বীর যোদ্ধা

in Incredible India8 months ago
20231016_011916_0000.png Canva

এইতো বেশ কয়েক বছর আগের কথা,,। যখন ব্যাচেলর লাইফ,,ছোটো খাটো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরী করি,, মা বাবা আর ছোটো বোনকে নিয়ে ছোটো সুখের সংসার। বাবা একটা জুটমিলে চাকরি করতো,, রিটায়ার করে প্রবিডেন্ট ফান্ডের সামান্য টাকায় দুকামরার একটা বারিও করেছে,, বাড়িটা করতে সামান্য কিছু দেনাও হয়েছে,,।

আমার ভবিষ্যতের স্বপ্ন দেখছি আমার গার্লফ্রেন্ড অনামিকা কে নিয়ে,,। আমাকে খুবই ভালবাসে অনামিকা। আমরা ঠিক করেছি,, বাবার দেনাটা শোধ করেই বিয়েটা সেরে নেবো,,। রাতে আমাদের কথাও হয় ফেসবুকে,,। কম খরচে অনেক কথা,, মন চাইলে সারারাত,, । আমার ফ্রেন্ডলিষ্টে প্রায় কম বেশি করে দুইহাজারের মত সদশ্য। সকলের সাথে কথা না হলেও অনেকেরই সাথে নিওমিত কথা হয়,,। এমনি অল্প কথা বলা একজন ছিলো,, বিথী শর্মা,,।

অবাঙালী হলেও পরিস্কার বাংলা বলতে পারতো,,। আমি তাকে পাঁচটা sms করলে সে একটার উত্তর দিত,,। কখনো সুধুই লাইক দিয়ে ছেরে দিত,,। প্রফাইলের ছবিটাও খুব সুন্দর,, এককথায় সুন্দরী বলা চলে,, বড় বড় চোখ মুখে মৃদু হাঁসি সত্তিই সুন্দর,, কোম্পানিতে লেবারদের দাবিদাবা আর ইউনিয়ান বাজিতে বন্ধই হয়ে গেল কোম্পানি,,। একেবারেই কর্মহীন হয়েগেলাম,,। ভাবলাম একটা কাজ ঠিকি জুটিয়ে নেব,,। এমন ভাবনা আমার মিথ্যে হয়ে গেল,,।

এইভাবে কয়ে এক মাস কেটে গেল,,একে একে মায়ের গয়না দোকানে বাঁধা পড়লো,, । সংসার বাঁচাতে রাজমিস্ত্রির জোগারের কাজের জন্য কথা বললাম,,সেখানেও নিলোনা,, কারন কাজের কোনো অভিজ্ঞতাই নেই,,। সাফ জানিয়ে দিল তোমার দ্বারায় একাজ হবেনা,, । অবস্থা বুঝে মুদি দোকানদার ও ধার দেওয়া বন্ধ করে দিল।

ছোটো বোনটা ক্লাস টেনে পড়ে,,। সেও দেখি খিদে নেই বলে, কিছু না খেয়েই স্কুলে চলে যায়,,। মা বাবার মুখের দিকে তাকাতেই পারছিনা,,। গত রাতে অনামিকা ও বলে দিল,,অন্য জায়গায় নাকি বিয়ের ঠিক হয়ে গেছে,,। আর যেন কখনোই ডিস্টার্ব না করি,,। যাকে এখন সবচেয়ে বেশি প্রয়জন,, সবার আগে সেই পালিয়ে গেল,,।

বন্ধুরাও প্রায় সবাই বেকার,,।কিন্তু ওদের কেউ না কেউ আছে সংসার চালানোর মত,,। তবুও ওরা অনেক সাহায্য করেছে,,।

image.pngsource

অভাব যে এত ভয়ঙ্কর হয় তা আগে যানাছিলনা,,। মায়ের মুখঝামটা,, বাবার শুকনো মুখের কটাক্ষ দৃষ্টি,,যে বোনটার সারাটা দিন টুকটাক করে মুখ চলতো - সে আজ খালি পেটে বইয়ে দিকে মুখ গুঁজে পরে রয়েছে,,। আর পারছিনা,, এভাবে বাঁচার কনো মানেই হয়না,, । আজে বাজে উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে,,। অনেক রাতে বারি ফিরেছিলাম,,বন্ধর খাওয়ানো চা বিস্কুট অনেক আগেই হজম হয়ে গেছে,, এবার বিষ খেতে ইচ্ছা করছে,,, হাঁ এটাই একমাত্র সঠিক পথ মনে হচ্ছে ,, অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তির উপায় এটাই,, । হাঁ সুইসাইড,, মাথার মধ্যে ফিক্সড হয়ে গেল,, এছাড়া আর কিছুই মাথায় আসছেনা,,। পকেট থেকে মোবাইলটা বের করে ফেসবুকে প্রবেশ করলাম,,ফ্রেন্ড লিষ্টের বন্ধুরা যারা অন লাইন ছিলো,, তাদের মধ্যে অনামিকা ও ছিলো এক নাম্বারে, তাই ওকেই প্রথমে লিখলাম গূড বাই অনামিকা, চললাম,, হুঁহঃ,,,,,নো রিপ্লাই,,হয়তো ব্যাস্ত আছে অন্য কারোর সাথে,,,।

তারপর পরপর প্রত্যেককেই একই কথা লিখে ফরোয়ার্ড করলাম,,"গুড বাই বন্ধু চললাম ",,,।তার মধ্যে অনেকে অনেক রকম রিপ্লাই করলো,, কেউ ভাল থাকিস,,,। কেউ বলচ্ছে - কোথাও বেড়াতে যাচ্ছো নাকি,,? কেউ আবার বলচ্ছে– কনো কাজের জন্যে দেশের বাইরে চলে যাচ্ছ নাকি,,? - কিন্তু একমাত্র বিথীই ব্যাপারটা ঠিকি আন্দাজ করেছিলো,,। যে কিনা অনেক কথা বলার পর তবে একটা রিপ্লাই দেয়,,। সে পরস্পর প্রশ্ন বাণে আমাকে ঘায়েল করে ফেলল,, ।

একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে - তোমার গুড বাই বলার ধরনটা একটু অন্য রকম মনে হচ্ছে,,। এই তুমি কোথায় যাচ্ছো,,? এমন কোথাও যেও না যেখান থেকে ফিরে আসতে পারবে না।

বন্ধুরা আজ এখানেই আমার লেখা সমাপ্ত করছি ।কিন্তু গল্পটা এখানেই শেষ করছি না এর দ্বিতীয় পর্ব অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে উপস্থিত হব এবং এই গল্পের নাম কেন "বীর যোদ্ধা" দেওয়া হয়েছে তা পরবর্তী পর্বগুলো পড়লে আপনি বুঝতে পারবেন।

কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।

Sort:  
Loading...

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @radjasalman



 8 months ago 

আপনার পোস্ট পড়ে খুবই কষ্ট হচ্ছিল।। মানুষ এতটা কষ্টেও জীবনযাপন করে সেটা দেখা হয়নি।। আর মানুষ কতটা বিপদে থাকলে সুসাইড করার চিন্তা ভাবনা করে এটা আমার জানা নেই।।

খুব পড়তে ইচ্ছে করছে আপনার পরবর্তী অংশটুকু আশা করি খুব তাড়াতাড়ি পড়তে পরতে পারবো পরবর্তী অংশটুকু করতে।।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64453.36
ETH 3507.44
USDT 1.00
SBD 2.56