxYkpotNDLRVeocsNX1vZr3i1aiJ8ZVhYsjo54JRYhwqMLLrbg.png

আজ, আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করব।
আজ যে মার্কেটে কেনাকাটা করেছি তার ঠিকানা কানায়া বাজার, এয়ারপোর্ট রোড, কক্সবাজার। আমার বাসা থেকে এই বাজারে হেঁটে যেতে মাত্র ২ থেকে ৩ মিনিট লাগে।

আজ, আমি কেবল মুদি দোকানের পণ্য কেনাকাটা করেছি এবং আমি বাজারে যাওয়ার জন্য পায়ে হেঁটে বাসা থেকে বের হয়েছি।

আজ কানাইয়া বাজারের মেসার্স নাজির স্টোর থেকে কেনাকাটা করব। নাজিরের দোকানে গিয়ে দেখি দোকানে কেউ নেই। তাদের আরেকটি বড় দোকান আছে যেখানে সব স্টাফ বসে আছে। কানাইয়া বাজারে নাজির স্টোরের মোট ২টি দোকান রয়েছে, একটি দোকান মার্কেটের একটু বাইরে, আরেকটি দোকান মার্কেটের ভেতরে। মার্কেটের ভেতরের দোকানটা ছোট, বাইরের দোকানটা অনেক বড়, তাই বেশির ভাগ সময়ই দোকানের সব কর্মচারী বাইরের দোকানে থাকে।

অতএব, আমি তাদের বড় দোকানে গিয়েছিলাম এবং সেখানে একজন আমাকে গাইড করেছিল। সে আমার সাথে ছোট দোকানে এসেছিল। যখন আমরা দোকানে পৌঁছলাম, আমি তাকে আমার প্রয়োজনীয় জিনিসগুলির নাম এক এক করে বললাম, এবং সে প্রতিটি জিনিস পরিমাপ করে আমাকে দিল।

আমি আজ নাজির স্টোর থেকে যে আইটেমগুলি কিনেছি তার বিশদ বিবরণ নিম্নরূপ:

নংপণ্যের নামপরিমাণমূল্যপণ্য
আতপ চাল৩ কেজি১৯৫ টাকাIMG_20230816_134756.jpg
আলু১ কেজি৪০ টাকাIMG_20230816_134806.jpg
রসন২৫০গ্রাম60 টাকাIMG_20230816_134819.jpg
মসুর ডাল৫০০ গ্রাম60 টাকাIMG_20230816_134812.jpg
পেঁয়াজ১ কেজি60 টাকাIMG_20230816_134751.jpg
ম্যাজিক টুথ পাউডার১ পিস৩০ টাকাIMG_20230816_134829.jpg
লাক্স সাবান১ পিস৪৫ টাকাIMG_20230816_134758.jpg
মোট টাকার পরিমাণ ৪৩০ টাকা।

আমি মেসার্স নাজির দোকান থেকে এই ৭টি আইটেমগুলি কিনেছি, এবং এই ৭টি জিনিসের দাম ৪৩০ টাকা। তাই, আমি তাকে ৫০০ টাকার একটি নোট দিলাম, এবং তিনি আমাকে ৭০ টাকা পরিবর্তন করে ফেরত দিলেন।

IMG_20230816_134853.jpg
বিলের কাগজ

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZXveHXMV1rvtM6iBgwZtNiSbAE7DRT5faN2o7NtomKHG37ookAvaJVKjhQiVEfnxtUzySsQqRLrhqxYkpotNDLRVeocsNX1vZr3i1aiJ8ZVhYsjo54JRYhwqMLLrbg.png

পরিশোধ করার পর, আমি তার কাছে বিল চাইলাম এবং একটি বিলের কাগজ অনুরোধ করলাম। তিনি আমাকে আজকের তারিখ সহ একটি বিল দিয়েছেন।
বিলের কাগজটা হাতে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আমি ব্যাগ থেকে প্রতিটি পণ্যের বের করে তার ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20230816_140658.jpg
প্রতিটি পণ্যের ছবি

8DAuGnTQCLptHK3w4xbU3SMDsfFVWre2qvkWUixoMRzeeZXveHXMV1rvtM6iBgwZtNiSbAE7DRT5faN2o7NtomKHG37ookAvaJVKjhQiVEfnxtUzySsQqRLrhqxYkpotNDLRVeocsNX1vZr3i1aiJ8ZVhYsjo54JRYhwqMLLrbg.png

এই কানায়া বাজারে শুধু মুদির দোকানই নয়, সবজির দোকান, মুরগির দোকান এবং মাছের বাজারও রয়েছে। এটি সপ্তাহে ৭ দিন খোলা থাকে, তবে শুধুমাত্র শুক্রবার জুম্মার নামাজের সময় বন্ধ থাকে।

তো বন্ধুরা, আজকে এখানেই আমার পোস্ট লেখা শেষ করছি।

DEVICE
Huawei P30 lite
CAMERA
Triple - 48 MP, 8 MP, 2 MP
LOCATION
Bangladesh BD
SHORT BY
@mdrasel442

25% to @null to support #burnsteem25
10% of this payout for @meraindia

আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Sort:  
Loading...
 2 years ago 

আপনি প্রথমে সমুদ্র সৈকতের কথা বলেছেন। যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা আপনার ওখান থেকে এখন ভারা লাগে ১০ টাকা। কিন্তু আমার এখান থেকে যেতে লাগে ১৫০০ টাকা। তাও একদিনের বেশি সময় লেগে যায় যাইতে। আমার ইচ্ছা আছে কোন একদিন যাবো যাব ইনশাল্লাহ।

আপনি আজকে বাজার করতে বের হয়েছে এবং মোটামুটি যেগুলো প্রয়োজন সবগুলো নিয়েছেন আর আপনার খরচের বিল হয়েছে ৪৩০ টাকা।

আপনি যে বাজার থেকে খরচ গুলো নিয়েছেন, সে বাজারটি শুক্রবার বন্ধ থাকে। আসলে শুক্রবার প্রায় সব জায়গায় দোকানপাট বন্ধ থাকে। সপ্তাহে একটা দিন সবাই বাসায় থাকে।

আপনার দৈনন্দিন জীবনের কিছুটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ।

 2 years ago (edited)

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পন্ন পড়ার জন্য

 2 years ago 

অসাধারণ বিবরণ দিয়েছেন। আপনার পোস্টটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে তালিকাটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সময়ের দ্রব্যমূলের দাম সব জায়গাতেই বেশি! আমি আজকে আপনার পোস্ট ওপেন করার পরে বুঝতে পারলাম! আমাদের এখানে যেই দাম আপনাদের ওখানেও সেম দাম।

সমুদ্রসৈকত মানেই অসম্ভব সুন্দর! আপনি হয়তো বা সেই সমুদ্রসৈকতের অসম্ভব সৌন্দর্য উপভোগ করছেন,,, জানতে পারি বেশ ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার দৈনন্দিন জীবনের বাজারের তালিকা এবং ফটোগ্রাফি সহ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 2 years ago (edited)

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

এবং আপনি ঠিক বলেছেন বর্তমান বাজারে পণ্যের দাম অনেক বেশি।

 2 years ago 

বাংলাদেশের মুদি দোকানের কেনাকাটা অনেকদিন পর দেখতে পেলাম। যখন আমি বাংলাদেশের ছিলাম তখন আপনার মত করেই বাজার করতাম। কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম তখন এক কেজি চালের দাম ছিল 25 টাকা আর এখন ৬৫ টাকা করে আপনার হিসাব অনুযায়ী.…টাকার মান কমে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইনকামের চেয়ে খরচটা বেশি মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো খুবই কষ্টকর।
আপনার দৈনন্দিন জীবনের কিছুটা মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই আপনি যখন বাজার করেছেন তখন চাউলের দাম 25 টাকায় ছিল বটে কিন্তু এখন তা ৬৫ টাকা তাও আবার এটা খুব ভালো মানের চাল না মিডিয়াম মানের চাল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টটি পড়ার জন্য।

 2 years ago 

অনেক দিন হলো মুদি বাজার করা হয় না। আর আলুর দাম এত বেড়ে গেছে। পন্যের এতো দাম মানুষ খাবে কি। খুব ভালো লাগলো আপনার আজকের মুদি বাজার করার গল্প পড়ে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.033
BTC 96111.99
ETH 2659.08
SBD 0.63